U পৃষ্ঠা ১৬
- English Word unenterprising Bengali definition [আন্এন্টাপ্রাইজিঙ্] (adjective) অনুদ্যোগী; উদ্যমহীন; নিশ্চেষ্ট; অচেষ্টিত।
- English Word unenviable Bengali definition [আন্এন্ভিআব্ল্] (adjective) ঈর্ষার অযোগ্য; অঈর্ষণীয়; অস্পৃহণীয়; অনাকাঙ্ক্ষণীয়।
- English Word unequal Bengali definition [আন্ঈকোয়াল্] (adjective) unequal (to something) (১) অসম। (২) (বিশেষত লেখা) সর্বত্র সমান গুণবিশিষ্ট নয়; অসমান; অসমগুণান্বিত; পরিবর্তনশীল। (৩) যথেষ্ট সবল, বিচক্ষণ ইত্যাদি নয়; অসমকক্ষ: He feels unequal to the task. unequally [আন্ঈকোয়ালি] (adverb) অসমভাবে।
- English Word unequalled Bengali definition [আন্ঈকোয়ল্ড্] (adjective) অতুলনীয়; অপ্রতিদ্বন্দ্বী; অপ্রতিম; অনুপম।
- English Word unequivocal Bengali definition [আনিকোয়িভাক্ল্] (adjective) স্পষ্ট; দ্ব্যর্থহীন।
- English Word unerring Bengali definition [আন্আরিঙ্] (adjective) যথাযথ; নির্ভুল; অব্যর্থ; অমোঘ; অভ্রান্ত: unerringaim. unerringly (adverb) অব্যর্থভাবে; অমোঘভাবে।
- English Word unessential Bengali definition [আন্ইসেন্শ্ল্] (adjective) অস্তিত্বহীন; অনাবশ্যক; গুরুত্বহীন; গৌণ; অমুখ্য; অপ্রধান।
- English Word uneven Bengali definition [আন্ঈভ্ন্] (adjective) অসম; বিষম; অমসৃণ; বন্ধুর; অসমতল; উন্নতানত।
- English Word uneventful Bengali definition [আনিভেন্ট্ফ্ল্] (adjective) ঘটনাবিরল।
- English Word unexampled Bengali definition [আনিগ্জা:ম্প্ল্ড্ America(n) আনিগ্জ্যামপ্ল্ড্] (adjective) দৃষ্টান্তহীন; নজিরবিহীন; অনুপম; তুলনাহীন; অপূর্বপ্রতিম।
- English Word unexcaveted Bengali definition [আন্এক্স্কাভেইটিড্] (adjective) অখনিত; অনুদ্ঘাটিত; অনুৎখাত; অনিখাত।
- English Word unexceptionable Bengali definition [আনিক্সেপ্শানাব্ল্] (adjective) সমালোচনার ঊর্ধ্বে; অনবদ্য; নিরবদ্য; অনিন্দ্য।
- English Word unexpected Bengali definition [আনিকস্পেকটিড্] (adjective) অনপেক্ষিত; আকস্মিক; অপ্রত্যাশিত; আলটপকা: unexpected guest/questions.
- English Word unexplained Bengali definition [আনিক্স্প্লেইন্ড্] (adjective) অব্যাখ্যাত; কারণ দর্শানো হয়নি এমন; অব্যাকৃত।
- English Word unexposed Bengali definition [আনিক্সপোজড্] (adjective) আবৃত; অনুদ্ঘাটিত; অনুন্মোচিত; অপ্রকাশিত।
- English Word unfading Bengali definition [আন্ফেইডিঙ্] (adjective) চিরঅম্লান; অপরিম্লান।
- English Word unfailing Bengali definition [আন্ফেইলিঙ্] (adjective) অফুরন্ত; অনবসায়ী; অন্তহীন; চিরবিশ্বস্ত; অক্ষয়: Her good humour/patience; an unfailing friend. unfailingly (adverb) সদাসর্বদা; সর্বসময়ে। unfailingly courteous.
- English Word unfair Bengali definition [আন্ফেআ(র্)] (adjective) অন্যায়; অন্যায্য; বিষম; অনুচিত; অসরল; পক্ষপাতদুষ্ট: unfair treatment/competition. unfairly (adverb) অন্যায়ভাবে। unfairness (noun) অন্যায়; অনৌচিত্য; অন্যায়াচারণ; অবিচার; বৈষম্য; অসমতা।
- English Word unfaithful Bengali definition [আন্ফেইথফ্ল] (adjective) নিজ কর্তব্য, প্রতিশ্রুতি ইত্যাদির প্রতি বিশ্বস্ত নয়; (বিশেষত) বিবাহবন্ধনের প্রতি বিশ্বস্ত নয়; অবিশ্বাসী; বিশ্বাসহন্তা; বিশ্বাসহন্ত্রী; অপতিব্রতা; অবিশ্বস্ত: unfaithful wife, অপতিব্রতা/অসতী স্ত্রী। unfaithfully [আন্ফেইথফালি] (adverb) বিশ্বাস ভঙ্গ করে; বিশ্বাসঘাতকতা করে। unfaithfulness (noun) বিশ্বাসঘাতকতা; বিশ্বাসহীনতা; বিশ্বাসভঙ্গ; প্রতিজ্ঞাভঙ্গ।
- English Word unfaltering Bengali definition [আন্ফোল্টারিঙ্] (adjective) অবিচলিত; দৃঢ়: with unfaltering steps/courage. unfalteringly (adverb) অবিচলিতভাবে।