ই পৃষ্ঠা ২
- Bengali Word ইউনিফর্ম English definition [ইউনিফর্ম্] (বিশেষ্য) কোনো সঙ্ঘ দল বা সমকর্মী ব্যক্তিগণ যে বিশিষ্ট পোশাক পরিধান করে-যেমন সৈন্য, পুলিশ, নাবিক (ক্যাডেটের ইউনিফর্ম পরা একটা ফটো আছে-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) uniform}
- Bengali Word ইউনিভার্সিটি English definition [ইউনিভার্সিটি] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটিতে পড়ে)। {(ইংরেজি) university}
- Bengali Word ইউনিয়ন , ইউনিয়ান English definition [ইউনিয়ন্, ইউনিয়ান্] (বিশেষ্য) ১ কোনো বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্যে মনোনীত বা নির্বাচিত সদস্য সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান (ট্রেড ইউনিয়ন, কলেজ ইউনিয়ন)। ২ পাশাপাশি কয়েকটি গ্রাম নিয়ে নির্দিষ্ট এলাকা; থানার একটি অংশ (তারাব ইউনিয়ন)। ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন কাউন্সিল (বিশেষ্য) গ্রামের স্বাস্থ্য শিক্ষা যাতায়াত ব্যবস্থা প্রভৃতির উন্নতির তত্ত্বাবধানার্থে গ্রামবাসীদের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান বিশেষ। {(ইংরেজি) union}
- Bengali Word ইউরেশীয় , ইউরেশিয়ান English definition [ইউরেশিয়ো, ইউরেশিয়ান্] (বিশেষ্য) যার মাতাপিতার একজন ইউরোপবাসী ও অন্যজন এশিয়াবাসী (সে যে ইয়োরেশিয়ান নয়-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ইউরোপ ও এশিয়া সম্বন্ধীয়। {(ইংরেজি) Eurasia}
- Bengali Word ইউরোপীয় , য়ুরোপিয়ান English definition [ইউরোপিয়ো, ইউরোপিয়ান্] (বিশেষ্য) ইউরোপের অধিবাসী (কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন?-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ১ ইউরোপ মহাদেশ সম্বন্ধীয়। ২ ইউরোপে জাত; ইউরোপে তৈরি। {(ইংরেজি) Europe}
- Bengali Word ইকমিক, ইকমিক কুকার English definition [ইক্মিক্, ইক্মিক্কুকার্] (বিশেষ্য) রান্না করার জন্য ধাতু-নির্মিত চুলাবিশেষ; stove (কোনমতে ইকমিক কুকারে আলুসিদ্ধ, ডালসিদ্ধ ও ভাত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) icmic+cooker}
- Bengali Word ইকরা English definition [ইক্রা] (ক্রিয়া) “পড়ো”-হজরত মুহম্মদের (সা.) নিকট সর্বপ্রথম যে ওহি নাজিল হয় তার প্রথম শব্দ (তার প্রথম কথাই হলো ইক্রা-ছদরুদ্দীন)। {(আরবি) ইকরা’}
- Bengali Word ইকরা নামা English definition ⇒ একরার
- Bengali Word ইকরাম English definition ⇒ একরাম
- Bengali Word ইকরার English definition ⇒ একরার
- Bengali Word ইকলিম, একলিম English definition [ইক্লিম্, একলিম্] (বিশেষ্য) ১ অঞ্চল-প্রাচীন ভৌগোলিকগণ তৎকালে পরিচিত সমগ্র পৃথিবীকে সাতটি অঞ্চলে বিভক্ত করতেন; তার প্রত্যেকটিকে ইকলিম বলা হতো ((তুলনীয়) প্রাচীন হিন্দুদের ধারণাতে সপ্তদ্বীপা বসুন্ধরা)। ২ রাজ্য; দেশ। ৩ ভূখণ্ড্ ৪ জনপদ। {(আরবি) আকলীম }
- Bengali Word ইকসির English definition [ইক্সির্] (বিশেষ্য) ১ নির্যাস। ২ সুধা; elixir । {(আরবি) আক্সীর}
- Bengali Word ইকসুল English definition [ইক্সুল্] (বিশেষ্য) আইন মোতাবেক আটক (এব্রে ও সুমন্দির ইকসুল করা বেইরে গেছে-দীনবন্ধু মিত্র)। {(ইংরেজি) excile?}
- Bengali Word ইকামত English definition ⇒ একামত
- Bengali Word ইকার English definition [ইকার্] (বিশেষ্য) ‘ই’ এই বর্ণ বা এই বর্ণের চিহ্ন, ‘w ’। ইকারাদি (বিশেষণ) আদিতে ‘ই’ বর্ণবিশিষ্ট (ইকারাদি শব্দ)। ইকারান্ত (বিশেষণ) অন্তে ‘ই’ বর্ণবিশিষ্ট (ইকারান্ত শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) ই+কার}
- Bengali Word ইকুটি English definition [ইকুটি] (বিশেষ্য) আইনের ধারাবিশেষ (জাল জালিয়াতের তালিমে, ইকুটির খোঁচ ও কমন্লার প্যাঁচে বঙ্কুবিহারী বাবু দ্বিতীয় শুভঙ্কর ছিলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) equity}
- Bengali Word ইক্ষু English definition [ইক্খু] (বিশেষ্য) আখ বা এর গাছ; সুমিষ্ট রসপূর্ণ তৃণ জাতীয় দণ্ডবিশেষ। ইক্ষুদণ্ড (বিশেষ্য) কাটা আখ গাছ; কর্তিত আখ। ইক্ষুনেত্র (বিশেষ্য) আখের গিঠ বা চোখ। ইক্ষু বিকার (বিশেষ্য) আখের গুড়। ইক্ষুযন্ত্র (বিশেষ্য) আখ মাড়াই কল; যে যন্ত্রের সাহয্যে আখের রস বের করা হয়। ইক্ষুসার (বিশেষ্য) আখের গুড়। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্+সু (ক্সু)}
- Bengali Word ইক্ষ্বাকু English definition [ইক্খাকু] (বিশেষ্য) সূর্যবংশীয় প্রথম রাজা। {ইক্ষু+আ+Öকৃ+উ; ইক্ষু+ Öঅক্+উ(উণ্)}
- Bengali Word ইকড়ি-মিকড়ি English definition [ইক্ড়িমিক্ড়ি] (বিশেষ্য) ছোট ছেলেমেয়েদের খেলাবিশেষ-ছড়া কেটে এই খেলা খেলতে হয়। {(আরবি) (আরবি) ইকরার}
- Bengali Word ইখতিলাফ English definition ⇒ এখতেলাফ