D পৃষ্ঠা ২০
- English Word demonstration Bengali definition [ডেমান্স্ট্রেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] (১) প্রতিপাদন; প্রমাণ: to reach something by demonstration; প্রত্যক্ষ প্রমাণ; চাক্ষুস প্রমাণ: a demonstration of sympathy; কার্যপ্রণালী প্রদর্শন: a demonstration of a new video recorder. (২) বিক্ষোভ প্রদর্শন।
- English Word demonstrative Bengali definition [ডিমন্স্ট্র্যাটিভ] (adjective) (১) (ব্যক্তি) আবেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করে এমন; অভিব্যক্তিশীল: She is more demonstrative than her husband. (২) আবেগ-অনুভূতির প্রকাশ্য অভিব্যক্তিসম্বলিত; আবেগোচ্ছল; সোচ্চার: demonstrative behavior. (৩) (বিশেষত ব্যাকরণ) নির্দেশক। demonstrative pronoun (this, these, that, those) নির্দেশক সর্বনাম। demonstratively (adverb) আবেগোচ্ছলভাবে।
- English Word demonstrator Bengali definition [ডেমান্স্ট্রেইটা(র্)] (noun) (১) বিক্ষোভকারী। (২) যে ব্যক্তি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে বোঝান বা ব্যাখ্যা করেন; প্রতিপাদক; প্রদেষ্টা।
- English Word demoralize, demoralise Bengali definition [ডিমরালাইজ্ America(n) ডিমোরালাইজ্] (verb intransitive) (কারো, যেমন কোনো সৈন্যদলের) সাহস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ইত্যাদি দুর্বল করা; মনোবল ভেঙে দেওয়া। দ্রষ্টব্যmorale. demoralized (participial adjective) হৃতমনোবল; মনোবলহীন। demoralization, demoralisation [ডিমরালাইজেইশ্ন্ America(n) ডিমোরালিজেইশ্ন্] (noun) মনোবল হরণ; মনোবলহীনতা।
- English Word demos Bengali definition [ডীমস্] (noun) (প্রধানত তুচ্ছ) গণদেবতা।
- English Word demote Bengali definition [ডীমোউট্] (verb transitive) হীনপদস্থ/পদভ্রষ্ট করা; পদমর্যাদা লাঘব করা। demoted (participial adjective) পদভ্রষ্ট। দ্রষ্টব্যpromote. demotion [ডীমোউশ্ন্] (noun) পদভ্রংশ।
- English Word demotic Bengali definition [ডিমাটিক্] (adjective) সাধারণ মানুষ সম্বন্ধীয়: demotic greek, আধুনিক গ্রিক ভাষার কথ্যরূপ; দিমতিক গ্রিক।
- English Word demur Bengali definition [ডিমা(র্)] (verb intransitive) (demurred, demurring, demurs) demur (at/to) (আনুষ্ঠানিক) আপত্তি উত্থাপন করা; ইতস্তত করা; আশঙ্কা প্রকাশ করা: to demur to a proposal; to demur at contributing to a charity fund. □ (noun) [uncountable noun] দ্বিধা; আপত্তি; সংশয়; (প্রধানত) without demur, নির্দ্বিধায়।
- English Word demure Bengali definition [ডিমিউ্যআ(র্)] (adjective) প্রশান্ত গভীর; প্রসন্ন: Mr Selimullah is a demure old gentleman; উক্তরূপ হাবভাবযুক্ত: She gave the young man a demure smile, প্রশান্ত গভীরভাবে হাসল। demurely (adverb) প্রশান্ত গভীরভাবে; প্রসন্নভাবে। demureness (noun) শান্ত গাম্ভীর্য।
- English Word demy Bengali definition [ডিমাই] (noun) কাগজের মাপ বিশেষ; ছাপার জন্য ২২১/২ × ১৭১/২ ইঞ্চি; লেখার জন্য ২০× ১৫১/২ ইঞ্চি (America(n)) (২১) × ১৬ ইঞ্চি; ডিমাই।
- English Word demystify Bengali definition [ডীমিস্টিফাই] (verb transitive) (past tense, past participle demystified) রহস্যমুক্ত করা; স্পষ্ট করা। demystification [ডীমিস্টিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] রহস্যমোচন; রহস্যমুক্তকরণ: The demystify of religious rites is shocking to many fundamentalists.
- English Word den Bengali definition [ডেন্] (noun) (১) (জন্তুর গুপ্ত আবাস) গুহা; ডেরা; বিবর; গর্ত। (২) গোপন আশ্রয়; আখড়া; আড্ডা: a den of thieves. (৩) (কথ্য) যে কক্ষে কোনো ব্যক্তি একান্ত নিবিষ্টচিত্তে অধ্যয়ন বা অন্যকার্য নির্বাহ করেন; বিবর।
- English Word denary Bengali definition [ডীনারি] (adjective) =decimal
- English Word denationalize, denationalise Bengali definition [ডীন্যাশানালাইজ্] (verb transitive) (রাষ্ট্রীয়কৃত শিল্প ইত্যাদি) ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা; বিরাষ্ট্রীয় করা। দ্রষ্টব্যnationalize. denationalized (participial adjective) বিরাষ্ট্রীয়কৃত; ব্যক্তিমালিকানায় হস্তান্তরিত। denationalization, denationalisation [ডীন্যাশানালাইজেইশ্ন্ America(n) ডীন্যাশানালিজেইশ্ন্] (noun) বিরাষ্ট্রীয়করণ।
- English Word denaturalize, denaturalise Bengali definition [ডীন্যাচারালাইজড্] (verb transitive) অস্বভাবী করা; স্বধর্মচ্যুত করা; দেশজাধিকারচ্যুত করা। denaturalized (participial adjective) অস্বভাবিকীকৃত; স্বধর্মচ্যুত; দেশজাধিকারচ্যুত। denaturalization, denaturalisation [ডীন্যাচারালাইজেইশন America(n) ডীন্যাচারালিজেইশন] (noun) অস্বভাবিকীকরণ; বিদেশীয়করণ।
- English Word denatured Bengali definition [ডীনেইচাড্] (adjective) পানাহারের পক্ষে অনুপযোগীকৃত (তবে অন্য উদ্দেশ্যে ব্যবহারযোগ্য): denatured alcohol; নষ্টগুণ: denatured rubber, যে রাবার স্থিতিস্থাপকতা হারিয়েছে।
- English Word deniable Bengali definition [ডিনাইআব্ল্] (adjective) অস্বীকার্য।
- English Word denial Bengali definition [ডিনাইআল্] (noun) denial (of) (১) [countable noun, uncountable noun] অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন; the denial of justice/a request for succor. (২) [countable noun] কোনোকিছু সত্য নয় বলে প্রদত্ত বিবৃতি; অস্বীকৃতি: The magistrate was not convinced by the accused person’s repeated denials.
- English Word denier Bengali definition [ডেনিআ(র্)] (noun) রেয়ন, নাইলন ও রেশম সুতার সূক্ষ্মতার একক; ডেনিয়ার: 20 denier socks.
- English Word denigrate Bengali definition [ডেনিগ্রেইট্] (verb transitive) মানহানি/কালিমালেপন করা। denigration [ডেনিগ্রেইশ্ন্] (noun) মানহানি; কালিমালেপন।