U পৃষ্ঠা ১৭
- English Word unfamiliar Bengali definition [আন্ফামিলিআ(র্)] (adjective) (১) অবিদিত; অচেনা; অপরিচিত: This scene is not unfamiliar to me. (২) unfamiliar with অপরিচিত; অনভ্যস্ত: unfamiliar with this kind of life.
- English Word unfathomable Bengali definition [আন্ফ্যাদামাব্ল্] (adjective) অতল; অগাধ; অতলস্পর্শ; অনবগাহ্য; (লাক্ষণিক) দুর্জ্ঞেয়; দুর্বোধ; অনধিগম্য। unfathomed [আন্ফ্যাদম্ড্] (adjective) (ব্যক্তিচরিত্র) দুর্বোধ্য; অনধিগত; অজ্ঞাত; (অপরাধ ইত্যাদি) অনুদ্ঘাটিত; (সাগরের গভীরতা ইত্যাদি) মাপা হয়নি এমন; অগাধ; অতলস্পর্শ।
- English Word unfed Bengali definition [আনফেড্] (adjective) অভুক্ত।
- English Word unfeeling Bengali definition [আন্ফীলিঙ্] (adjective) (১) কঠিনহৃদয়; নির্দয়; সহানুভূতিহীন; নিঃসাড়; নির্মম। (২) অনুভূতিহীন; হৃদয়হীন। unfeelingly (adverb) হৃদয়হীনভাবে ইত্যাদি।
- English Word unfeigned Bengali definition [আন্ফেইন্ড্] (adjective) অকৃত্রিম; অকপট; অবিমিশ্র: unfeigned satisfaction. unfeignedly (adverb) অকপটে।
- English Word unflagging Bengali definition [আন্ফ্ল্যাগিঙ্] অক্লান্ত; অবিশ্রান্ত; নিরবচ্ছিন্ন: work with unflagging energy.
- English Word unflappable Bengali definition [আন্ফ্যাপাব্ল্] (adjective) (কথ্য) সংকটকালে অস্থির বা চঞ্চল হয় না এমন; অচঞ্চল; অবিচলিত; অবিচলচিত্ত। দ্রষ্টব্যflap 1 (৪).
- English Word unfledged Bengali definition [আন্ফ্লেজড্] (adjective) (পাখি) এখনো উড়তে সক্ষম নয়; (লাক্ষণিক, ব্যক্তি) অপরিপক্ব; অনভিজ্ঞ; আনাড়ি; অনুদ্গতপক্ষ্ম; অজাতপক্ষ; অনুদ্ভিন্নপক্ষ্ম।
- English Word unflinching Bengali definition [আন্ফ্লিল্চিঙ্] (adjective) নিঃশঙ্ক; নির্ভীক; দৃঢ়সংকল্প; সংকল্পবদ্ধ; অবিকম্পিত।
- English Word unfold Bengali definition [আন্ফোউল্ড্] (verb transitive), (verb intransitive) (১) (ভাঁজ-করা কিছু) খোলা; উন্মোচন করা। (২) প্রকাশ পাওয়া বা হওয়া; উন্মোচন করা; উন্মোচিত হওয়া: as the story unfolds (itself).
- English Word unforgetable Bengali definition [আন্ফাগেটাব্ল্] (adjective) অবিস্মরণীয়।
- English Word unfortunate Bengali definition [আন্ফোচুনাট্] (adjective) দুর্ভাগ্যজনক; দুঃখজনক; শোচনীয়; হতভাগ্য। unfortunately (adverb) দূরদৃষ্টক্রমে; দুঃখজনকভাবে।
- English Word unfounded Bengali definition [আন্ফাউন্ডিড্] (adjective) ভিত্তিহীন; অমূলক।
- English Word unfrequented Bengali definition [আন্ফ্রিকোয়েন্টিড্] (adjective) (স্থান) ক্বচিৎ জনসমাগম ঘটে এমন; লোকসমাগমশূন্য; বিরল; বিজন।
- English Word unfriendly Bengali definition [আন্ফ্রেনড্লি] (adjective) অবন্ধুসুলভ; বৈরী; প্রতিকূল; অপ্রিয়; অস্নিগ্ধ।
- English Word unfrock Bengali definition [আন্ফ্রক্] (verb transitive) (অসদাচারের জন্য পাদরিকে) যাজকবৃত্তি থেকে অপসারণ করা।
- English Word unfruitful Bengali definition [আন্ফ্রূটফ্ল্] (adjective) অফলপ্রসূ; নিষ্ফল; অসফল; বিফল; বন্ধ্য।
- English Word unfulfilled Bengali definition [আন্ফুলফিল্ড্] (adjective) অপালিত; অপূর্ণ; অসম্পূর্ণ; অচরিতার্থ।
- English Word unfurl Bengali definition [আন্ফাল্] (verb transitive), (verb intransitive) (গোটানো অবস্থা থেকে) সমুৎক্ষিপ্ত/বিসারিত করা বা হওয়া; খোলা; মেলা; unfurl the sails.
- English Word unfurnished Bengali definition [আন্ফানিশ্ট্] (adjective) (বিশেষত) আসবাবপত্রহীন; অসজ্জিত।