ম পৃষ্ঠা ৮৪
- Bengali Word মৌলানা, মওলানা English definition [মোউলানা, মওলানা] (বিশেষ্য) ১ ইসলাম ধর্ম সম্বন্ধে বিশেষজ্ঞ বা পন্ডিত; মহাজ্ঞানী; আলেম। ২ আমাদের প্রভু (সম্মানে)। {(আরবি) মৱলানা}
- Bengali Word মৌলি, মৌলী English definition [মোউলি] (বিশেষ্য) ১ মুকুট; কিরীট। ২ চূড়া আকারে বাঁধা চুল। {(তৎসম বা সংস্কৃত) মূল+ই(ইঞ্), +ইন্(ইনি)}
- Bengali Word মৌলিক English definition [মোউলিক্] (বিশেষণ) ১ মৌল (একে আরবদের মৌলিক অবদান বলেই ধরে নিয়েছিল-আকবর আলী)। ২ মূল সম্পর্কিত। ৩ মূল থেকে জাত। ৪ আদিম; মূল। ৫ মূলগত। ৬ অনন্যপূর্ব; প্রথম উদ্ভাবিত বা সৃষ্ট; নিজস্ব (মৌলিক কবিতা)। ৭ স্বাধীন। ৮ বংশজ; কৌলীন্যহীন; অকুলীন। ৯ কেবল এক জাতীয় পরমাণুতে সৃষ্ট। □ (বিশেষ্য) উপাধি বিশেষ। মৌলিকতা, মৌলিকত্ব (বিশেষ্য) স্বকীয়তা। {(তৎসম বা সংস্কৃত) মূল+ইক(ঠক্)}
- Bengali Word মৌলিন্য English definition [মউলিন্নো] (বিশেষ্য) মৌলিকতা (কোন বিষয়ে জোরের সঙ্গে মৌলিন্য প্রকাশ করিতে পারিরাম না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মূল+ইন্(ইনি)+য(ষ্যঞ্)}
- Bengali Word মৌলিল English definition (প্রাচীন বাংলা) [মোউলিল] (ক্রিয়া) মুকুলিত হলো (নানা তরুবর মৌলিল রে- চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) মুকুল্>মউল>মৌল+(নাম ধাতুর বিভক্তি)+আ>}
- Bengali Word মৌলী English definition ⇒ মৌলি
- Bengali Word মৌসা English definition ⇒ মউসা
- Bengali Word মৌসুম, মওসুম, মরশুম, মরসুম English definition [মোউশুম্, মওশুম্, মোর্শুম্, মর্সুম্] (বিশেষ্য) ১ ঋতু; কাল (ফুল ফাগুনের এল মরশুম-কাজী নজরুল ইসলাম)। ২ দক্ষিণ- পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ু- স্রোতবিশেষ; যাতে বৃষ্টি হয়। ৩ বর্ষাকাল। ৪ সময়; কাল (হজ্জের মওসুমে সেখানে রীতিমত ভীড় জমতো-আবদুল মওদুদ)। মৌসুমি, মরসুমি (বিশেষণ) ১ বর্ষাকালীন; বৃষ্টি আনে এমন। ২ বিশেষ ঋতুর বা কালের অন্তর্গত। ৩ বিশেষ ঋতুতে উৎপন্ন (মৌসুমি ফল)। {(আরবি) মৱসুম; (ইংরেজি) monsoon}
- Bengali Word মৌহারী English definition (মধ্যযুগীয় বাংলা) [মোউহারি] (বিশেষণ) মনোহর (হাতে মৌহারী বাঁশী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মনোহরা>মনোহরী>মৌহারী}
- Bengali Word মৌড় English definition (মধ্যযুগীয় বাংলা) [মোউড়্] (বিশেষ্য) মুকুট; টোপর (মালা মৌড় গড়ে ফুল ঘর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মুকুট>}
- Bengali Word মৌড়লা English definition (মধ্যযুগীয় বাংলা) [মোউড়লা] (বিশেষ্য) পাগড়ি (মাথায় বসাল দিন রতন-মৌড়লা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মৌলি>}
- Bengali Word মৌয়াল English definition [মোউয়াল্] (বিশেষ্য) মধু সংগ্রাহক (মৌয়ালগণ দলের দলে মধুর আশায় এই ব্যাঘ্রসঙ্কুল বনের মধ্যে প্রবেশ করে-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। {মউ+আল}
- Bengali Word ম্যাও English definition ⇒ মেও
- Bengali Word ম্যাকসি English definition [ম্যাক্সি] (বিশেষ্য) মেয়েদের সারাদেহ ঢাকা এক রকম জামা। {(ইংরেজি) maxi}
- Bengali Word ম্যাগাজিন English definition [ম্যাগাজিন্] (বিশেষ্য) ১ সাময়িক পত্রিকা; পাঁচ মিশালি বিষয় (ম্যাগাজিন অনুষ্ঠান)। ২ যেখানে বারুদ জমা রাখা হয়। ৩ অস্ত্রশালা; অস্ত্রভান্ডার। {(ইংরেজি) magazine; (আরবি) মাখাজিন্; বহুব মখ্জন}
- Bengali Word ম্যাঙ্গানিজ English definition [ম্যাঙ্গানিজ্] (বিশেষ্য) লৌহসদৃশ ধাতু। {(ইংরেজি) manganese}
- Bengali Word ম্যাচ ১ English definition [ম্যাচ্] (বিশেষ্য) দুই দলের ক্রীড়া প্রতিযোগীতা (অন্যান্য স্কুলের ছেলেদের সঙ্গে ম্যাচ হয়-কাজী ইমদাদুল হক)। {(ইংরেজি) match}
- Bengali Word ম্যাচ ২, ম্যাচিস English definition [ম্যাচ্, ম্যাচিস্] (বিশেষ্য) দিয়াশলাই। {(ইংরেজি) matches}
- Bengali Word ম্যাজম্যাজ English definition ⇒ মেজমেজ
- Bengali Word ম্যাজিক English definition [ম্যাজিক্] (বিশেষ্য) ১ যাদুবিদ্যা। ২ ভোজবাজি (ম্যাজিক লো ম্যাজিক-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) magic}