ম পৃষ্ঠা ২
- Bengali Word মউর English definition [মউর্] (বিশেষ্য) ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) ময়ূর>}
- Bengali Word মউরলা English definition ⇒ মৌরলা
- Bengali Word মউরি, মউরী English definition ⇒ মৌরী
- Bengali Word মউল English definition ⇒ মৌল২ ও মৌল৩
- Bengali Word মউলোভী English definition ⇒ মউ
- Bengali Word মউড় English definition [মোউড়] (বিশেষ্য) হিন্দুসমাজে বিয়ের সময়ে ব্যবহৃত মাথার টোপার; কন্যার মাথার সোলার মুকুট (সিঁথি মউড়)। {(তৎসম বা সংস্কৃত) মুকুট>}
- Bengali Word মউয়া, মউল English definition [মোউয়া, মোউল্] (বিশেষ্য) ১ মহুয়া; মধুর স্বাদ; গাছ বা তার ফল। ২ বউল; মুকুল। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
- Bengali Word মওকল, মোয়াক্কাল English definition [মওকল্, মোয়াক্কাল্] (বিশেষ্য) ভারপ্রাপ্ত; মিকাইল ফিরিস্তা (পবন উপরে আছে মওকল যে সেই ফিরিস্তার তরে আজ্ঞা কৈল সে-হেয়াত মাহমুদ)। {(ফারসি) মরক্কল}
- Bengali Word মওকা English definition [মওকা] (বিশেষ্য) উপযুক্ত সময়; সুযোগ (এই মওকায় কিছু রোজগারের ব্যবস্থা করব নাকি-মনোজ বসু; নুরুন্নাহার এতক্ষণে কথা বলার মওকা পায়-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) মরকা}
- Bengali Word মওজ English definition ⇒ মউজ
- Bengali Word মওজুদ, মজুদ, মজুত, মৌজুত English definition [মওজুদ্, মোজুদ্, মজুত্, মোউজুত্] (বিশেষণ) ১ জমা; সঞ্চিত (মজুদ টাকা কে কোথায় কোন পথে নিয়া যায় তার আর সন্ধান পাওয়া যায় না-মীর মশাররফ হোসেন)। ২ বিদ্যমান; বর্তমান (শিক্ষিত কন্যা মজুত-কেদারনাথ মজুমদার; আগুন মওজুদ রহিয়াছে-মোহাম্মদ বরকতুল্লাহ)। মওজুদ তহবিল (বিশেষ্য) ভবিষ্যতের জন্য সঞ্চিত করা অর্থাদি; অর্থাদি সঞ্চিত করে রাখা হয়েছে যে তহবিলে। {(আরবি) সরজুদ}
- Bengali Word মওত English definition ⇒ মউত
- Bengali Word মওন English definition [মওন্] (বিশেষ্য) মন্থন। {(তৎসম বা সংস্কৃত) মন্থন>}
- Bengali Word মওলবী English definition ⇒ মৌলবি
- Bengali Word মওলা English definition ⇒ মহলা
- Bengali Word মওলানা English definition ⇒ মৌলানা
- Bengali Word মওসুম English definition ⇒ মৌসুম
- Bengali Word মওড়া English definition ⇒ মহড়া
- Bengali Word মওয়া English definition [মওয়া] (ক্রিয়া) মন্থন করা; মথা। {(তৎসম বা সংস্কৃত) √মথ্>}
- Bengali Word মওয়াজ্জমা, মোয়াজ্জমা English definition [মওয়াজ্জমা, মোয়াজ্জমা] (বিশেষণ) সম্মানিত; শ্রেষ্ঠ (হাজি সাহেব মক্কা মওয়াজ্জমা মদিনা মনা’ওয়ারা....বহু পবিত্রস্থান দর্শন করিয়া আসিয়াছিলেন-কাজী ইমদাদুল হক)। {(আরবি) মুয়াজ্জামাহ; (তুলনীয়) মদিনা মনোয়ারা}