D পৃষ্ঠা ২৩
- English Word deposit 1 Bengali definition [ডিপজিট্] (verb transitive) (১) রাখা; ন্যস্ত করা; (ডিম) পাড়া: These insects deposit their eggs under the leaves. (২) গচ্ছিত রাখা; জমা দেওয়া: to deposit money in a bank/papers with one’s lawyer. (৩) আমানত রাখা; অপরের প্রাপ্য অর্থ আংশিক শোধ করা; জমা দেওয়া: Buyers must deposit half of the price of the apartment at the time of signing the contract. (বিশেষত নদী, তরল পদার্থ ইত্যাদি) তলানি, পলি ইত্যাদি ফেলা; At high tide the Padma deposits a layer of sediment on its banks.
- English Word deposit 2 Bengali definition [ডিপজিট্] (noun) [countable noun] গচ্ছিত অর্থ; আংশিক মূল্য হিসেবে গচ্ছিত অর্থ; আমানত; ন্যাস: The bookseller agreed to keep the books for me as I left/paid/made a deposit. money on deposit জমা; আমানত। deposit account নির্ধারিত সুদে ব্যাংকে গচ্ছিত অর্থ, যা পূর্বে ঘোষণা না দিয়ে প্রত্যাহার করা যায় না; আমানতি হিসাব; ন্যস্ত হিসাব। দ্রষ্টব্যcurrent 1 (৩) ভুক্তিতে current account. deposit safe ব্যাংকের দুর্ভেদ্য প্রকোষ্ঠে মূল্যবান সামগ্রী সংরক্ষণে ভাড়া দেওয়া সিন্দুক; আমানতি সিন্দুক। (২) (পলি, তলানি ইত্যাদির) স্তর; আস্তরণ: The flood waters left a thick deposit of sediment on the land. (৩) (প্রায়ই ভূগর্ভে নিহিত, স্বাভাবিকভাবে সঞ্চিত কঠিন বস্তুর) স্তর: deposits of tin/copper.
- English Word deposition Bengali definition [ডেপাজিশ্ন্] (noun) (১) [uncountable noun] (ক্ষমতা থেকে) অপসারণ; রাজ্যভ্রংশ। (২) [countable noun] (আইন সম্বন্ধীয়) সাক্ষ্য। (৩) (কাদা, পলি ইত্যাদি) অবক্ষেপ; অবক্ষেপণ।
- English Word depositor Bengali definition [ডিপজিটা(র্)] (noun) আমানতকারী; ন্যাসকর্তা।
- English Word depository Bengali definition [ডিপজিট্রি America(n) ডিপজিটোরি] (noun) (plural depositories) যে স্থলে পণ্যাদি গচ্ছিত রাখা হয়; আশয়; ভাণ্ডার।
- English Word depot Bengali definition [ডেপোউ America(n) ডীপোউ] (noun) (১) গুদাম; ভাণ্ডার (বিশেষত সামরিক রসদ সরবরাহের জন্য); আগার; (বাস ইত্যাদি) যানবাহন সংরক্ষণের স্থান; যানাগার। (২) (America(n)) রেল বা বাস স্টেশন।
- English Word deprave Bengali definition [ডিপ্রেইভ্] (verb transitive) নৈতিক দিক থেকে কলুষিত করা; নষ্ট/বিকৃত করা; (সাধারণত past participle) অন্তর্দুষ্ট করা; depraved persons, অন্তর্দুষ্ট; নষ্টধী ব্যক্তি; দুরাত্মা; দুরাচার: depraved (=vicious বা perverted) tastes, বিকৃত/দূষিত রুচি।
- English Word depravity Bengali definition [ডিপ্র্যাভাটি] (noun) [uncountable noun] বিকৃত রুচি; দুঃশীলতা; দুরাচারত্ব; নীচাশয়তা: sunk in depravity; [countable noun] (plural depravities) দুষ্কর্ম; অপকর্ম।
- English Word deprecate Bengali definition [ডেপ্রাকেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) অপ্রসন্নতা বোধ ও প্রকাশ করা; অনুমোদন না করা: We deprecate changing the membership rules without consulting the general members. deprecation [ডেপ্রকেইশ্ন্] (noun) অননুমোদন; অপ্রসাদ; বিপ্রিয়তা।
- English Word depreciate Bengali definition [ডিপ্রীশিএইট্] (verb transitive), (verb intransitive) মূল্য পড়ে যাওয়া বা কমানো; মূল্যাপকর্ষণ করা/হওয়া; মূল্য কমা/হওয়া: Perishable goods depreciate rapidly. You seem to depreciate my capabilities. depreciatory [ডিপ্রীশাটারি America(n) ডিপ্রীশাটোরি] (adjective) মূল্যাপকর্ষক; গুণাপকর্ষক: depreciatory remarks about his latest novel. depreciation [ডিপ্রীশিএইশ্ন্] (noun) মূল্যাপকর্ষণ; গুণাপকর্ষণ; অবচয়।
- English Word depredation Bengali definition [ডেপ্রাডেইশ্ন্] (noun) (সাধারণত plural) (আনুষ্ঠানিক) লুণ্ঠন; ধ্বংস; লুটপাট।
- English Word depress Bengali definition [ডিপ্রেস্] (verb transitive) (১) চাপ দেওয়া; চাপা: to depress a lever/the keys of a type-writer. depressed classes অনুন্নত সম্প্রদায়সমূহ; অবনমিত শ্রেণিসমূহ। (২) বিষাদগ্রস্ত করা; দমানো; মন খারাপ করা: Bad weather never depress me. I’ve something depressing news for you, উদ্বেজনক খবর। (৩) মন্দা সৃষ্টি করা; মন্দা যাওয়া: The market is depressed due to rumours of an impending war. depressed area যে এলাকায় বাজার মন্দা যায় (ফলে দারিদ্র্য ও বেকারত্ব বাড়ে); মন্দাগ্রস্ত এলাকা।
- English Word depression Bengali definition [ডিপ্রেশ্ন্] (noun) (১) [uncountable noun] বিষাদ; খেদ; বিষাদগ্রস্ততা; মনমরা ভাব; দীনমনস্কতা: An excess of depression may lead to suicide. (২) [countable noun] কোনোকিছুর উপরিভাগে, বিশেষত ভূপৃষ্ঠে নিচু স্থান; অবতল; খানাখন্দ: On-rush of flood waters left depressions in the roads and highways. (৩) [countable noun] মন্দা। (৪) [countable noun] বায়ুচাপের নিম্নতা; নিম্নচাপ: a depression over the Bay of Bengal.
- English Word depressive Bengali definition [ডিপ্রেসিভ্] (adjective) মন্দা সৃষ্টি করতে পারে এমন; মন্দাজনক; বিষাদসম্পর্কিত; বিষাদী: a depressive fit, বিষাদের ঘোর। □(noun) বিষাদপ্রবণ ব্যক্তি; বিষাদগ্রস্ত।
- English Word deprive Bengali definition [ডিপ্রাইভ্] (verb transitive) deprive of বঞ্চিত/বিরহিত করা: to deprive somebody of his rights. deprived (adjective) = underprivileged; বঞ্চিত; অধিকারবঞ্চিত। deprivation [ডেপ্রিভেইশ্ন্] (noun) [uncountable noun] বঞ্চনা; হানি; পদাবনতি: deprive of one’s rights, অধিকারহরণ; [countable noun] যে বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে; বঞ্চনা।
- English Word depth Bengali definition [ডেপথ্] (noun) (১) [countable noun, uncountable noun] গভীরতা; ঘনতা: What is the depth of the river at this point? The ice is six feet in depth. in depth সাদ্যন্ত; পুঙ্খানুপুঙ্খ(ভাবে); আনুপুঙ্খিক: a study in depth.be/go/get out of one’s depth (ক) অথই জলে পড়ে যাওয়া: He went out of his depth and was drowned.(খ) (লাক্ষণিক) অথই জলে পড়া; চোখে অন্ধকার দেখা: When the physicist started talking about relativity, I was out of my depth. depth bomb/charge (noun(s)) ডুবোজাহাজের বিরুদ্ধে ব্যবহৃত বোমা; ডুবোবোমা। (২) [countable noun, uncountable noun] গভীর জ্ঞান, চিন্তা, অনভূতি ইত্যাদি; গভীরতা; প্রগাঢ়তা: The easy reveals fine feelings and depth of thought. (৩) the depth(s) সবচেয়ে কেন্দ্রীয় অংশ: in the depth of one’s heart, হৃদয়ের অন্তস্থলে; in the depth of despair, হতাশার গভীরে; in the depth of winter, গভীরতম শীতে; in the depth of the country, দেশের প্রত্যন্ততম অঞ্চলে।
- English Word deputation Bengali definition [ডেপিউ্যটেইশ্ন্] (noun) নিয়োজন; প্রেষণ, নিয়োজিত; প্রতিনিধি(বর্গ)।
- English Word depute Bengali definition [ডেপিঊ্যট্] (verb transitive) depute something to somebody/somebody to something (নিজের কাজ, কর্তৃত্ব ইত্যাদি) কোনো প্রতিনিধিকে অর্পণ করা; প্রতিনিধি/প্রতিপুরুষ নিয়োগ করা।
- English Word deputize, deputise Bengali definition [ডেপিউ্যটাইজ্] (verb transitive) deputize (for somebody) প্রতিনিধিত্ব করা; প্রতিপুরুষরূপে কাজ করা।
- English Word deputy Bengali definition [ডেপিউ্যটি] (noun) (plural deputies) (১) প্রতিপুরুষ; প্রতিনিধি; স্থলবর্তী: Sumi gladly acted as (a) deputy for me as I travelled abroad. (২) (কোনো-কোনো দেশে, যেমন ফ্রান্সে) ব্যবস্থাপক সভার সদস্য।