C পৃষ্ঠা ৪৩
- English Word clip 2 Bengali definition [ক্লিপ্] (verb transitive) (clipped, clipping, clips) (১) কাঁচি; কাস্তে ইত্যাদি দিয়ে কাটা; ছেঁটে ফেলা (পশুর পশম, লেজ, পাখির ডানা, বাগানের বেড়া হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র বৃক্ষের ঘন সারির অগ্রভাগ ইত্যাদি): clip a bird’s wings; (লাক্ষণিক) কাউকে নিজ আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে বাধা দেওয়া। (২) (শব্দের অক্ষর বা ধ্বনি ইত্যাদি) বাদ দেওয়া। (৩) বাস ট্রাম ইত্যাদির টিকিট ব্যবহারের প্রমাণস্বরূপ ফুটা করা। (৪) (অপশব্দ) সজোরে ঘুষি মারা বা আঘাত করা। □ (noun) (১) কর্তন; ছাঁটাই; বাদ। (২) ভেড়ার পাল থেকে একবারে কেটে নেওয়া পশমের পরিমাণ। (৩) প্রচণ্ড আঘাত বা ঘুষি। (৪) (America(n)) দ্রুতগতি। clipping (noun) কেটে নেওয়া কিছু: newspaper clipping.
- English Word clipper Bengali definition [ক্লিপা(র্)] (১) কর্তন যন্ত্র: nail clippers. (২) দ্রুতগতির পালতোলা জাহাজ; প্রপেলারচালিত উড়োজাহাজ।
- English Word clique Bengali definition [ক্লীক্] (noun) (সাধারণত মন্দার্থে) একই স্বার্থে আবদ্ধ ক্ষুদ্র দল। cliquish (adjective) দলাদলির মনোভাবসম্পন্ন। cliquy (noun) দলাদলিতে অভ্যস্ত।
- English Word clitoris Bengali definition [ক্লিটারিস্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) ভগাঙ্কুর।
- English Word cloak Bengali definition [ক্লোউক্] (noun) আলখাল্লা; (লাক্ষণিক) ছদ্মবেশ; আবরণ; ভান। cloak and dagger (adjective) গোয়েন্দা কাহিনির ন্যায় রোমাঞ্চকর; চাঞ্চল্যকর; চক্রান্তধর্মী। cloakroom (noun) টুপি, কোট, পারসেল ইত্যাদি অল্প সময়ের জন্য রেখে দেওয়ার জায়গা (রেলস্টেশন, থিয়েটার ইত্যাদিতে); (সুভাষণরীতি) পায়খানা। (verb transitive) গোপন করা।
- English Word clobber 1 Bengali definition [ক্লবা(র্)] (verb transitive) (১) সজোরে বারবার আঘাত করা। (২) সম্পূর্ণরূপে পরাজিত করা: clobber the tax-payer, গুরুতর করভারে করদাতাদের জর্জরিত করা।
- English Word clobber 2 Bengali definition [ক্লবা(র্)] (noun) (British/Britain উপ.) পোশাক; সাজসজ্জা।
- English Word cloche Bengali definition [ক্লশ্] (noun) [countable noun] (১) নরম চারাগাছের উপর লম্বা সারির আকারে স্থাপিত কাচ বা স্বচ্ছ প্লাস্টিকের আবরণ; (প্রাচীন প্রয়োগ) চারাগাছের জন্য ব্যবহৃত ঘণ্টা আকৃতির কাচের আবরণ। (২) মহিলাদের আঁটসাঁট টুপিবিশেষ।
- English Word clock Bengali definition [ক্লক্] (noun) ঘড়ি (সব সময়ে বহন করার মতো বা হাতে পরার মতো নয় এমন ধরনের); ঘণ্টানির্দেশক সময়: eight 0’clock, আটটা। put the clock back ঘড়ির কাঁটা পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া; (লাক্ষণিক) প্রতিক্রিয়াশীল ব্যবস্থা গ্রহণ করা। work against the clock নির্ধারিত সময়ের আগে শেষ করার জন্য দ্রুত কাজ করা। round the clock দিনরাত। clock-face/ clock-dial ঘড়ির যে পৃষ্ঠদেশে ঘণ্টানির্দেশক সংখ্যা চিহ্নিত থাকে। clockwise/anti clockwise (adjective) (movement) দক্ষিণাবর্তী/বামাবর্তী (চলন)। clockwork (noun) (প্রায়ই attributive(ly)) ঘড়ির ন্যায় কলকবজাবিশিষ্ট; clock work toys, clock work precision. □ (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছুর সময় পরিমাপ করা; স্বয়ংক্রিয় ঘড়ির সাহায্যে সময় লিপিবদ্ধ করা: She was clocked at 5 9 seconds for the first lap. (২) clock (somebody) in/out, clock (somebody) on/off (শ্রমিক-কর্মচারী প্রভৃতির আগমন/প্রস্থানের সময় স্বয়ংক্রিয় ঘড়ির সাহায্যে লিপিবদ্ধ করা)।
- English Word clod Bengali definition [ক্লড্] (noun) পিণ্ড; ঢেলা (মাটি কাদা ইত্যাদির)। clod-hopper [ক্লড্হপা(র্)] (noun) (তুচ্ছ) গেঁয়ো ছাপ।
- English Word clog 1 Bengali definition [ক্লগ্](noun) (১) কাঠের পাদুকা; খড়ম। clogdance কাষ্ঠপাদুকা-নৃত্য। (২) কাঠের কুঁদা; (লাক্ষণিক) প্রতিবন্ধক; বাধা।
- English Word clog 2 Bengali definition [ক্লগ্] (verb transitive), (verb intransitive) (clogged, clogging, clogs) clog (up) (১) আবর্জনা ময়লা চর্বিজাতীয় পদার্থ ইত্যাদির দ্বারা তরল পদার্থের প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা হওয়া। (২) ব্যাহত করা; ভারাক্রান্ত করা। cloggy (adjective) (clogier, clogiest) দলার ন্যায় আঠালো।
- English Word cloisonne Bengali definition [ক্লোআজ্নেই America(n) ক্লয়জানেই] (noun) [uncountable noun] এনামেল দ্রব্য যাতে নকশার রং সরু ধাতব ফালির দ্বারা আলাদা করা থাকে; ক্লোয়াজনে।
- English Word cloister Bengali definition [ক্লয়স্টা(র্)] (noun) (১) প্রধানত মঠ গির্জা কলেজভবন ইত্যাদির মধ্যে আচ্ছাদিত উদ্যানপথ। (২) মঠ বা আশ্রম (-এর জীবন)। the clog মঠ আশ্রম ইত্যাদি স্থানের নিঃসঙ্গতা। □ (verb transitive) মঠ বা আশ্রমে রাখা বা সেখানে নিঃসঙ্গ জীবনযাপন করা। cloistered (adjective) নিঃসঙ্গ: cloistered life.
- English Word clone 1 Bengali definition [ক্লোউন্] (adjective) (cloner, clonest) (১) নিকটবর্তী; কাছাকাছি: clone range, clone proximity. a clone call/thing প্রায় দুর্ঘটনা বা বিপর্যয়। a clone shave (লাক্ষণিক) সংঘর্ষ বা দুর্ঘটনা থেকে অল্পের জন্য পরিত্রাণ। cloneup (noun) অত্যন্ত অল্প দূরত্বে গৃহীত আলোকচিত্র; নিকটদৃশ্য। (২) ঘেঁষাঘেঁষি: clone texture, ঠাসবুননি। (৩) কড়াকড়ি; কঠোর: a clone blockade. (৪) পুঙ্খানুপুঙ্খ; ফাঁকহীন: a clone consideration; a clone examination; a clone argument. (৫) অন্তরঙ্গ: clone friendship. (৬) নিয়ন্ত্রিত; সবার জন্য উন্মুক্ত নয় এমন: clone scholarship. (৭) প্রায় সমান পর্যায়ের: clone contest/finish. (৮) (ধ্বনিতত্ত্বে স্বরবর্ণ সম্বন্ধে) জিহ্বা এবং মুখগহ্বরের উপরিপৃষ্ঠ খুব কাছাকাছি এনে উচ্চারিত)। (৯) (অপিচ clone-fisted) ব্যয়কুণ্ঠ; কৃপণ। (১০) আলোবাতাস প্রবেশের পথহীন; বদ্ধ; শ্বাসরোধী। (১১) গোপন; গুপ্ত। clonely (adverb) cloneness (noun) কাছাকাছি অবস্থা।
- English Word close 2 Bengali definition [ক্লোউস্] (adverb) ঘনিষ্ঠভাবে; আবদ্ধভাবে; দৃঢ়ভাবে; কাছাকাছি। close at hand হাতের কাছে। close by (something); closeto (something) কাছে: The man lives close by the market. The bank is close to the office. closeup (to somebody/something) খুব অল্প দূরত্বে। close on/upon প্রায়; খুব কাছাকাছি: My father is close upon seventy. It was close on freezing point. closecropped/ cut (adjective) (চুল ঘাস ইত্যাদি) খুব ছোট করে কাটা। close fitting (adjective) (পোশাক ইত্যাদি) আঁটসাঁট। closegrainded (adjective) ঠাসবুনন; (কাঠ) ঘন দানাদার। closeset (adjective) পরস্পর খুব কাছাকাছি স্থাপিত: close-set teeth.
- English Word close 3 Bengali definition [ক্লোউস্](noun) গির্জা; মঠ; স্কুল ইত্যাদির চারপাশের জমিসংলগ্ন ভবনসমূহসহ।
- English Word close 4 Bengali definition [ক্লোউজ্] (verb transitive),(verb intransitive) (১) বন্ধ করা; বন্ধ হওয়া। closed book (লাক্ষণিক) যে বিষয়ে কেউ কিছুই জানে না: Cybernatics is a closed book to him. (২) বন্ধ থাকা; বন্ধ বলে ঘোষণা করা বা ঘোষিত হওয়া: The road is still closed to traffic. Admissions have been closed for semester. closed circuit (noun) (টেলিভিশনে) যে বর্তনীর দ্বারা তড়িৎপ্রবাহ ক্যামেরা থেকে স্ক্রিনে সরাসরি (শূন্যপথের পরিবর্তে) তারের মধ্য দিয়ে সঞ্চারিত হয়। (৩) শেষ করা বা শেষ হওয়া: to close a programme. close a deal লেনদেনসম্পর্কিত চুক্তি সম্পন্ন করা। closing prices দিনের লেনদেন শেষে স্টক এক্সচেঞ্জ-কর্তৃক উদ্ধৃত শেয়ারমূল্য। (৪) কাছাকাছি আনা বা আসা। close down কারবার ইত্যাদি বন্ধ করে দেওয়া; গুটিয়ে ফেলা; বেতার ও টেলিভিশন স্টেশন সম্পর্কে প্রচারে বিরতি দান: the station is just closed down. close in হ্রস্ব হওয়া। close in on/upon ঢেকে ফেলা; ঘিরে ফেলা (আক্রমণের উদ্দেশ্যে)। close with সন্নিহিত হওয়া; (প্রস্তাব) গ্রহণ করা।
- English Word close 5 Bengali definition [ক্লোউজ্] (noun) (কেবল singular) শেষ; সমাপ্তি। draw/bring something to a close শেষ করা।
- English Word closet Bengali definition [ক্লজিট্] (noun) (১) (প্রধানত America(n)) জিনিসপত্র রাখার ছোট কক্ষ। (২) (প্রাচীন প্রয়োগ) ব্যক্তিগত সাক্ষাৎকারের উদ্দেশ্যে ব্যবহৃত ক্ষুদ্র কক্ষ। (৩) (প্রাচীন প্রয়োগ) পায়খানা। □ (adjective) (কথ্য) গোপনে সক্রিয়; সাধারণে পরিচিত নয় এমন। □ (verb transitive) (সাধারণত কর্মবাচ্যে) be closeted with together/with somebody (কারো সঙ্গে) গোপন সাক্ষাৎকার হওয়া: The secretary was closeted with the minister for an hour.