ম পৃষ্ঠা ৬৬
- Bengali Word মুতাবেক English definition ⇒ মোতাবেক
- Bengali Word মুথা, মুথো English definition [মুথা, মুথো] (বিশেষ্য) গন্ধশিকড়বিশিষ্ট তৃণ। {(তৎসম বা সংস্কৃত) মুস্ত>}
- Bengali Word মুদই English definition (ব্রজবুলি) [মুদোই] (ক্রিয়া) আবৃত করে; মুদ্রিত করে (মুদই দুই আঁখি-বিদ্যাপতি)। মুদব (ব্রজবুলি) ঢাকবে; মু্দ্রিত করবে। মুদয়ে (ব্রজবুলি) মুদ্রিত করে; ঢাকে (মুদয়ে দুই আঁখি-বিদ্যাপতি)। মুদন (ব্রজবুলি) ঢাকন। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্>}
- Bengali Word মুদা English definition [মুদা] (ক্রিয়া) ১ চক্ষু মুদ্রিত করা; বোজা; নিমীলিত করা। ২ চোখ ঢাকা (ব্রহ্মা পলকের জন্য আনন্দে অবশ হয়ে চক্ষু মুদিলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্>}
- Bengali Word মুদারা English definition [মুদারা] (বিশেষ্য) সঙ্গীতের তিনটি স্বরগ্রামের দ্বিতীয়টি (এসুধা সংগীত স্বর তরঙ্গে উদারা মুদারা তারা ঘুরিয়ে ফিরিয়া-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ্র>}
- Bengali Word মুদি English definition ⇒ মুদী
- Bengali Word মুদি, মুদী English definition [মুদি] (বিশেষ্য) দোকানে চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি বিক্রয়কারী। মুদিখানা (বিশেষ্য) মুদির দোকান। {(তুলনীয়) (হিন্দি) মোদী}
- Bengali Word মুদিত ১ English definition [মুদিতো] (বিশেষণ) হৃষ্ট; আনন্দিত; আহ্লাদিত। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্+ত(ক্ত)}
- Bengali Word মুদিত ২ English definition [মুদিতো] (বিশেষণ) মুদ্রিত; বোজা অবস্থাপ্রাপ্ত; নিমীলিত (মুদিত নয়ন-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মুদ্রিত>}
- Bengali Word মুদ্গর English definition [মুদ্গর্] (বিশেষ্য) মুগুর; গদা (কাড়িয়া লইতে উমর আসিয়া হানিফের পৃষ্ঠে মারে মুদ্গর কসিয়া-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) মুদ্+গর}
- Bengali Word মুদ্দই English definition [মুদ্দোই] (বিশেষ্য)১ বাদী; ফরিয়াদি; অভিযোগকারী (দুই এক কথা যদি আনয়ে ভাবিয়া মধ্যস্থ মুদ্দই হয়ে দেয় ভুলাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ শত্রু। {(আরবি) মুদ্দাই}
- Bengali Word মুদ্দত, মুদ্দৎ English definition [মুদ্দত্] (বিশেষ্য) ১ মেয়াদ; নির্দিষ্ট সময়। ২ বহুকাল; বহুদিন (অনেক মুদ্দৎ আগে একদা তৈমুম নামদার আশ্চর্য-ফররুখ আহমদ)। মুদ্দতি (বিশেষণ) যা নির্দিষ্ট সময়ের জন্য বলবৎ থাকে; মেয়াদা। {(আরবি) মুদ্দত}
- Bengali Word মুদ্দাফরাশ, মুদ্রোফরাশ English definition ⇒ মুর্দা
- Bengali Word মুদ্রণ English definition [মুদ্দ্রন্] (বিশেষ্য) ১ মুদ্রিতকরন; নিমীলন। ২ ছাপানোর কাজ; ছাপাই; printing। ৩ ছাপ দিয়ে গঠন। {(তৎসম বা সংস্কৃত) মু্দ্রি+অন(ল্যুট্)}
- Bengali Word মুদ্রা English definition [মুদ্দ্রা] (বিশেষ্য)১ টাকা-পয়সা প্রভৃতি; coin। ২ অর্থ। ৩ সিলমোহর। ৪ ছাপ; impression। ৫ হিন্দুদের দেবপূজা কালে বিবিধ ভঙ্গিতে করবিন্যাস। ৬ নাচের সময়ে অঙ্গভঙ্গি। ৭ মদের চাট। ৮ করতলে বা পদতলে বিশেষ চিহ্ন। মুদ্রাকর (বিশেষ্য) ছাপাখানার যে ব্যক্তি পুস্তকাদি ছাপার দায়-দায়িত্ব বহন করে। মুদ্রাকর প্রমাদ (বিশেষ্য) ছাপার ভুল; মুদ্রণে ভুলত্রুটি। মুদ্রাক্ষর (বিশেষ্য) ছাপনার টাইপ; মুদ্রণের সিসা ইত্যাদি নির্মিত অক্ষর। মুদ্রাঙ্কন (বিশেষ্য) সিল প্রভৃতির ছাপ। মুদ্রাঙ্কিত (বিশেষণ) ছাপযুক্ত; মোহরাঙ্কিত। মুদ্রাদোষ (বিশেষ্য) একই বাচনভঙ্গি বা স্বভাবগত বাগভঙ্গি; অঙ্গভঙ্গি করার কুঅভ্যাস। মুদ্রাবিজ্ঞান (বিশেষ্য) ধনত্ত্ব। মুদ্রাযন্ত্র (বিশেষ্য) ছাপাকল বা যন্ত্র; printing machine। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্+র(রক্)+আ(টাপ্)}
- Bengali Word মুদ্রাশঙ্খ English definition [মুদ্দ্রাশঙ্খো] (বিশেষ্য) সীসকভস্ম; অগ্নিদগ্ধ সিসার ছাই। {(তৎসম বা সংস্কৃত) মৃদ্দারশৃঙ্গক; ফারসি মুর্দহ্ সঙ্গ}
- Bengali Word মুদ্রিত English definition [মুদ্দ্রিতো] (বিশেষণ) ১ ছাপানো হয়েছে এমন; ছাপা; মুদ্রাঙ্কিত। ২ নিমীলিত। {(তৎসম বা সংস্কৃত) মুদ্রি+ত(ক্ত)}
- Bengali Word মুদ্গ English definition [মুদ্গো] (বিশেষ্য) মুগ ডাল। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্+গ(গক্)}
- Bengali Word মুনকির-নকির English definition [মুন্কির্নোকির্] (বিশেষ্য) যে দুই ফেরেশতা মৃত্যুর পর করবে ধর্মবিশ্বাসের পরীক্ষা নেয় বলে মুসলমানরা বিশ্বাস করে। {(আরবি) মুনকর + নাকির}
- Bengali Word মুনফা English definition ⇒ মুনাফা