D পৃষ্ঠা ২১
- English Word denim Bengali definition [ডেনিম্] (noun) (১) [uncountable noun] (জিন্স, ওভার্যল ইত্যাদি তৈরির জন্য) টুইল কাপড়বিশেষ; দেনিম। (২) (plural) (কথ্য) দেনিম জিন্স।
- English Word denizen Bengali definition [ডেনিজ্ন্] (noun) কোনো পূর্বোল্লিখিত অঞ্চল ইত্যাদিতে স্থায়ীভাবে জন্মে বা বাস করে এমন ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদ; স্থায়ী জাতক: denizens of the Antarctic.
- English Word denominate Bengali definition [ডিনমিনেইট্] (verb transitive) নাম বা আখ্যা দেওয়া; অভিহিত/আখ্যায়িত করা।
- English Word denomination Bengali definition [ডিনমিনেইশ্ন্] (noun) [countable noun] (১) (বিশেষত কোনো শ্রেণি কিংবা ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়কে প্রদত্ত) নাম বা আখ্যা; অভিধা; সংজ্ঞা। (২) (দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, সংখ্যা, মুদ্রা ইত্যাদির) শ্রেণি বা একক: The paisa is thr lowest denomination of Bangladeshi coin. Fractions can be reduced to the same denomination, যেমন ১/৪, ১/৪, ৩/৪ = ২/৪,৩/৪ । denominational [ডিনমিনেইশান্ল্] (adjective) আখ্যাসম্বন্ধীয়: denominational schools, সম্প্রদায়ভিত্তিক বিদ্যালয়।
- English Word denominator Bengali definition [ডিনমিনেইটা(র্)] (noun) (গণিত.) হর; বিভাজক।
- English Word denote Bengali definition [ডিনোউট্] (verb transitive) (১) কোনো কিছুর সংকেত বা প্রতীক হওয়া; সূচিত করা: The sign + denotes addition. (২) নির্দেশ করা: The abbreviation n denotes noun.
- English Word dénouement Bengali definition [ডেইনূমোঙ্ America(n) ডেইনূমঙ] (noun) (ফরাসি) গল্প, নাটক ইত্যাদির বিকাশের অন্তিম স্তর, যেখানে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে; গ্রন্থিমোচন।
- English Word denounce Bengali definition [ডিনৌন্স্] (verb transitive) (১) (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা: to denounce a sacrilege; to denounce somebody as a traitor. (২) (চুক্তি বা সংবিদা) বাতিল করার বিজ্ঞপ্তি দেওয়া।
- English Word dense Bengali definition [ডেন্স্] (adjective) (denser, densest) (১) ঘন; নিবিড়; সান্দ্র: a dense smoke; a dense crowd; a dense forest. (২) (কথ্য) মূঢ়; জড়বুদ্ধি; স্থূলবুদ্ধি। densely (adverb) নিবিড়ভাবে; ঘনরূপে; সঘন: a densely populated country, ঘনবসতিপূর্ণ/জনবহুল দেশ। densely wooded, নিবিড় বনাকীর্ণ। denseness (noun) ঘনত্ব; নিবিড়তা।
- English Word density Bengali definition [ডেনসাটি] (noun) (১) [uncountable noun] ঘনতা; নিবিড়তা: the density of the population/of a forest. (২) [countable noun, uncountable noun] (plural densities) (পদার্থ) ঘনমানের সঙ্গে ওজনের সম্বন্ধে; ঘনত্ব; ঘনাঙ্ক।
- English Word dent Bengali definition [ডেন্ট্] (noun) কোনো কঠিন উপরিতলে আঘাত বা চাপের ফলে সৃষ্ট গর্ত; টোল; (লাক্ষণিক কথ্য) আঘাত; চোট: a dent in one’s pride. □ (verb transitive), (verb intransitive) (১) টোল খাওয়ানো/পরানো/ধরানো: a badly dented motor-car. (২) টোল খাওয়া/পরা/ধরা/লাগা: This metal dents easily. dented (participial adjective) টোলখেকো।
- English Word dental Bengali definition [ডেন্ট্ল্] (adjective) (১) দন্ত্য; দন্ত: a dental plate,=a denture, (কৃত্রিম) দাঁতের ফলক; a dental surgeon, দন্তশল্যবিদ। (২) (ধ্বনিবিজ্ঞান) দন্ত্য: dental sounds, দন্ত্যধ্বনি (যেমন ত, থ)।
- English Word dentifrice Bengali definition [ডেন্টিফ্রিস্] (noun) দাঁতের মাজন; গুঁড়া।
- English Word dentist Bengali definition [ডেন্টিস্ট্] (noun) দন্তচিকিৎসক। dentistry [ডেন্টিস্ট্রি] (noun) [uncountable noun] দন্তচিকিৎসা।
- English Word denture Bengali definition [ডেন্চা(র্)] (noun) [uncountable noun] (মাড়ির সঙ্গে যুক্ত) কৃত্রিম দাঁতের পঙক্তি।
- English Word denude Bengali definition [ডিনি্ঊড America(n) ডিনূড] (verb transitive) denude (of) (১) নগ্ন/নিরাবরণ/অনাবৃত/রিক্ত করা/হীন করা; (কিছু) হরণ করা: trees denuded of leaves, হৃতপত্র/নিষ্পত্র/রিক্তপত্র বৃক্ষ; a forest of denuded trees, বৃক্ষশৃন্য/রিক্তবৃক্ষ অরণ্য। (২) বঞ্চিত/নিঃস্ব করা: He was denuded by his friends of the little money he had. denudation [ডীনিঊডেইশ্ন্ America(n) ডিনূডেইশ্ন্] (noun) নগ্নীকরণ; রিক্তীকরণ; উচ্ছেদন; হরণ।
- English Word denunciation Bengali definition [ডিনান্সিএইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] অভিযোগ-খ্যাপন; অভিযুক্তকরণ; (চুক্তি ইত্যাদি) বিজ্ঞপ্তি প্রদান: the denunciation of spy.
- English Word deny Bengali definition [ডিনাই] (verb transitive) (১) সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা: The prisoner denyed the charge brought against him. I deny knowing anything about your intentions. (২) নিজের বলে স্বীকার না-করা; অস্বীকার/অগ্রাহ্য করা; না-মানা: He denyed his involvement in the affair. Do you deny that it was your writing? অর্থাৎ স্বাক্ষরটা তারই; He denies even God. (৩) (অনুরোধ) প্রত্যাখ্যান করা; (কোনোকিছু থেকে) বঞ্চিত করা/রাখা/হওয়া: You cannot deny this to your children.
- English Word deodorant Bengali definition [ডীওউডারান্ট্] (noun) (বিশেষত শরীরের) গন্ধ গোপন করে বা শুষে নেয় এমন পদার্থবিশেষ; গন্ধহারী; গন্ধনাশক।
- English Word deodorize Bengali definition [ডীওউডারাইজ] (verb transitive) গন্ধ (বিশেষত দুর্গন্ধ) দূর করা; দুর্গন্ধমুক্ত করা।