C পৃষ্ঠা ৩৫
- English Word chunk Bengali definition [চাঙ্ক্] (noun) রুটি; মাংস; পনির ইত্যাদির পুরু খণ্ড বা টুকরা। chunky (adjective) ছোট ও পুরু; খাটো ও মোটা।
- English Word church Bengali definition [চাচ্] (noun) (১) খ্রিষ্টীয় উপাসনালয়; গির্জা। দ্রষ্টব্যchapel. church register (noun) যে খাতায় কোনো যাজকপল্লিতে সংঘটিত জন্ম; মৃত্যু ও বিবাহের তথ্য লিপিবদ্ধ করা হয়। churchyard (noun) গির্জাসংলগ্ন সমাধিক্ষেত্র। দ্রষ্টব্য cernetry২ [uncountable noun] গির্জায় সম্পন্ন উপাসনা: We were at church, গির্জার উপাসনারত ছিলাম। তুলনীয় We were in the church. গির্জার ভিতরে ছিলাম। churchgoer [চাচ্গোউআ(র্)](noun) গির্জার নিয়মিত উপাসক। (৩) [uncountable noun] the Church (of Christ) সমগ্র খ্রিষ্টান সম্প্রদায়। the Church of England ষোড়শ শতাব্দীতে রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত ইংল্যান্ডের সরকারি প্রটেস্টান্ট চার্চ। enter the Church যাজকবৃত্তি গ্রহণ করা। church warden (noun) church of England-এর অন্তর্গত যাজকপল্লির নির্বাচিত নির্বাহী প্রতিনিধি, কিন্তু স্বয়ং যাজক নন।
- English Word churl Bengali definition [চাল্] (noun) বদমেজাজি লোক। churlish (adjective) বদমেজাজি; অভদ্র; ইতর। churlishly (adverb)
- English Word churn Bengali definition [চান্] (noun) (১) মাখন তোলার ভাণ্ড বা পাত্র। (২) (America(n)- এ নয়) দুগ্ধখামার থেকে দুধ পরিবহনের বড় পাত্র। □ (verb transitive), (verb intransitive) (১) মাখন তোলা; মাখনভাণ্ডে মাখন ইত্যাদি মন্থন করা। (২) churn(up) সবেগে ঘোরানো বা মন্থন করা: The swimmers churned up the water with their moving hands and legs (লাক্ষণিক) প্রবলভাবে উত্তেজিত করা: The leader’s assassination churned up public anger. churn out গাদায় গাদায় বানানো বা তৈরি করা: churn out cheap novels.
- English Word chute Bengali definition [শূট্](noun) (১) দীর্ঘ; সংকীর্ণ; ঢালু পথ। (২) ঢালু পথ বেয়ে নেমে-আসা মসৃণ জলপ্রপাত। (৩) (কথ্য সংক্ষেপ) parachute.
- English Word chutney Bengali definition [চাট্নি] (noun) [uncountable noun] চাটনি। make chutney out of somebody কারো জন্য কোনো কিছু অপ্রীতিকর করে তোলা; কঠোরভাবে কাউকে কিছু বলা।
- English Word cicada Bengali definition [সিকা:ডা] (noun) স্বচ্ছ পাখার পোকা- এজাতীয় পুরুষ পোকা গ্রীষ্মকালে তীক্ষ্ণ কিচিরমিচির শব্দ করে; ঘুগরা পোকা।
- English Word cicatrice Bengali definition [সিকাট্রিস্] cicatrix [সিকাট্রিক্স্] (noun) শুকানো ক্ষতের দাগ।
- English Word cicerone Bengali definition [চিচারোউনি](noun) যে প্রদর্শক বা গাইড দর্শনীয় স্থান ও বস্তু সম্পর্কে সম্যক ধারণা রাখে এবং দর্শনার্থীদের তা বুঝিয়ে বলতে পারে।
- English Word cider Bengali definition [সাইডা(র্)](noun) আপেল থেকে প্রস্তুত সুরা। cider-press (noun) আপেল নিংড়ে রস বের করার যন্ত্র।
- English Word cigar Bengali definition [সিগা:(র্)](noun) চুরুট। cigar-shaped (adjective) চুরুট আকৃতির।
- English Word cigarette Bengali definition [সিগারেট্ America(n) সিগারেট্] (noun) সিগারেট। cigarette case (noun) সিগারেট রাখার বাক্স। cigarette holder (noun) সিগারেট ধরার পাইপ। cigarette paper (noun) সিগারেট তৈরির কাগজ।
- English Word cigarette pants Bengali definition [সিগারেট প্যান্ট্স্] (noun) (কথ্য) মেয়েদের ব্যবহৃত সরু পাওয়ালা সরল পায়জামা: Sophisticated pants with ankle zips will gain acceptance and as will sexy skinny trousers as close as leggings.
- English Word cinchona Bengali definition [সিঙ্কোউনা] (noun) যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
- English Word cinder Bengali definition [সিন্ডা(র্)] (noun) আংশিক পোড়া কয়লা; কাঠ; ইত্যাদির টুকরা; অঙ্গার। be burnt to a cinder (কেক, পিঠা ইত্যাদি) পুড়ে শক্ত ও কালো হওয়া। cinder-track (noun) মিহি অঙ্গারের আন্তরণ দিয়ে তৈরি করা দৌড়ানোর পথ।
- English Word cinderella Bengali definition [সিন্ডারেলা] (noun) যে মেয়ে বা নারীর রূপ ও গুণ স্বীকৃতি পায়নি; (লাক্ষণিক) দীর্ঘ উপেক্ষিত বস্তু।
- English Word cine Bengali definition [সিনি] (prefix) (যৌগশব্দে) cinema-র পরিবর্ততে ব্যবহৃত শব্দরূপ। cine camera (noun) চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যবহৃত ক্যামেরা। cinefilm (noun) এরূপ ক্যামেরায় ব্যবহৃত ফিল্ম। cineprojector (noun) যে যন্ত্রের সাহায্যে চলচ্চিত্র দেখানো হয়।
- English Word cinema Bengali definition [সিনামা] (noun) (১) (America(n)- এ নয়) প্রেক্ষাগৃহ; ছবিঘর। (২) (the) cinema চলচ্চিত্রশিল্প। cinematic [সিনাম্যাটিক্] (adjective) চলচ্চিত্রশিল্পবিষয়ক। cinematography [সিনামাটগ্রাফি] (noun) [uncountable noun] চলচ্চিত্রশিল্প; চলচ্চিত্রবিজ্ঞান।
- English Word cinnamon Bengali definition [সিনামান্] (noun) [uncountable noun] দারুচিনি; দারুচিনি রং।
- English Word cinquefoil Bengali definition [সিঙ্ক্ফয়ল্] (noun) এক জাতের গাছ, যার পাতা পাঁচভাগে বিভক্ত এবং ফুল ছোট ও হলুদ বর্ণের; পঞ্চদলবৃক্ষ; পঞ্চদলপুষ্প।