ম পৃষ্ঠা ৬৫
- Bengali Word মুজাদ্দিদ English definition [মুজাদ্দিদ্] (বিশেষণ) ধর্মসংস্কারক-মুসলমানি বিশ্বাস মতে হাজার বছরে একজন ধর্মসংস্কারকের আবির্ভাব হয় (জ্ঞানের প্রেমের নিশান তুলেছে হাজার সালের মুজাদ্দিদ-ফররুখ আহমদ)। {(আরবি) মুজাদ্দিদ্}
- Bengali Word মুজাহিদ English definition [মুজাহিদ্] (বিশেষণ) ১ জিহাদকারী। ২ বীর সৈনিক (দাও সাড়া দাও মুজাহিদ সেনা-ফররুখ আহমদ)। {(আরবি) মুজাহিদ}
- Bengali Word মুঝে English definition (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) [মুঝে] (সর্বনাম) আমাকে। {(তুলনীয়) (হিন্দি) মুঝকো}
- Bengali Word মুঞি English definition ⇒ মুই
- Bengali Word মুঞে English definition ⇒ মুয়ে
- Bengali Word মুঞ্জ English definition [মুন্জো] (বিশেষ্য) এক প্রকার তৃণ; সুজ নামক এক প্রকার ঘাস। {(তৎসম বা সংস্কৃত) √মুঞ্জ্+অ(অচ্)}
- Bengali Word মুঞ্জরা, মুঞ্জরী, মুঞ্জরিত English definition ⇒ মঞ্জরা, মঞ্জরি, মঞ্জুরিত।
- Bengali Word মুট English definition ⇒ মুঠ
- Bengali Word মুটমুট English definition [মুট্মুট্] (অব্যয়) শুষ্ক ও সহজে ভঙ্গুর বস্তুর ভাঙার শব্দ। মুটমুটে (বিশেষণ)। মুটুর মুটুর (অব্যয়) সহজে ভঙ্গুর বস্তু কোমলবাবে ভাঙার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মুটে, মুটিয়া English definition [মুটে, মুটিয়া] (বিশেষ্য) যে মোটি বহন করে জীবিকা অর্জন করে; মোট বহনকারী; কুলি; ভারিক। মুটে-মজুর (বিশেষ্য) ১ গরিব শ্রমিক। ২ অতি সাধারণ শ্রমজীবী। {মোটা+ইয়া, মোটিয়া>মুটে, (তুলনীয়) (হিন্দি) মোটিয়া, (তুলনীয়) তামিল. মুট্টে}
- Bengali Word মুঠ, মুট English definition [মুঠ্, মুট্] (বিশেষ্য) ১ হাতের মুষ্টি; কবল্ ২ দা, তরবারি প্রভৃতির বাঁট; হাতল। ৩ এক মুষ্টি পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) মুষ্টি>}
- Bengali Word মুঠা, মুঠি, মুঠো English definition [মুঠা, মুঠি, মুঠো] (বিশেষ্য) ১ মুষ্টি সংকুচিত করতল। ২ কবল্ ৩ হাতল্ ৪ মুষ্টি পরিমিত চাল। {(তৎসম বা সংস্কৃত) মুষ্টি>}
- Bengali Word মুড English definition [মুড্] (বিশেষ্য) মেজাজ; মনের ভাব (অফিস প্রধানের আজ মাথা ধরেছে কাজ করার মুড নেই-ওবায়েদুল হক)। {(ইংরেজি) mood}
- Bengali Word মুণ্ড, মুণ্ডু English definition [মুন্ডো, মুন্ডু] (বিশেষ্য) মাথা; মস্তক। মুণ্ডু ঘুরে যাওয়া (ক্রিয়া) ১ হতবুদ্ধি হয়ে যাওয়া। ২ রূপমুগ্ধ হওয়া। মাথা-মুণ্ডু (বিশেষ্য) সামান্য পরিমাণ (মাথা-মুণ্ডু কিছুই না বোঝা)। মুণ্ডচ্ছেদ, মুণ্ডছেদন (বিশেষ্য)মস্তক কর্তন। মুণ্ডুপাত (বিশেষ্য) ১ শিরশ্ছদ। ২ (আলঙ্কারিক) সর্বনাশ। ৩ অভিশাপ। মুণ্ডমালা (বিশেষ্য)নরমুণ্ডসমূহ দিয়ে গাঁথা মালা। মুণ্ডুমালিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ডু>}
- Bengali Word মুণ্ডন English definition [মুন্ডন্] (বিশেষ্য) ১ কেশ কামিয়ে ফেলা; ন্যাডা করা। ২ অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছেঁটে ফেলা। মুণ্ডিত (বিশেষণ) কমানো; মুণ্ডন করা হয়েছে এমন। মুণ্ডিতকেশ (বিশেষণ) মাথা নেড়া করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড্+অন(ল্যুট্)}
- Bengali Word মুণ্ডু English definition ⇒ মুণ্ড
- Bengali Word মুত English definition [মুত্] (বিশেষ্য) প্রস্রাব; মূত্র। {(তৎসম বা সংস্কৃত) মূত্র>}
- Bengali Word মুতওল্লি, মোতোয়ালি English definition [মুতোয়োল্লি, মোতোয়ালি] (বিশেষ্য) ধর্মীয় অথবা দাবত্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক (দ্বিতীয় ব্যক্তি হুগলী ইমমাবাড়ীর মুতওল্লী সৈয়দ কেরামত আলী-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) মুতরল্লী}
- Bengali Word মুতফরাক্কা, মোতফরাক্কা English definition [মুত্ফরাক্কা, মোত্ফরাক্কা] (বিশেষণ) ১ নানাপ্রকার বিধি। ২ অতি সামান্য; নগণ্য। ৩ শৃঙ্খলাবদ্ধ নয় এমন। {(আরবি) মুতাফারিরকাহ}
- Bengali Word মুতা, মুতানো English definition ⇒ মোতা