C পৃষ্ঠা ৪০
- English Word claustrophobia Bengali definition [ক্লোসট্রাফোউবিআ] (noun) [uncountable noun] (গুহা, খনি ইত্যাদির ন্যায়) আবদ্ধ স্থানে থাকার আতঙ্করূপ ব্যাধি।
- English Word clavichord Bengali definition [ক্ল্যাভিকোড্] (noun) পিয়ানোর পূর্ববর্তী তারযন্ত্রবিশেষ।
- English Word clavicle Bengali definition [ক্ল্যাভিক্ল্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) কণ্ঠাস্থি। clavicular [ক্ল্যাভিকিউলা(র্)] (adjective) কণ্ঠাস্থিসংক্রান্ত; কণ্ঠাস্থিসদৃশ।
- English Word claw Bengali definition [ক্লো] (noun) (১) পশুপাখির পায়ের তীক্ষ্ণ নখর; নখরযুক্ত পা। (২) কাঁকড়া-চিংড়ি প্রভৃতির সাঁড়াশির ন্যায় দাঁড়া। (৩) নখরের ন্যায় যন্ত্র। claw-hammer (noun) পেরেক টেনে তোলার ব্যবস্থাযুক্ত হাতুড়ি। □ (verb transitive) claw at, claw (back) (নখর দ্বারা) আঁচড়ানো; ছিন্ন করা বা আঁকড়ে ধরা। clawback (noun) (কথ্য) অবিরাম প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছুর পুনরুদ্ধার।
- English Word clay Bengali definition [ক্লেই] (noun) [uncountable noun] কাদামাটি; এঁটেলমাটি। clayey [ক্লেইই] (adjective) কাদামাটি দ্বারা গঠিত; কাদামাটিপূর্ণ; কাদামাটির ন্যায়।
- English Word clean 1 Bengali definition [ক্লীন্] (adjective) (cleaner, cleanest) (১) নির্মল; পরিষ্কার: a clean bomb, পারমাণবিক বা হাইড্রোজেন বোমা যা তেজস্ক্রিয় ধূলিনিক্ষেপ ছাড়াই বিস্ফোরিত হয় বলে দাবি করা হয়। (২) অব্যবহৃত: Give me a clean sheet of paper. (৩) বিশুদ্ধ; পবিত্র: clean life; ত্রুটিমুক্ত: a clean copy; নির্দোষ: a clean record. (৪) সুগঠিত: clean figure, clean-limbed. □ (adjective) সুগঠিত অঙ্গপ্রত্যঙ্গবিশিষ্ট। (৫) মসৃণ; সুষম। (৬) দক্ষ; চটপটে। (৭) পরিচ্ছন্ন অভ্যাসসম্পন্ন। (৮) খাদ্য হিসেবে (ধর্মীয় মতে) উপযুক্ত বলে বিবেচিত: clean animals. (৯) সম্পূর্ণ; ডাহা: clean treachery. □ (adverb) সম্পূর্ণরূপে: clean forgot about it. come clean অপরাধাদি সম্পূর্ণ স্বীকার করা। clean cut (adjective) স্পষ্ট; খোলাখুলি। clean living (adjective) বিশুদ্ধ ও মার্জিত। clean shaven (adjective) দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো।
- English Word clean 2 Bengali definition [ক্লীন্] (verb transitive), (verb intransitive) (১) পরিষ্কার করা। (২) পরিষ্কার হওয়া: this sink cleans easily. clean something down কোনো কিছু ঝেড়েমুছে পরিষ্কার করা। clean somebody out কাউকে (জুয়াখেলা ইত্যাদিতে) কপর্দকশূন্য বা ফতুর করা। clean something out (বক্ষ ইত্যাদির) ভিতর সাফ করা। be cleaned out (কথ্য) কপর্দকশূন্য হয়ে পড়া। clean up পরিষ্কার করে ফেলা; গোছগাছ করা। clean something up অপরাধী বা দুষ্কৃতকারীর হাত থেকে সম্পূর্ণ মুক্ত করা: The Mayor has decided to clean up the city; (কথ্য) টাকাপয়সা লাভ করা। cleanup (noun) অপরাধ দুর্নীতি ইত্যাদি দূরীকরণ। cleaner (noun) পরিষ্কারকারী ব্যক্তি বা বস্তু।
- English Word cleanly 1 Bengali definition [ক্লেন্লি] (adjective) (cleanlier, cleanliest) পরিপাটি; পরিচ্ছন্ন অভ্যাসসম্পন্ন। cleanliness [ক্লনলিনিস্] (noun) [uncountable noun] পরিচ্ছন্নতা।
- English Word cleanly 2 Bengali definition [ক্লেন্লি] (adverb) নিখুঁতভাবে; পরিচ্ছন্নভাবে; ঠিকমতো।
- English Word cleanse Bengali definition [ক্লেন্জ্] (verb transitive) পরিষ্কার করা; বিশোধন করা। cleanser (noun) [countable noun, uncountable noun] বিশোধক।
- English Word clear 1 Bengali definition [ক্লিআ(র্)] (adjective) (১) স্বচ্ছ: clear glass; মেঘমুক্ত; নির্মল: a clear sky; উজ্জ্বল; পরিষ্কার: a clear light, a clear photograph. (২) নির্দোষ; গ্লানিমুক্ত: a clear conscience. (৩) স্পষ্ট: a clear voice. (৪) clear (about) (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ; সহজ। clear headed(adjective) তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন। clear sighted (adjective) ভালোভাবে দেখতে; চিন্তা করতে এবং বুঝতে সক্ষম; (লাক্ষণিক) বিচক্ষণ। (৫) clear of মুক্ত: clear of debt. (৬) সম্পূর্ণ: for three clear days. □ (noun) in the clear সন্দেহ/বিপদ থেকে মুক্ত। clearness (noun) [uncountable noun] পরিষ্কার অবস্থা; স্বচ্ছতা; পরিচ্ছন্নতা।
- English Word clear 2 Bengali definition [ক্লিআ(র্)] (adverb) (১) স্পষ্টভাবে। clear-cut (adverb) সুনির্দিষ্ট; সুস্পষ্ট: clear-cut ideas/plans. (২) সম্পূর্ণরূপে। (৩) clear of একান্তে; তফাতে: Stand clear of the gates of the lift. দূরে থাকা, এড়িয়ে চলা।
- English Word clear 3 Bengali definition [ক্লিআ(র্)](verb transitive), (verb intransitive) (১) clear something of/from অপসারণ করা; অবাঞ্ছিত কিছু থেকে মুক্তি পাওয়া; পরিষ্কার করা: clear the streets of snow/ clear snow from the streets. clear one’s throat (কেশে) গলা পরিষ্কার করা। (২) অতিক্রম করা; পার হওয়া (স্পর্শ না-করে): He cleared six feet. (৩) নিট লাভ বা মুনাফা হিসেবে পাওয়া; ব্যয়; পাওনাদারের দাবি ইত্যাদি মিটিয়ে ফেলা। (৪) বন্দরে প্রবেশ বা বন্দর ত্যাগের সময় কাগজপত্রাদি স্বাক্ষরকরণ; শুল্ক প্রদান ইত্যাদির মাধ্যমে জাহাজ বা এর মালপত্র বিমোচিত করা: clear goods through customs, শুল্ক-কর্তৃপক্ষের দাবি পূরণ করে মালপত্র বিমোচিত করা; শুল্ক কর্তৃপক্ষের দাবি পূরণ। clear away সরে যাওয়া: The clouds have cleared away. clear something away সরিয়ে নেওয়া। clearoff (কথ্য, ব্যক্তি সম্বন্ধে) চলে যাওয়া; নিষ্কৃতি পাওয়া। clearsomething off কিছুর অবসান ঘটানো; কোনো কিছু থেকে নিষ্কৃতি পাওয়া। clearout (কথ্য) চলে যাওয়া; ত্যাগ করা। clear something out খালি করা; শূন্য করা। clear up পরিষ্কার হওয়া। clear something up (ক) গোছগাছ করা;(খ) পরিষ্কার করা; সমাধান করা (রহস্য জটিলতা ইত্যাদির)।
- English Word clearance Bengali definition [ক্লিআরান্স্] (noun) (১) পরিষ্করণ; খালিকরণ; গোছগাছকরণ। a clearance sale দোকানের অপ্রয়োজনীয় বাড়তি মজুদ কমিয়ে ফেলার উদ্দেশ্যে বিশেষ বিক্রি; নিকাশ-বিক্রি। (২) [countable noun, uncountable noun] খালি জায়গা: The clearance between the bridge and the top of the bus was only six inches. (৩) শুল্ক বিভাগের দাবিদাওয়া পূরণের পর যাওয়ার জন্য জাহাজকে প্রদত্ত অনুমত্রিপত্র; ছাড়পত্র।
- English Word clearing Bengali definition [ক্লিআরিং] (noun) বনের মধ্যে গাছ কেটে ফেলে পরিষ্কার করা হয়েছে এমন খোলা জায়গা। clearinghouse (noun) যে দফতরে চেক; হুন্ডি ইত্যাদি ভাঙানো হয়; নিকাশঘর।
- English Word clearly Bengali definition [ক্লিআলি] (adverb) পরিষ্কারভাবে; সুস্পষ্টভাবে।
- English Word cleat Bengali definition [ক্লীট্ ] (noun) গোঁজ; খিল; কীলক।
- English Word cleavage Bengali definition [ক্লীভিজ্] (noun) ফাটল, চিড়, বিদারণ।
- English Word cleave 1 Bengali definition [ক্লীভ্] (verb transitive), (verb intransitive) (past tense clove, cleft, cleaved; past participle cloven, cleft বা' cleaved) (১) চেরা; ফাটানো; সবলে বিচ্ছিন্ন করা। (২) ফেটে যাওয়া; বিচ্ছিন্ন হওয়া। (৩) cleave through কেটে প্রস্তুত করা: cleave one’s way through the crowd. in a cleft stick (লাক্ষণিক) বদ্ধ বা সমস্যাসংকুল অবস্থান; যেখান থেকে সামনে এগোনো বা পিছনে সরা সম্ভব নয়। cleft palate (noun) জন্মের পূর্বে তালুর উভয় পার্শ্ব জোড়া না-লাগার কারণে এর ত্রুটিপূর্ণ বিদীর্ণ তালু। cloven hoof (noun) গরু-ভেড়া ইত্যাদির দ্বিখণ্ডিত খুর।
- English Word cleave 2 Bengali definition [ক্লীভ্] (verb intransitive) (past tense) cleaved বা' clave, past participle cleaved) cleave to দৃঢ়ভাবে এঁটে থাকা; (লাক্ষণিক) অনুগত থাকা।