C পৃষ্ঠা ৪১
- English Word cleaver Bengali definition [ক্লীভা(র্)] (noun) মাংস কাটতে ব্যবহৃত ভারী ছুরি।
- English Word cleavers Bengali definition [ক্লীভাজ্] (noun) (singular, plural) চোরকাঁটা।
- English Word clef Bengali definition [ক্লেফ্] (noun) (সংগীত) সুরের পরদার চাবিতে স্থাপিত স্বরগ্রাম নির্দেশক প্রতীক।
- English Word cleft 1 Bengali definition [ক্লেফ্ট্] (noun) চিড় বা ফাটল; চিড় দ্বারা সৃষ্ট খোলা মুখ।
- English Word cleft 2 Bengali definition [ক্লেফ্ট্[ cleave 1 –এর past participle, past tense
- English Word clematis Bengali definition [ক্লেমাটিস্] (noun) [uncountable noun] এক ধরনের বনলতা (সাদা, হলুদ, নীল বা বেগুনি রঙের ফুলবিশিষ্ট)।
- English Word clemency Bengali definition [ক্লেমান্সি] (noun) [uncountable noun] ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।
- English Word clement Bengali definition [ক্লেমান্ট্] (adjective) ক্ষমাশীল; মৃদু; নরম (মেজাজ, আবহাওয়া ইত্যাদি)।
- English Word clench Bengali definition [ক্লেন্চ্] (verb transitive) (১) দৃঢ়ভাবে চেপে ধরা; দৃঢ়ভাবে বন্ধ করা। (২) দৃঢ়মুষ্টিতে আঁকড়ে ধরা। (৩)=clinch.
- English Word clerestory Bengali definition [ক্লিআস্টোরি] (noun) (plural clerestories) বৃহৎ গির্জার দেওয়ালের উপরের অংশ; জানালা বা ভেন্টিলেটরযুক্ত রেলগাড়ির কামরার ছাদের উঁচু অংশ।
- English Word clergy Bengali definition [ক্লা:জি] (noun) গির্জার যাজকমণ্ডলী। clergymam [ক্লা:জিমান্] (noun) (plural clergymen) যাজক।
- English Word cleric Bengali definition [ক্লেরিক্] (noun)=clergyman.
- English Word clerical Bengali definition [ক্লেরিক্ল্] (adjective) (১) যাজকমণ্ডলীসংক্রান্ত। (২) কেরানিসংক্রান্ত: clerical work; a clerical error নকল করা বা লিখনসংক্রান্ত ত্রুটি।
- English Word clerihew Bengali definition [ক্লেরিহিউ] (noun) কৌতুকপূর্ণ বা অর্থহীন ছড়া কবিতা।
- English Word clerk Bengali definition [ক্লা:ক America(n) ক্লার্ক্] (noun) (১) কেরানি। (২) দলিলপত্র সংরক্ষণকারী কর্মচারী। (৩) (America(n)) দোকানের বিক্রয় সহকারী। (৪) যাজক; পুরোহিত। □ (verb intransitive) ( কেবল America(n)) দোকানে বিক্রয় সহকারী হিসেবে কাজ করা।
- English Word clever Bengali definition [ক্লেভা(র্)] (adjective) (clever, cleverest) (১) চালাক; চতুর; দক্ষ। (২) (সম্পাদিত কাজ) সামর্থ্য ও দক্ষতা প্রকাশকারী; a clever speech. (৩) চটপটে। cleverly (adverb) cleverness (noun)
- English Word clew Bengali definition [ক্লূ] (noun) (১) (নৌচালনবিদ্যা) নৌকাদির পালের নিচের দিকের কোনার সঙ্গে লাগানো ধাতব ফাঁস। (২) জাহাজের হ্যামকের তারের সঙ্গে লাগানো ফাঁস। (৩) রহস্যাদি সমাধানের সূত্র। □ (verb transitive) (অপিচ clue) (নৌচালনবিদ্যা) পাল টেনে তোলা বা নামানো।
- English Word cliché Bengali definition [ক্লীশেই America(n) ক্লীশেই] (noun) [countable noun] সস্তা বা গতানুগতিক পদসমষ্টি; অতিব্যবহৃত বা অনাধুনিক ধারণা বা কথাবার্তা।
- English Word click 1 Bengali definition [ক্লিক্] (verb transitive), (noun) ক্লিক বা টিক শব্দ করা; ঐ ধরনের শব্দ।
- English Word click 2 Bengali definition [ক্লিক্] (verb intransitive) (কথ্য America(n) -এ নয়) সঙ্গে সঙ্গে পরস্পরকে ভালো লাগা: The two of us clicked the moment we met.