C পৃষ্ঠা ৪৭
- English Word coax Bengali definition [কোউক্স্] (verb transitive), (verb intransitive) coax (from/into/out of) মিষ্ট কথায় ভুলানো; প্রলুব্ধ করা: He took a lot of coaxing before he agreed to take her to the theatre. coaxing (noun) [uncountable noun, countable noun] প্রলোভন; আদর। coaxingly (adverb)
- English Word cob Bengali definition [কব্] (noun) (১) রাজহাঁস। (২) খাটো পাওয়ালা ছোট তেজি ঘোড়া। (৩) (অপিচ cob-nut) এক জাতীয় বড় আকারের বাদাম। (৪) ভুট্টাশিষের মাঝে যেখানে ভুট্টাদানা লেগে থাকে।
- English Word cobalt Bengali definition [কোউবোল্ট্] (noun) শক্ত রুপালি সাদা ধাতু; কোবাল্ট (রাসায়নিক প্রতীক Co)।
- English Word cobber Bengali definition [কবা(র্)] (noun) (অস্ট্রেলিয়া, কথ্য) সঙ্গী।
- English Word cobble 1 Bengali definition [কব্ল্] (noun) (অপিচ cobblestone) খোয়া। (verb transitive) খোয়া বা পাথর দিয়ে বাঁধানো: cobbled path.
- English Word cobble 2 Bengali definition [কব্ল্] (verb transitive) মেরামত করা (জুতা ইত্যাদি) তালি দেওয়া; জোড়া দেওয়া।
- English Word cobbler Bengali definition [কব্লা(র্)] (noun) (১) মুচি। (২) অমার্জিত শ্রমিক। (৩) (America(n)) এক ধরনের পিঠা। a load of old cobbler (British/Britain কথ্য) বাজে কথা।
- English Word cobra Bengali definition [কোউব্রা] (noun) গোখরা সাপ।
- English Word cobweb Bengali definition [কোব্ওয়েব্] (noun) [countable noun] মাকড়সার জাল; উর্ণা।
- English Word Coca-Cola Bengali definition [কোউকাকোউলা] (noun) (Proprietary name) পানীয়বিশেষ; কোকা-কোলা।
- English Word cocaine Bengali definition [কোউকেইন্] (noun) [uncountable noun] মাদকদ্রব্যবিশেষ; কোকেন।
- English Word cochineal Bengali definition [কচিনীল্] (noun) [uncountable noun] কোনো কোনো কীটের শুষ্কীকৃত দেহ হতে তৈরি উজ্জ্বল লাল রঞ্জক পদার্থ।
- English Word cock 1 Bengali definition [কক্] (noun) (১) মোরগ। cockcrow (noun) প্রত্যুষ। cock-a-hoop (verb transitive), (adverb) জয়োল্লাসপূর্ণ; জয়োল্লাসের সঙ্গে। cock-a-doodle-doo (noun) মোরগের ডাক। cock-and-bull story অবিশ্বাস্য; আষাঢ় বা অলীক গল্প। cockfighting (noun) মোরগের লড়াই। live like fighting cocks (প্রবচন) সর্বোত্তম খাদ্য খেয়ে জীবন ধারণ করা। cock of the walk অন্যের উপর প্রাধান্য বিস্তারকারী ব্যক্তি, সর্দার। (২) (যৌগশব্দে) (যেকোনো পাখি সম্বন্ধে) পুং: cock sparrow, পুং চড়াই।
- English Word cock 2 Bengali definition [কক্] (noun) (১) নল পিপে ইত্যাদি হতে তরল পদার্থ বা গ্যাসের নির্গমন নিয়ন্ত্রক কল। (২) বন্দুকের ঘোড়া। at half/full cock গুলি ছোড়ার ব্যাপারে অর্ধ/পূর্ণ প্রস্তুতিতে। go off at half cock (পরিকল্পনাদি সম্বন্ধে) যথাযথ প্রস্তুতি ছাড়া শুরু করা। (৩) (অপশব্দ) পুং জননেন্দ্রিয়।
- English Word cock 3 Bengali definition [কক্] (verb transitive) cock (up) (১) উপরের দিকে উলটানো; খাড়াভাবে স্থাপন করা: ears cocked up. cocked hat সামনে ও পিছনে সুচালো ত্রিকোণাকৃতি টুপিবিশেষ। knock somebody/something into a cocked hat (প্রবচন) বেদম প্রহার করা; পিটিয়ে চেহারা বিকৃত করে দেওয়া। (২) গুলি করার উদ্দেশ্যে বন্দুকের ঘোড়া টানা। (৩) cockup (অপশব্দ) ওলটপালট করা, ভণ্ডুল করা। cock-up (noun)
- English Word cock 4 Bengali definition [কক্] (noun) খড়, গোবর প্রভৃতির মোচাইকৃতি ক্ষুদ্র স্তূপ। (verb transitive) খড় স্তূপ করে রাখা।
- English Word cockade Bengali definition [ককেইড্] (noun) টুপিতে ব্যাজ (কোনো কিছুর নিদর্শন) হিসেবে পরিহিত ফিতার গিঁট।
- English Word cockatoo Bengali definition [ককাতূ] (noun) [countable noun] কাকাতুয়া।
- English Word cockchafer Bengali definition [কক্চেইফা(র্)] (noun) গাছপালার ধ্বংসসাধনকারী পতঙ্গবিশেষ।
- English Word cocker 1 Bengali definition [ককা(র্)] (noun) cocker spaniel স্প্যানিয়েল জাতের পক্ষীশিকারি কুকুরবিশেষ।