D পৃষ্ঠা ২৫
- English Word dervish Bengali definition [ডাভিশ্] (noun) মুসলমান সাধক সম্প্রদায়বিশেষের সদস্য; দরবেশ: dancing dervishes নাচুনে দরবেশ; howling dervishes. গাজুনে দরবেশ।
- English Word desalinate Bengali definition [ডীস্যালিনেইট্] (verb transitive) (সমুদ্রের পানি বা নোনা পানি থেকে) লবণাক্ততা দূর করা; লবণমুক্ত করা। desalination [ডীস্যালিনেইশ্ন্] (noun) বিলবণীকরণ।
- English Word desalt Bengali definition [ডীসোল্ট্] (verb transitive)=desalinate.
- English Word descale Bengali definition [ডীস্কেইল্] (verb transitive) জলের পাইপ, বয়লার ইত্যাদির অভ্যন্তরে সঞ্চিত চুনাজাতীয় মল দূর করা; মলমুক্ত/নির্মল করা।
- English Word descant Bengali definition [ডেস্ক্যান্ট্] (noun) (সংগীত) কোনো সুর বা গীতের সঙ্গে পরিবেশনের জন্য স্বতন্ত্র ও অতিরিক্ত (প্রায়ই তাৎক্ষণিকভাবে রচিত) সংগীত; বিগীত। □ (verb intransitive) [ডিসক্যানট্] descant on/upon (ক) (সংগীত) বিগীত গাওয়া বা বাজানো। (খ) বিস্তারিত আলোচনা করা; বাকবিস্তার করা।
- English Word descend Bengali definition [ডিসেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) (আনুষ্ঠানিক) অবতরণ/অবরোহণ করা; নামা: The garden descended gradually to the river. I passed her as she was descending the stairs. (২) be descended from উদ্ভূত/সম্ভূত হওয়া; বংশধর হওয়া: He is descended from an aristocratic family. (সম্পত্তি, অধিকার, গুণাবলি) উত্তরাধিকারসূত্রে আসা; বংশানুক্রমে বর্তানো। (৪) descend on/upon আকস্মিকভাবে আক্রমণ করা; হামলা descend করা; ঝাঁপিয়ে পড়া; (কথ্য) অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হওয়া: My sister’s family is descending on us in the weekend. In summer tourists descend on the place in their thousands. (৫) descend to নিজেকে নিচে নামানো; নীচ হওয়া: He would even descend to deception/rule. (৬) descend to particulars আনুপুঙ্খিক আলোচনায় প্রবেশ করা। descendant [ডিসেন্ড্আন্ট্] (noun) বংশধর; সন্ততি।
- English Word descent Bengali definition [ডিসেন্ট্] (noun) (১) [countable noun, uncountable noun] অবতরণ; অবরোহণ; উতরাই; অধোগতি; অবপাত: The terrace slopes to the river by gradual descent. The descent of the mountain is not easy. (২) [uncountable noun] জন্ম; বংশ; উদ্ভব: of Arab descent, আরব বংশোদ্ভূত। (৩) [countable noun] descent on/upon আকস্মিক আক্রমণ; হামলা; অভিক্রম; (কথ্য) অপ্রত্যাশিত অভ্যাগম: Mahmud of Ghazni made numerous descents upon the Indian princes. (৪) [uncountable noun] সম্পত্তি, পদবি, গুণাবলি ইত্যাদি উত্তরাধিকারক্রমে বর্তানো; বংশক্রমাগম; ক্রমাগম।
- English Word describe Bengali definition [ডিস্ক্রাইব্] (verb transitive) (১) describe (to/for) বর্ণনা করা/দেওয়া/চিত্রিত করা: He cannot describe what he saw. (২) describe as কোনো গুণের অধিকারী বলে পরিচয় দেওয়া; বলা: Would you describe yourself as a writer? You cannot describe him as brilliant. He describes himself as a doctor. (৩) (বিশেষত জ্যামিতিক চিত্র) অঙ্কন করা: It is easy to describe a circle if you have a pair of compasses.
- English Word description Bengali definition [ডিসক্রিপ্শ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] বর্ণনা; অঙ্কন: Please give me a description of the gentleman. দ্রষ্টব্যanswer 2 (৪)। (২) [countable noun] (কথ্য) ধরন; রকম: Books of every description are sold here.
- English Word descriptive Bengali definition [ডিস্ক্রিপটিভ] (adjective) বর্ণনাত্মক; বর্ণনামূলক: He excels in descriptive writing.
- English Word descry Bengali definition [ডিস্ক্রাই] (verb transitive) (আনুষ্ঠানিক) দেখতে পাওয়া; দৃশ্যগোচর হওয়া।
- English Word desecrate Bengali definition [ডেসিক্রেইট্] (verb transitive) (কোনো পবিত্র বস্তু বা স্থান) অনুচিতভাবে বা পাপকর্মে ব্যবহার করা; অপবিত্র/দূষিত করা। desecrated (participial adjective) অপবিত্রীকৃত; ভগ্নসংস্কার। desecration [ডেসিক্রেইশ্ন্] (noun) [uncountable noun] অপবিত্রীকরণ; সংস্কারদূষণ।
- English Word desegregate Bengali definition [ডীসেগ্রিগেইট্] (verb transitive) (প্রতিষ্ঠানাদিতে বিশেষত বর্ণভিত্তিক) পৃথককরণ রহিত করা; বর্ণবিভেদমুক্ত করা; desegregate schools in Alabama. desegregated (participial adjective) বর্ণবিভেদরহিত। desegregatation [ডীসেগ্রিগেইশ্ন্] (noun) বর্ণবিভেদলোপ।
- English Word desensitize, desensitise Bengali definition [ডীসেন্সিটাইজ্] (verb transitive) (আলোক, বেদনা ইত্যাদি) কম সংবেদনশীল বা সংবেদনহীন করা; সংবেদনরহিত করা। desensitized (participial adjective) সংবেদনরহিত। desensitization, desensitisation [ডীসেন্সিটাইজেইশ্ন্ America(n) ডীসেন্সিটিজেইশ্ন্] (noun) সংবেদনহীনকরণ।
- English Word desert 1 Bengali definition [ডিজাট্] (verb transitive), (verb intransitive) (১) পরিত্যাগ করা; ছেড়ে পালানো: The demonstrators deserted the street at the approach of the police. deserted village/street/house etc, জনমানবশূন্য। (২) বিশেষত অনুচিত বা নিষ্ঠুরভাবে অসহায় অবস্থায় ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা: The cruel father deserted his children and married an local dolly bird. (৩) পালানো; পলায়ন করা; (বিনা অনুমতিতে বিশেষত জাহাজ বা সেনাবাহিনীর দায়িত্ব পরিহার করে) পালিয়ে যাওয়া: The soldier was court-martialled for deserting his post. (৪) ছেড়ে যাওয়া; লোপ পাওয়া; In the face of imminent danger, his courage deserted him. deserter (noun) পলায়ী সেনাপলাতক। desertion [ডিজাশ্ন্] (noun) [countable noun, uncountable noun] পলায়ন; সেনাত্যাগ।
- English Word desert 2 Bengali definition [ডেজাট্] (noun) [countable noun, uncountable noun] মরু; মরুভূমি। □ (adjective) অনুর্বর; উষর; মরু: the desert areas of N Africa.
- English Word deserts Bengali definition [ডিজাট্স্] (noun) (plural) (নেতিবাচক অর্থে) যোগ্যতা; উপযোগ্যতা; প্রাপ্যতা; প্রাপ্য: to be rewarded/punished according to one’s desert; meet with one’s desert.
- English Word deserve Bengali definition [ডিজাভ্] (verb transitive), (verb intransitive) (progressive tense- এ ব্যবহার নেই; দ্রষ্টব্য deserving) (১) (কাজ, আচরণ, গুণাবলি ইত্যাদির দরুন) যোগ্য/উপযুক্ত হওয়া: His works deserves praise, প্রশংসার্হ। You surely deserve to be censured. (২) to deserve well/ill of ভালো/মন্দ ব্যবহার পাওয়ার যোগ্য হওয়া: He deserves well of his friends. deserved (adjective) উচিত; উপযুক্ত; যোগ্য: deserved praise/reward/punishment.
- English Word deservedly Bengali definition [ডিজাভিড্লি] (adverb) যথোচিতভাবে; ন্যায়ত;ন্যায্যত; ন্যায়সঙ্গতভাবে: to be deservedly promoted.
- English Word deserving Bengali definition [ডিজাভিঙ্] (adjective) deserving (of) যোগ্য; উপযুক্ত: to be deserve of help; to support a deserving cause; a deserving case, পরিস্থিতির কারণে সাহায্য, সহানুভূতি, সুনজর ইত্যাদি পাওয়ার যোগ্য।