C পৃষ্ঠা ৪৫
- English Word club 3 Bengali definition [ক্লাব্] (noun) সংঘ; সমিতি, ক্লাব, সমিতি বা ক্লাব কর্তৃক ব্যবহৃত কক্ষ বা ভবন। clubhouse (noun) ক্লাবভবন। □ (verb intransitive) (clubbed, clubbing, clubs) club together সংঘবদ্ধ হওয়া। clubbable (adjective) ক্লাবের সদস্য হওয়ার যোগ্য; মিশুক।
- English Word cluck Bengali definition [ক্লাক্] (verb intransitive), (noun) মুরগির ডাক বা ঐরূপ ধ্বনি করা।
- English Word clue Bengali definition [ক্লূ] (noun) কোনো সমস্যার সমাধানে সাহায্য করতে পারে এমন কোনো বিষয়; ধারণা বা যোগসূত্র। not have a clue (কথ্য) কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা বা কিছুই বুঝতে না-পারা। (verb intransitive) be clued up (about something) কোনো বিষয়ে অনেক কিছু জানা। clue somebody up (about/on something) কোনো বিষয়ে কাউকে ভালোভাবে জানানোর ব্যবস্থা করা: He has been clued up about the party arrangements.
- English Word clueless Bengali definition [ক্লূলাস্] (adjective) (কথ্য) (১) যোগসূত্রহীন। (২) অদক্ষ; নির্বোধ।
- English Word clump 1 Bengali definition [ক্লাম্প্] (noun) গুচ্ছ; ঝাড় (বৃক্ষাদির)। □ (verb transitive) ঝাড় বেঁধে গাছ লাগানো।
- English Word clump 2 Bengali definition [ক্লাম্প্] (verb intransitive) গুরুভার পীড়িত পা টেনে টেনে চলা: Mr Shahed is clumping about.
- English Word clumsy Bengali definition [ক্লাম্জি] (adjective) (clumsier, clumsiest) (১) কদাকার; জবড়জং; অমার্জিত। (২) বেমানান; আনাড়ি; অপটু। clumsily (adverb) clumsiness (noun)
- English Word clung Bengali definition [ক্লাং] cling- এর past tense, past participle
- English Word clunk Bengali definition [ক্লাঙ্ক্] (verb intransitive), (noun) ভারী ধাতব পদার্থাদির সংঘর্ষজনিত অগভীর শব্দ (করা)।
- English Word cluster Bengali definition [ক্লাস্টা(র্)] (Noun) (১) গুচ্ছ; ঝাঁক; ঝাড়; স্তবক; দল: a cluster of trees, flowers, bees. (verb intransitive) cluster (together) (round) ঝাঁক বাঁধা; গুচ্ছবদ্ধ হওয়া; একত্র ঝুঁকে পড়া।
- English Word clutch 1 Bengali definition [ক্লাচ্] (verb transitive), (verb intransitive) clutch at এঁটে ধরা; দৃঢ়মুষ্টিতে আঁকড়ে ধরা; বলপূর্বক অধিকার করা; ছিনিয়ে নেওয়া। (Noun) (১) দৃঢ়মুষ্টি; দৃঢ়মুষ্টিতে আঁকড়ে ধরার ক্রিয়া; ছোঁ: make a clutch at something. (২) (plural) নিয়ন্ত্রণক্ষমতা। be in/out of the clutches of; get into/out of the clutches of. (৩) কোনো মেশিন বা ইনজিন বন্ধ বা চালু করার নিয়ন্ত্রক কল।
- English Word clutch 2 Bengali definition [ক্লাচ্] (noun) একটি মুরগি একবারে যতগুলো ডিমে তা দেয়, এইভাবে তা দেওয়া ডিম থেকে উৎপন্ন মুরগির ঝাঁক।
- English Word clutter Bengali definition [ক্লাটা(র্)] (verb transitive) clutter (up) ভিড় করে বা গাদাগাদি করে বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থার সৃষ্টি করা; The table is cluttered up with books. (noun) এলোমেলো অবস্থা।
- English Word co Bengali definition [কো] (prefix) সহার্থক উপসর্গ-সহ; একত্রে: co-author; co-education.
- English Word co-ed Bengali definition [কৌ-এড্] (noun) (America(n) কথ্য) সহশিক্ষা ব্যবস্থাধীন স্কুল-কলেজ (-এর মেয়ে)।
- English Word co-op Bengali definition [কোউঅপ্] (noun) the co-op (কথ্য) সমবায় সমিতি; সমবায়ের ভিত্তিতে পরিচালিত দোকান ইত্যাদি।
- English Word co-operate Bengali definition [কোউঅপারেইট্] (verb intransitive) co-operate (with somebody) (in doing/to do something) কোনো কিছু করতে, ঘটাতে সহযোগিতা করা: If you all co-operate, we will be successful.
- English Word co-operation Bengali definition [কোউঅপারেইশ্ন্] (noun) সহযোগিতা। in co-operation with সহযোগিতায়।
- English Word co-operative Bengali definition [কোউঅপারাটিভ্] (adjective) সহযোগিতামূলক; সমবায়ী; সহযোগিতা প্রদানে ইচ্ছুক। a co-operation society সমবায় সমিতি। (noun) সমবায় সমিতি পরিচালিত দোকান, খামার ইত্যাদি।
- English Word co-opt Bengali definition [কোউঅপ্ট্] (verb transitive) (কমিটিসংক্রান্ত) যারা কমিটির সদস্য আছে তাদের ভোটে নতুন কোনো ব্যক্তিকে সদস্যপদ দান করা: We co-opted a new member to the Executive Committee.