U পৃষ্ঠা ১৪
- English Word undesirable Bengali definition [আন্ডিজাইআরাব্ল্] অস্পৃহ্য; অনাকাঙ্ক্ষ্য; অবাঞ্ছিত; অনাকঙ্ক্ষিত। □(noun) অবাঞ্ছিত ব্যক্তি।
- English Word undeterred Bengali definition [আন্ডিটাড্] (adjective) অদম্য; অকুতোভয়; অপ্রতিহত; অপ্রতিরুদ্ধ; অনিবারিত: undeterred by failure/weather.
- English Word undeveloped Bengali definition [আন্ডিভেলাপ্ট্] (adjective) অনুন্নত; অনুন্নীত: undeveloped land, (কৃষি, শিল্প, বসতি ইত্যাদির জন্য) এখনো অব্যবহৃত জমি।
- English Word undid Bengali definition [আন্ডিড্] undo- এর past tense (কথ্য) অন্তর্বাস।
- English Word undigested Bengali definition [আন্ডিজেস্টিড্] (adjective) যা হজম হয়নি; অজীর্ণ।
- English Word undignified Bengali definition [আন্ডিগ্নিফাইড্] (adjective) মর্যাদাহীন; অমর্যাদাকর; মানসম্ভ্রমহীন; আড়ষ্ট; জবুথবু।
- English Word undiplomatic Bengali definition [আনডিপ্লাম্যাটিক্] (adjective) অকূটনীতিক; কূটনীতিবিরুদ্ধ।
- English Word undischarged Bengali definition [আন্ডিস্চা:জ্ড্] (adjective) (মালামাল) খালাস না-করা; বেখালাস; (ঋণ) অশোধিত; (বিশেষত দেউলিয়া বা কোম্পানি) পাওনাদারদের আরো পাওনা পরিশোধের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়নি এমন; বেখালাস; অনবমুক্ত।
- English Word undisclosed Bengali definition [আন্ডিসক্লোউজ্ড্] (adjective) অপ্রকাশিত; অনুদ্ঘাটিত।
- English Word undiscovered Bengali definition [আন্ডিসকাভাড্] (adjective) অনাবিষ্কৃত। undiscoverable (noun) অনাবিষ্কার্য।
- English Word undisguised Bengali definition [আন্ডিসগাইজ্ড্] (adjective) ছদ্মবেশহীন; অকপট; নির্ব্যাজ; ছলনাহীন; নিশ্ছল; নিষ্কপট।
- English Word undismayed Bengali definition [আন্ডিস্মেইড্] (adjective) অশঙ্কিত; নিঃশঙ্ক; শঙ্কাশূন্য; নির্বিশঙ্ক।
- English Word undisputed Bengali definition [আন্ডিসপ্যিউটিড্] (adjective) অবিসংবাদী; নির্বিবাদ।
- English Word undistributed Bengali definition [আন্ডিসট্রিব্যিউটিড্] (adjective) অবণ্টিত; অবিতরিত।
- English Word undisturbed Bengali definition [আন্ডিস্টাব্ড্] (adjective) নিরুপদ্রব; নির্বিঘ্ন; অব্যাহত।
- English Word undivided Bengali definition [আন্ডিভাইডিড্] (adjective) অবিভক্ত; অখণ্ড; অনির্ভিন্ন।
- English Word undo Bengali definition [আন্ডূ] (verb transitive) (past tense) undid [আন্ডিড্] past participle undone [আন্ডান্] (১) (গিঁট; বাঁধন; বোতাম ইত্যাদি) খোলা; আলগা করা। (২) পণ্ড/নষ্ট, বাতিল করা; পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। undoing (noun) বিনাশ (-এর কারণ); সর্বনাশ; অনত্যয়; Gambling will be his undoing. undone (predicatively adjective) (১) অসমাপ্ত; অকৃত; অসম্পূর্ণ; অনিষ্পন্ন। (২) (পুরাতনী) (ব্যক্তি) ধ্বংসপ্রাপ্ত; বিনষ্ট; সর্বস্বান্ত।
- English Word undock Bengali definition [আন্ডক্] (verb transitive), (verb intransitive) নভোযান থেকে (স্বয়ংসম্পূর্ণ অংশ ইত্যাদি) বিযুক্ত/বিমুক্ত করা।
- English Word undomesticated Bengali definition [আন্ডামেস্টিকেইটিড্] (adjective) পোষ না-মানা।
- English Word undoubted Bengali definition [আন্ডাউটিড্] (adjective) সন্দেহাতীত; অসন্দিগ্ধ; সুনিশ্চিত। undoubtedly (adverb) নিঃসন্দেহে; নিঃসংশয়ে; সন্দেহাতীতভাবে।