D পৃষ্ঠা ২২
- English Word depart Bengali definition [ডিপা:ট্] (verb transitive) (১) depart (from) চলে যাওয়া; (বিশেষত সময়সূচিতে) প্রস্থান করা; নিষ্ক্রান্ত/বহির্গত হওয়া (সংক্ষেপে dep): dep Dhaka 7.30 am. দ্রষ্টব্যarrive. (২) depart from বিচ্যুত/ব্যতিক্রান্ত হওয়া; depart from the rule/routine/old customs; depart from the truth. (৩) depart (from) this life (পুরাতনী) তিরোধান করা; ইহলোক ত্যাগ করা; লোকান্তরিত হওয়া। departed (participial adjective) প্রয়াত; লোকান্তরিত; বিগত; অতীত: departed glories. □ (noun) the departed (singular) সম্প্রতি মৃত ব্যক্তি; মরহুম; বিদেহী আত্মা; (plural) মৃত ব্যক্তিগণ; প্রয়াত ব্যক্তিরা: pray for the souls of the departed.
- English Word department Bengali definition [ডিপা:ট্মান্ট্] (noun) (১) (সরকার; ব্যবসা, দোকান, বিশ্ববিদ্যালয় ইত্যাদির) বিভাগ: The shipping department, the women’s clothing department; a department store, খুব বড় দোকান যেখানে বিভিন্ন বিভাগে বিভিন্ন পণ্য বিক্রি হয়; বিপণিবীথি। (২) (ফরাসি) প্রশাসনিক এলাকাবিশেষ; জেলা। departmental [ডীপা:টমেন্ট্ল্] (adjective) বিভাগীয়: departmental duties/action.
- English Word departure Bengali definition [ডিপা:চা(র্)] (noun) departure (from) (১) [countable noun, uncountable noun] প্রস্থান; বহির্গমন; নিষ্ক্রমণ: I saw her off at the time of her departure. departure platform [countable noun, uncountable noun] ব্যতিক্রম; পরিবর্তন; বিচ্যুতি; বিসৃতি: a departure from routine; a new departure in biology, নতুন বিসৃতি, যেমন জেনেটিক প্রকৌশলের উদ্ভাবন।
- English Word depasture Bengali definition [ডিপা:সচা(র্)] (verb transitive), (verb intransitive) (মাঠ ইত্যাদিতে চরে) তৃণশূন্য করে ফেলা; চরানো; চরা।
- English Word depauperate Bengali definition [ডিপোপারেইট্] (verb transitive) দরিদ্র/নিঃস্ব করা। depauperated (participial adjective) দরিদ্রীকৃত; নিঃস্বীকৃত। depauperize, depauperatise [ডিপোপারাইজ্] (verb transitive) দারিদ্র্যমুক্ত করা; নিঃসম্বল অবস্থা থেকে মুক্তি দেওয়া।
- English Word depend Bengali definition [ডিপেন্ড্] (verb intransitive) depend on/upon ১ (progressive tense- গুলোতে ব্যবহার নেই) নির্ভর/অবলম্বন করা; নির্ভরশীল/আশ্রয়ী/মুখাপেক্ষী/সাপেক্ষ হওয়া: Success depends on hard work. Orphans depend on people’s generosity for food and clothing. That depends; it (all) depends (স্বতন্ত্রভাবে বা বাক্যের শুরুতে) সেটা (অন্য কিছু বা অনেক কিছুর উপর) নির্ভর করে: It depends how much money you are ready to spend. (২) আস্থা/ভরসা রাখা; নিশ্চিত থাকা: You can depend upon his presence/ depend upon it that he will want to be present. depend upon it (বাক্যের শুরুতে বা শেষে) আপনি নিঃসন্দেহে/নিশ্চিত থাকুন: This party will join forces with the rulers, depend upon it. dependable (adjective) নির্ভরযোগ্য।
- English Word dependant Bengali definition [ডিপেন্ডান্ট্] (অপিচ dependantent) (noun) যে ব্যক্তি ভরণপোষণে অন্যের উপর নির্ভরশীল।
- English Word dependence Bengali definition [ডিপেন্ডান্স্] (noun) dependence on/upon [uncountable noun] (১) নির্ভরতা; পরনির্ভরতা; মুখাপেক্ষিতা: His dependence upon his relations is revolving. (২) আস্থা; ভরসা: I cannot put much dependence on him. (৩) নির্ভরশীলতা; অধীনতা; বশ্যতা: the dependence of crops upon the weather; drug dependence, মাদকবশ্যতা।
- English Word dependency Bengali definition [ডিপেন্ডান্সি] (noun) (plural dependencies) অন্য দেশ কর্তৃক শাসিত বা নিয়ন্ত্রিত দেশ; আশ্রিতরাজ্য: Many dependencies attained full independence after the second World War.
- English Word dependent Bengali definition (noun)=dependant. □ (adjective) dependent on/upon নির্ভরশীল; সাপেক্ষ; আস্থাস্থাপক: The young are usually dependent on their parents for food and shelter. Your wages will be dependent on the quality of your work.
- English Word depict Bengali definition [ডিপিক্ট্] (verb transitive) চিত্রিত/বর্ণনা/অঙ্কন করা।
- English Word depilate Bengali definition [ডিপিলেইট্] (verb transitive) লোমহীন/কেশহীন করা। depilatory [ডিপিলাট্রি America(n) ডিপিলাটোরি] (adjective), (noun) কেশনাশক; লোমনাশক।
- English Word deplete Bengali definition [ডিপ্লীট্] (verb transitive) deplete (of) শূন্য করে ফেলা; শেষ/খালি করা; ফুরিয়ে দেওয়া: to deplete a lake of fish, মৎস্যশূন্য করা; depleted supplies, নিঃস্বভাণ্ডার। depletion [ডিপ্লীশন্] (noun) [uncountable noun] শূন্যীকরণ; শূন্যত্ব; রিক্তীকরণ; রিক্ততা।
- English Word deplore Bengali definition [ডিপ্লো(র্)] (verb transitive) (কিছুর জন্য) মনস্তাপ বা খেদ ব্যক্ত করা; অনুশোচনা প্রকাশ করা; নিন্দা করা। deplorable [ডিপ্লোরাব্ল্] (adjective) শোচনীয়; মনস্তাপজনক: deplore conduct; a deplore accident. deplorably [ডিপ্লোরাব্লি] (adverb) শোচনীয়ভাবে; দুঃখজনকভাবে।
- English Word deploy Bengali definition [ডিপ্লয়] (verb transitive), (verb intransitive) (সামরিক সৈন্যদল ইত্যাদি) ব্যূহ থেকে ছড়িয়ে পড়া বা ছড়িয়ে দেওয়া; বিকীর্ণ করা; (লাক্ষণিক) প্রয়োগ করা: deploy arguments. deployment (noun) বিস্তারণ।
- English Word deponent Bengali definition [ডিপোউনান্ট্] (noun) (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি আদালতে ব্যবহারের জন্য লিখিত সাক্ষ্য দেয়; প্রমাতা।
- English Word depopulate Bengali definition [ডীপপিঊ্যলেইট্] (verb transitive) জনশূন্য করা; জনসংখ্যা কমানো: a country depopulated by famine/epidemic. depopulation [ডীপপিঊ্যলেইশ্ন্] (noun) জনশূন্যকরণ; জনশূন্যতা।
- English Word deport Bengali definition [ডিপোট্] (verb transitive) বিবাসিত/নির্বাসিত/বিতাড়িত করা: The diplomat was accused of spying and deported. deportation (noun) [uncountable noun] বিবাসন; নির্বাসন; বিতাড়ন: In British India many freedom fighters were sentenced to deportation to Andaman Islands. deportee [ডিপোটী] (noun)
- English Word deportment Bengali definition [ডিপোটমান্ট্] (noun) [uncountable noun] আচরণ; চালচলন; হাঁটা ও দাঁড়ানোর ভঙ্গি।
- English Word depose Bengali definition [ডিপোউজ] (verb transitive), (verb intransitive) (১) পদচ্যুত/ক্ষমতাচ্যুত/রাজ্যভ্রষ্ট/সিংহাসনচ্যুত করা। (২) depose (to + gerund) (আইন সম্বন্ধীয়) বিশেষত হলফ করে সাক্ষ্য দেওয়া: to depose to having seen... দ্রষ্টব্যdeposition.