D পৃষ্ঠা ২৪
- English Word derail Bengali definition [ডিরেইল] (verb transitive) (ট্রেন ইত্যাদি) লাইনচ্যুত করা; Several compartments were derailed. derailment (noun) লাইনচ্যুতি।
- English Word derange Bengali definition [ডিরেইন্জ্] (verb transitive) বিকল/বিক্ষিপ্ত/অব্যবস্থিত/অনবস্থিত করা। deranged (participial adjective) উন্মত্ত; বিকৃতমস্তিষ্ক: She is completely derange. derangement (noun) বৈকল্য; উন্মাদনা; চিত্তবৈকল্য; মস্তিষ্কবিকৃতি; অব্যবস্থা; বিক্ষিপ্ততা।
- English Word derate Bengali definition [ডীরেইট্] (verb transitive) (British/Britain) (শিল্প-কারখানা ইত্যাদি) আংশিকভাবে স্থানীয় করমুক্ত করা।
- English Word derby 1 Bengali definition [ডা:বি America(n) ডার্বি] (noun) (১) The Derby ইংল্যান্ডের এপ্সমে অনুষ্ঠিত বার্ষিক ঘোড়দৌড়; ডার্বি। Derby Day উক্ত ঘোড়দৌড়ের দিন (জুন মাসে); ডার্বিদিবস। (২) (America(n)) বেশ কয়েকটি বার্ষিক ঘোড়দৌড়ের যেকোনো একটি। (৩) ক্রীড়াপ্রতিযোগিতা। local derby স্থানীয় ক্রীড়াপ্রতিযোগিতা।
- English Word derby 2 Bengali definition [ডাবি] (noun) (America(n))=bowler hat; শক্ত; গোলাকার (সাধারণত) কালো হ্যাট।
- English Word derelict Bengali definition [ডেরালিক্ট্] (adjective) পরিত্যক্ত ও ধ্বংসোন্মুখ; পরিবর্জিত: a derelict house; a derelict ship; derelict areas, পতিত কুৎসিত এলাকা, যেমন ভূমিপৃষ্ঠের সামান্য নিচে খনিজ পদার্থ ও পাথর খননের দরুন হয়ে থাকে। dereliction [ডেরালিকশ্ন্] (noun) [uncountable noun] ধ্বংস; বিনষ্টি: The army operations left the countryside in utter derelict.
- English Word derequisition Bengali definition [ডীরেকোয়িজিশ্ন্] (verb transitive) (হুকুমদখলকৃত বা অধিগৃহীত সম্পত্তি ইত্যাদি) ছেড়ে দেওয়া; অধিগ্রহণমুক্ত করা। derequisitioned (adjective) অধিগ্রহণমুক্ত।
- English Word derestrict Bengali definition [ডীরিসট্রিক্ট্] (verb transitive) নিয়ন্ত্রণমুক্ত/নিবন্ধনমুক্ত/বিনিয়ন্ত্রিত করা: derestrict a road, রাস্তা থেকে গতিসীমা তুলে নেওয়া।
- English Word deride Bengali definition [ডিরাইড্] (verb transitive) উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া: They derided my suggestion as utopian.
- English Word derision Bengali definition [ডিরিজ্ন্] (noun) [uncountable noun] উপহাস; অবহাস; তামাসা; পরিহাস: hold somebody/something in derision, উপহাস্যাস্পদ/উপহাসের বস্তু বা পাত্ররূপে গণ্য করা; be/become an object of derision; make somebody/something an object of derision, উপহাসের বস্তু বা পাত্রে পরিণত করা।
- English Word derisive Bengali definition [ডিরাইসিভ্] (adjective) উপহাসমূলক; অবজ্ঞাপূর্ণ; হাস্যকর: derisive laughter; a derisive offer.
- English Word derisory Bengali definition [ডিরাইসারি] (adjective)=derisive.
- English Word derivation Bengali definition [ডেরিভেইশ্ন্] (noun) (১) [uncountable noun] প্রাপ্তি; আহরণ; উৎপত্তি; উদ্ভব: a word of Greek derivation, গ্রিক থেকে উদ্ভূত শব্দ; the derivation of words from Sanskrit. (২) [countable noun] শব্দের আদিরূপ ও অর্থ; শব্দের গঠন ও পরিবর্তনবিষয়ক বিবৃতি; শব্দোৎপত্তি; শব্দসাধন: to study the derivations of words.
- English Word derivative Bengali definition [ডিরিভাটিভ্] (adjective), (noun) [countable noun] (অন্য শব্দ, বস্তু, পদার্থ থেকে) উৎপন্ন শব্দ, বস্তু, পদার্থ; মৌলিক বা আদি নয় এমন; উৎপন্ন; ব্যুৎপন্ন; ব্যুৎপন্ন শব্দ; উৎপন্ন বস্তু: ‘Attendent’ is a derivative of ‘attend’.
- English Word derive Bengali definition [ডিরাইভ্] (verb transitive), (verb intransitive) (১) derivative from (আনুষ্ঠানিক) পাওয়া; আহরণ করা: to derive pleasure from reading poetry. He derived little comport from the good words of his neighbours. (২) derive from উৎপন্ন/উদ্ভূত হওয়া: A large portion of the Bengali vocabulary derives/is derived from Aryan spoken dialects.
- English Word dermatitis Bengali definition [ডামাটাইটিস্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) ত্বকের প্রদাহ।
- English Word dermatology Bengali definition [ডামাটলাজি] (noun) [uncountable noun] ত্বক; ত্বকের রোগ ইত্যাদি বিষয়ক চিকিৎসাশাস্ত্রীয় গবেষণা ও আলোচনা; ত্বকবিজ্ঞান। dermatologist [ডামাটলাজিস্ট্] (noun) ত্বকবিজ্ঞানী।
- English Word derogate Bengali definition [ডেরাগেইট্] (verb intransitive) derogate from (আনুষ্ঠানিক) (গুণ, কৃতিত্ব, মর্যাদা, অধিকার ইত্যাদি) লঘু/খর্ব করা; লাঘব/হেয় করা। derogation [ডেরাগেইশ্ন্] (noun) [uncountable noun] (কর্তৃত্ব, মর্যাদা, খ্যাতি ইত্যাদির) হানি; লঘুকরণ; ন্যূনীকরণ।
- English Word derogatory Bengali definition [ডিরগাট্রি America(n) ডিরগাটোরি] (adjective) derogatory (to) (সম্মান, মর্যাদা, খ্যাতি ইত্যাদির পক্ষে) হানিকর; অবমাননাকর: He considered the remarks derogatory to his reputation. The word ‘guy’ is not as derogatory as ‘bloke’.
- English Word derrick Bengali definition [ডেরিক্] (noun) derrickcrane বিশেষত জাহাজে ভারী বস্তু সঞ্চালন ও উত্তোলনের জন্য বৃহৎ ক্রেন; ডেরিক ক্রেন। (অপিচ oil-rig) তেলের কূপের উপর যন্ত্রপাতি ধরে রাখার জন্য নির্মিত মঞ্চ; খননস্তম্ভ।