C পৃষ্ঠা ৩৭
- English Word cirrhosis Bengali definition [সিরৌসিস্] (noun) [uncountable noun] যকৃতের স্থায়ী (ও প্রায়ই জীবননাশক) রোগবিশেষ।
- English Word cirrus Bengali definition [সিরাস্] (noun) পালকের মতো নরম হালকা মেঘ।
- English Word cissy Bengali definition [সিসি] (adjective), (noun)=sissy
- English Word cistern Bengali definition [সিস্টান্] (noun) জলাধার (শৌচাগারে মালপত্রসংলগ্ন জলাধার বা ভবনের ছাদে পানি সংরক্ষণের জলাধার)|
- English Word citadel Bengali definition [সিটাডাল্] (noun) নগর রক্ষাকারী দুর্গ; নগরদুর্গ। (লাক্ষণিক) নিরাপদ স্থান বা আশ্রয়স্থল।
- English Word cite Bengali definition [সাইট্] (verb transitive) (১) (বিশেষত যুক্তি ইত্যাদির সমর্থনে বই থেকে) উদ্ধৃতি দেওয়া। (২) (America(n)) যুদ্ধে সাহসিকতার জন্য উল্লেখ করা। (আইন সম্বন্ধীয়) সমন জারি করা; তলব করা। citation [সাইটেইশ্ন্] (noun) [uncountable noun] উদ্ধৃতিদান; [countable noun] উদ্ধৃতি; (America(n)) (যুদ্ধে সাহসিকতার জন্য) সরকারি নথিতে উল্লেখ।
- English Word citizen Bengali definition [সিটিজ্ন্] (noun) (১) নগরবাসী: the citizens of Dhaka. (২) রাষ্ট্রের প্রজা বা নাগরিক; a Bangladeshi citizen, citizen of the world যে ব্যক্তি সব দেশকেই নিজের দেশ মনে করে; সংকীর্ণ স্বাদেশিকতামুক্ত ব্যক্তি; বিশ্বনাগরিক। citizenship [সিটিজ্ন্শিপ্] (noun) নাগরিকত্ব।
- English Word citizen journalism Bengali definition [সিটিজন জানলিজম্] (noun) স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের বা আমজনগণের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা; জনসাংবাদিকতা। এটা স্ট্রিট জার্নালিজম, পাবলিক জার্নালিজম, ডেমোক্র্যাটিক জার্নালিজম ও পারটিসিপেটরি জার্নালিজম নামেও পরিচিত: Think about combining podcasting with citizen journalism. (noun) citizen journalist.
- English Word citric Bengali definition [সিট্রিক্] (adjective) citric acid (noun) (রসায়ন) লেবুজাতীয় ফল থেকে প্রাপ্ত এসিড।
- English Word citron Bengali definition [সিট্রান্] (noun) লেবুজাতীয় ফল; এ জাতীয় ফলের গাছ।
- English Word citrous Bengali definition [সিট্রাস্] (adjective) লেবুজাতীয় ফলবিষয়ক।
- English Word citrus Bengali definition [সিট্রাস্] (noun) (উদ্ভিদ) লেবুগোত্রের গাছসমূহ: লেবু, জামির, বাতাবি লেবু, কমলা ও আঙুর; (attributive(ly)) এই গোত্রের গাছবিষয়ক।
- English Word city Bengali definition [সিটি] (noun) (১) বড় শহর; মহানগরী। the City লন্ডন শহরের প্রাচীনতম অংশ। (২) মহানগরবাসী। (৩) (attributive(ly)) city centre মহানগরীর কেন্দ্র। cityeditor (British/Britain) রাজস্ব-বার্তার সম্পাদক; (America(n)) স্থানীয় সংবাদের সম্পাদক; cityhall মহানগরীর সরকারি কাজকর্ম সম্পাদনের জন্য ব্যবহৃত নগরভবন: a City man ব্যবসা-বাণিজ্য বা মূলধন বিনিয়োগে জড়িত ব্যক্তি। city state (noun) যে নগর একই সঙ্গে একটি সার্বভৌম রাষ্ট্র; নগররাষ্ট্র (যথা প্রাচীনকালের এথেন্স নগরী)।
- English Word civet Bengali definition [সিভিট্] (noun) (১) (অপিচ civet-cat) আফ্রিকা, এশিয়া ও ইউরোপে প্রাপ্ত বিন্দুচিত্রিত বিড়ালাকৃতি ছোট জন্তু। (২) [uncountable noun] এই জন্তুর কতিপয় গ্রন্থি থেকে প্রাপ্ত কড়া গন্ধযুক্ত পদার্থ।
- English Word civic Bengali definition [সিভিক্] (adjective) নগর বা নাগরিক বিষয়ক; পৌর: civic duties; a civic centre যে স্থানে সরকারি ভবনসমূহ একত্র অবস্থিত। civics (noun) পৌরনীতি বা পৌরবিজ্ঞান।
- English Word civies Bengali definition [সিভিজ্] (noun) (British/Britain অপশব্দ) বেসামরিক পোশাক।
- English Word civil Bengali definition [সিভিল্] (noun) (adjective) (১) মানবসমাজবিষয়ক; মানবসম্প্রদায়গত: civil rights. civil disobedience (বিশেষত রাজনৈতিক প্রচারাভিযানের অংশ হিসেবে) সংগঠিত আইন অমান্য আন্দোলন। civil engineering খালখনন, সড়ক- রেলপথ; জাহাজঘাট ইত্যাদির নকশা প্রণয়ন ও নির্মাণকাজ; পূর্তকর্ম। civil law নাগরিক অধিকারসংক্রান্ত আইন; দেওয়ানি বিধি। civil marriage ধর্মীয় প্রথানুসারে নয়; আদালতে সম্পন্ন আইনসিদ্ধ বিবাহ। civil rights নাগরিক অধিকার। civil rights movement সংগঠিত শাসনতান্ত্রিক অধিকার আন্দোলন। civil war গৃহযুদ্ধ। (২) বেসামরিক। Civil Defence Corps (বিশেষত বিমান আক্রমণের পরিপ্রেক্ষিতে সংগঠিত) নাগরিক প্রতিরক্ষা সংগঠন। the Civil Service নৌ, স্থল ও বিমানবাহিনী ব্যতীত সকল সরকারি বিভাগ; উচ্চপদ সরকারি কর্ম; উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবাহিনী। (৩) ভদ্র; ভদ্রজনোচিত: He gave me a civil answer. (৪) civilist (British/Britain) পার্লামেন্ট-কর্তৃক রাজপরিবার ও রাজকীয় বৃত্তির জন্য প্রদত্ত অর্থভাতা। civilly [সিভালি] (adverb) ভদ্রভাবে। civility [সিভিলাটি] (noun) [uncountable noun] ভদ্রতা; (plural) ভদ্রকাজ।
- English Word civilian Bengali definition [সিভিলিআন্] (noun),(adjective) বেসামরিক ব্যক্তি; বেসামরিক: Millions of civilians were killed in the two World Wars.
- English Word civilization Bengali definition [সিভালাইজেইশ্ন্ America(n) সিভাআলিজেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সভ্যতা: the civilization of mankind. (২) [countable noun] সমাজবিকাশের পদ্ধতি বা পর্যায়বিশেষ: the civilizations of ancient Egypt, Babylon and Persia. (৩) [uncountable noun] (সামষ্টিক অর্থনির্দেশে) সভ্য দুনিয়া: acts that horrified civilization.
- English Word civilize Bengali definition [সিভালাইজ্] (verb transitive) (১) আদিম বা অজ্ঞ অবস্থা থেকে উন্নততর অবস্থায় তুলে এনে সভ্য করা। (২) উন্নত ও শিক্ষিত করা; মার্জিত রুচি করা: His roughness melted under the civilizing influence of his wife.