C পৃষ্ঠা ৪৪
- English Word closure Bengali definition [ক্লোউজা(র্)] (noun) (১) (America(n)= cloture) [countable noun, uncountable noun] (সংসদে) কোনো প্রস্তাবের উপর ভোট গ্রহণের মাধ্যমে বিতর্ক শেষ করার ব্যবস্থা। (২) বন্ধকরণ; সমাপ্তকরণ; সমাপ্তি; ছুটি।
- English Word clot Bengali definition [ক্লট্] (noun) [countable noun] (১) তরল পদার্থের (বিশেষত রক্তের) ঘনীভূত পিণ্ড বা চাপ। (২) (অপশব্দ) জড়বুদ্ধি; বোকা। (verb transitive), (verb intransitive) চাপ বাঁধানো বা বাঁধা: clotted hair ময়লা ইত্যাদির কারণে জটবাঁধা চুল।
- English Word cloth Bengali definition [ক্লথ্ American ক্লোথ্] (noun) (plural cloths) [ক্লথ্স্ American ক্লোদজ্] (১) [uncountable noun] (সুতা,পশম,রেশম প্রভৃতিতে তৈরি) কাপড়; বস্ত্র। (২) [uncountable noun] পরিহিত পোশাক দ্বারা প্রদর্শিত পেশা। the cloth যাজকমণ্ডলী।
- English Word clothe Bengali definition [ক্লোদ্] (verb transitive) পোশাক পরানো; পোশাক জোগানো। (২) (লাক্ষণিক) প্রকাশ করা।
- English Word clothes Bengali definition [ক্লোদ্জ্ America(n) ক্লোজ্] (noun) (plural) (১) পোশাক-পরিচ্ছদ। (২) bed clothes (noun) বিছানার চাদর; কম্বল। clothes basket (noun) কাপড়চোপড় ধোয়ার আগে বা ধোয়ার পর যে ঝুড়িতে রাখা হয়। clothes horse (noun) কাপড়চোপড় ধোয়া ও শুকানোর পর হাওয়া লাগাতে যে ফ্রেমে টাঙানো হয়। clothesline (noun) ধোয়া কাপড় শুকানোর দড়ি। clothes peg/pin শুকাতে দেওয়া কাপড়চোপড় দড়ি, তার ইত্যাদির সঙ্গে আটকে রাখার পিন বা ক্লিপ।
- English Word clothing Bengali definition [ক্লোদিং] (noun) আবরণ; পোশাক-পরিচ্ছদ।
- English Word cloture Bengali definition [ক্লোশা(র্)] (noun) (America(n))=closure (১).
- English Word cloud Bengali definition [ক্লাউড্] (noun) (১) মেঘ। cloud bank (noun) নিচু মেঘের ঘন স্তূপ। cloud burst (noun) আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিঝড়। cloud capped (adjective) (পাহাড়াদির) চুড়া মেঘে ঢাকা অবস্থা। (২) একত্রে চলমান দল; ঝাঁক: a cloud of flies. (৩) বাতাসে ভাসমান ধোঁয়া; ধূলিবালির পুঞ্জ। (৪) তরল বা স্বচ্ছ পদার্থের উপর বা ভিতরে অস্বচ্ছ আবরণ। (৫) বিষণ্ণতা বা ভয় সৃষ্টি করে এমন কিছু: clouds of war. under a cloud বিপদে পতিত; সন্দেহের শিকার। (৬) (plural) (have one’s head) in the clouds (লাক্ষণিক) অলীক; কাল্পনিক। □ (verb transitive), (verb intransitive) cloud (over) অস্পষ্ট হওয়া বা করা। cloudless (adjective) নির্মেঘ; পরিষ্কার। cloudy (adjective) (cloudier, cloudiest) (১) মেঘাচ্ছন্ন। (২) (বিশেষত তরল পদার্থ) খোলা; অপরিষ্কার।
- English Word cloud computing Bengali definition [ক্লাউড্ কম্পিউটিঙ] (noun) ক্লাউড কম্পিউটিং একটি বিশেষ পরিসেবা। এটি কিছু কম্পিউটারকে গ্রিড সিস্টেমের মাধ্যমে সংযুক্ত রাখে: The same, I’m sure, will be true of the infrastructure of cloud.
- English Word clout Bengali definition [ক্লাউট্] (noun) (১) (কথ্য) আঘাত; ধাক্কা (মাথা ইত্যাদিতে হাতের সাহায্যে প্রদত্ত)। (২) (কথ্য) ফলপ্রসূ কাজের ক্ষমতা; কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে প্রভাবিত করার ক্ষমতা: He has a lot of clout with the minister.
- English Word clove 1 Bengali definition cleave –এর past tense
- English Word clove 2 Bengali definition [ক্লোভ্] (noun) লবঙ্গ। oil of cloves লবঙ্গনির্যাস।
- English Word clove 3 Bengali definition [ক্লোভ্] (noun) (রসুনাদির) কোয়া।
- English Word clove hitch Bengali definition [ক্লোভ্ হিচ্] (noun) দণ্ড; থাম ইত্যাদি দড়ি দিয়ে বাঁধার গিঁট।
- English Word cloven Bengali definition clove 1 – এর past participle
- English Word clover Bengali definition [ক্লোভা(র্)] (noun) [uncountable noun] গবাদিপণ্ডর ভোজ্য; (সাধারণত) এক বোঁটায় তিনপাতাবিশিষ্ট ছোট গাছবিশেষ। be/live in clover অতি আরাম-আয়েশে থাকা। clover leaf মহাসড়কের সংযোগস্থল; যেখানে এক সড়কের উপর দিয়ে অন্য এক সড়ক চলে যাওয়ার সময়ে এক বোঁটায় চারাপাতার মতো প্যাটার্ন সৃষ্টি করে।
- English Word clown Bengali definition [ক্লাউন্] (noun) [countable noun] বিশেষত সার্কাস, নির্বাক নাটক ইত্যাদিতে কৌতুকাভিনয়কারী ব্যক্তি; ভাঁড়; বিদূষক; অমার্জিত জবুথবু লোক। (verb intransitive) ভাঁড়ামি করা; ভাঁড়চরিত্রে অভিনয় করা। clownish (adjective) ভাঁড়সুলভ; অমার্জিত; গেঁয়ো।
- English Word cloy Bengali definition [ক্লয়] (verb transitive), (verb intransitive) সম্পদ, খাদ্য, আনন্দ প্রভৃতির আতিশয্যে অরুচির সৃষ্টি করা বা অরুচি বোধ করা: cloyed with sweets.
- English Word club 1 Bengali definition [ক্লাব্] (noun) (১) গদা; মুগুর। (২) গল্ফ ও হকি খেলার বল মারার জন্য ব্যবহৃত বাঁকানো মাথাওয়ালা লাঠি। □ (verb transitive) (clubbed, clubbing, clubs) উক্ত লাঠির সাহায্যে আঘাত করা। clubfoot (noun) জন্ম হতে ভারী ও বিকৃত পা; কৃশপদ। clubfooted (adjective) বিকৃত চরণ।
- English Word club 2 Bengali definition [ক্লাব্] (noun) চিড়িতন (বিশেষ তাস)।