C পৃষ্ঠা ৩৮
- English Word civvies Bengali definition [সিভিজ্] (noun), (plural)=civies.
- English Word Civvy Street Bengali definition [সিভি স্ট্রীট্] (noun) (British/Britain অপশব্দ) বেসামরিক জীবন।
- English Word clack Bengali definition [ক্ল্যাক্] (verb intransitive), (noun) খটখট শব্দ করা; এরূপ শব্দ: The clack of type writers.
- English Word clad Bengali definition [ক্ল্যাড্] প্রাচীন. clothe-এর past participle: richly clad, দামি পোশাকে সজ্জিত; (কাব্যিক): snow-clad mountain-tops, তুষারাচ্ছাদিত পর্বতশিখর; (যৌগশব্দে): steel-clad.
- English Word claim 1 Bengali definition [ক্লেইম্] (verb transitive), (verb intransitive) (১) (অধিকার, স্বীকৃতি প্রভৃতি) দাবি করা: Do you claim this book? She claimed that she owned the house. claim damages (আইন সম্বন্ধীয়) দ্রষ্টব্যdamage. (২) দৃঢ়ভাবে বলা; কোনো কিছু সত্য বলে দাবি করা: He claimed to have done it all by himself. (৩) (বস্তু সম্বন্ধে) প্রয়োজন বোধ করা; যথার্থভাবে (মনোযোগ ইত্যাদি) দাবি করা: The poor condition of the city-streets claims the attention of the municipal authority.
- English Word claim 2 Bengali definition [ক্লেইম্] (noun) (১) [countable noun] দাবি: I make no claim to selfless love. lay claim to (কোনো কিছু) নিজের বলে দাবি করা: She laid claim to the house. (২) [countable noun] বিমার চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ দাবি করা অর্থ; make/put in a claim (for something). (৩) [uncountable noun, countable noun] চাওয়ার অধিকার: I suppose I have no claim on your sympathies. (৪) [countable noun] দাবিকৃত বস্তু; (বিশেষত স্বর্ণসমৃদ্ধ অঞ্চলে) খনি-শ্রমিককে বণ্টন-করা জমি: stake out a claim, খুঁটি পুঁতে সীমানা চিহ্নিত করে মালিকানা ঘোষণা করা। claimant [ক্লেইমান্ট্] (noun) (বিশেষত আইনে) যে ব্যক্তি দাবি উত্থাপন করে; দাবিদার।
- English Word clairvoyance Bengali definition [ক্লেআভয়আন্স্] (noun) [uncountable noun] ইন্দ্রিয়বর্তী নয় এমন কিছু দেখার বা শোনার ক্ষমতা; অলোকদৃষ্টি; অসাধারণ অন্তর্দৃষ্টি=telepathy. clairvoyant [ক্লেআভয়আন্ট্] (noun) এরূপ ক্ষমতা বা দৃষ্টিসম্পন্ন ব্যক্তি; অলোকদ্রষ্টা।
- English Word clam Bengali definition [ক্ল্যাম্] (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত ঝিনুকজাতীয় বৃহদাকার দ্বিকপাটক খোলকযুক্ত জলচর প্রাণী; ভেনাস-ঝিনুক। clam-bake [ক্ল্যাম্বেইক্] (noun) (America(n) ভেনাস-ঝিনুক ও অন্যান্য খাদ্যের ভাজি সহযোগে সমুদ্রতীরে আনন্দভোজ। □ (verb intransitive) (clammed, clamming, clams) ভেনাস-ঝিনুক ধরতে যাওয়া। clamup (কথ্য) (হঠাৎ) চুপ করে যাওয়া।
- English Word clamber Bengali definition [ক্ল্যামবা(র্)] (verb intransitive) হাত ও পায়ের সাহায্যে কষ্টে আরোহণ করা। (noun) কষ্টকর আরোহণ।
- English Word clammy Bengali definition [ক্ল্যামি] (adjective) (clammier, clammiest) স্যাঁতসেঁতে; ঠাণ্ডা ও চটচটে। clammily (adverb)
- English Word clamour Bengali definition (America(n) clamor) [ক্ল্যামা(র্)] (noun) [countable noun, uncountable noun] উচ্চ কলরব (বিশেষত নালিশ, দাবি প্রভৃতি জানানোর জন্য)। (verb intransitive),verb transitive উচ্চৈঃস্বরে চ্যাঁচামেচি করা। clamorous [ক্ল্যামারাস্] (adjective) শোরগোলপূর্ণ; শোরগোলকারী।
- English Word clamp Bengali definition [ক্ল্যাম্প্] (noun) (১) স্ক্রুর সাহায্যে কোনো জিনিস দৃঢ়ভাবে আটকে রাখার যন্ত্র। (২) দৃঢ়ীকরণের জন্য ব্যবহৃত লোহার বন্ধনী। □ (verb intransitive),(verb transitive) (১) উক্ত যন্ত্র বা বন্ধনী দিয়ে আটকানো। (২) clampdown (on)(কথ্য) দমন করা; (সংবাদপত্রাদির) কণ্ঠরোধ করা। clamp-down (noun)
- English Word clan Bengali definition [ক্ল্যান্] (noun) গোত্র; বংশ; প্রধানত স্কটল্যান্ডের পার্বত্যাঞ্চলের একবংশীয় জাতি।
- English Word clandestine Bengali definition [ক্ল্যান্ডেস্টিন্] (adjective) গোপন; গুপ্ত।
- English Word clang Bengali definition [ক্ল্যাং] (noun) ঢং ঢং শব্দ। (verb intransitive),(verb transitive) ঢং ঢং শব্দে বাজা বা বাজানো। clanger (noun) (অপশব্দ) drop a clanger অসমীচীন বা বিব্রতকর কিছু বলা।
- English Word clangour Bengali definition (America(n) clangor) [ক্ল্যাংআ(র্)] (noun) অবিরাম ঢং ঢং শব্দ। clangorous [ক্ল্যাংআরাস্] (adjective)
- English Word clank Bengali definition [ক্ল্যাংক্] (verb transitive), (verb intransitive), (noun) মৃদু ঝনঝন বা টুংটাং শব্দ (করা বা হওয়া)।
- English Word clannish Bengali definition [ক্ল্যানিশ্] (adjective) গোত্রপ্রীতিসম্পন্ন; বংশসচেতন; গোত্র সম্পর্কীয়।
- English Word clansman Bengali definition [ক্ল্যান্জ্মান্] (noun) (plural clansmen) জ্ঞাতি।
- English Word clap 1 Bengali definition [ক্ল্যাপ্] (verb transitive), (verb intransitive) (clapped, clapping, claps) (১) করতালি দেওয়া; করতালি দিয়ে প্রশংসা করা। (২) মৃদু চাপড় মারা: clap somebody on the back. (৩) দ্রুত ঢুকিয়ে ফেলা: clap somebody in prison; দ্রুত বসানো: clap one’s hat on. □ (noun) (১) (বজ্রাদির) প্রচণ্ড বিস্ফোরক শব্দ। (২) করতালির শব্দ।