ই পৃষ্ঠা ৫
- Bengali Word ইতঃপূর্বে English definition [ইতপ্পুর্বে] (ক্রিয়াবিশেষণ) এর আগে। {(তৎসম বা সংস্কৃত ) ইতস্> ইতঃ+পূর্ব+ (বাংলা) এ}
- Bengali Word ইতর English definition [ইতর্] (বিশেষণ) ১ নিম্নশ্রেণিস্থ; নীচমনোভাবাপন্ন (ইতর লোক)। ২ পশুশ্রেণিস্থ (ইতর জীব)। ৩ নীচ; অধম। ৪ অপর; ভিন্ন; অন্য (মানবেতর)। ৫ সাধারণ (ইতর সুখ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) হীনমনোভাবাপন্ন লোক (ইতরের ন্যায় কার্য)। ইতর কথা (বিশেষ্য) নীচ কথা; অভদ্রজনোচিত কথা (তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইতরজন, ইতরলোক (বিশেষ্য) নীচ লোক; হীন মনোভাবাপন্ন লোক। ইতরজাতি (বিশেষ্য) ১ নিকৃষ্ট বা হীনজাতি; সমাজের নিম্নশ্রেণি। ২ মানবেতর জাতি; মনুষ্য ভিন্ন অন্য জাতি; জীবজন্তু। ইতরতা, ইতরামি (বিশেষ্য) নীচতা; ছোট লোকের ন্যায় আচরণ বা কাজ। ইতর বিশেষ ১ পার্থক্য; ভিন্নতা। ২ তুলনা দ্বারা এক থেকে অন্যের কমবেশি প্রভেদ। ইতরভাষা (বিশেষ্য) ১ অভদ্র বা অমার্জিত ভাষা। ২ অকথ্য গালি; কটূক্তি। ইতরেতর (বিশেষণ) পরস্পর। {(তৎসম বা সংস্কৃত) Öই+তর(তরক্); ইত+ Öরা+অ(ক); (তুলনীয়) (ল্যাটিন) iterum; হিব্রু. iter}
- Bengali Word ইতস্তত English definition [ইতস্ততো] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এখানে সেখানে; নানা দিকে; সর্বত্র (জিনিসগুলি ইতস্তত বিক্ষিপ্ত)। □ (বিশেষ্য) দ্বিধা; সঙ্কোচ; করব কি না করব এরূপ ভাব। ইতস্তত করা (ক্রিয়া) ১ সঙ্কোচ করা; কুণ্ঠাবোধ করা। ২ সংশয়াবিষ্ট হওয়া; দোটানায় পড়া। ৩ গড়িমসি করা। {(তৎসম বা সংস্কৃত) ইতস্+ততস্}
- Bengali Word ইতি English definition [ইতি] অব্যয় সমাপ্তিসূচক শব্দ। □ (বিশেষ্য) শেষ; খতম; অবসান; রফা (পড়ল ধুমের দফায় ইতি-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) এই; ওই (ইতিকর্তব্য)। ইতিউতি (ক্রিয়াবিশেষণ) এদিকে ওদিকে; নানাদিকে (ঘরে যায়া ইতি-উতি চায়-জসীমউদ্দীন; বধূ চমকিয়া ইতি-উতি চায়-মোহিতলাল মজুমদার)। ইতিকথা (বিশেষ্য) ১ উপকথা; কাহিনী। ২ বানানো গল্প; কল্পিত কাহিনী। ৩ ইতিহাস। ইতি করা (ক্রিয়া) শেষ করা। ইতি কর্তব্য (বিশেষ্য) কর্তব্যকর্ম; অনুষ্ঠেয় বিষয়। □ (বিশেষণ) করা উচিত বা করার যোগ্য। ইতি কর্তব্যতা (বিশেষ্য) ‘এটাই কর্তব্য’ এরূপ জ্ঞান। ইতি কর্তব্যবিমূঢ় (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ। ইতি কর্তব্যবিমূঢ়তা (বিশেষ্য)। ইতি কাহিনী (বিশেষ্য) ইতিহাস। ইতিপূর্বে (অপপ্রয়োগ), ইতিপূর্বে (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এর আগে। ইতিমধ্যে (অপপ্রয়োগ), ইতোমধ্যে ক্রিবিণ, অব্য এর মধ্যে; ইত্যবসরে; ইতোমধ্যে; এই সময়ের মধ্যে। ইতিহ (বিশেষ্য) ১ পরস্পরাগত লোকশ্রুতি; ইতিহাস। ২ ঐতিহ্যগত (ইতহ ভাগ্য জড়াক-না নাগপাশে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) Öই+তি(ক্তি)}
- Bengali Word ইতিকাদ English definition ⇒ এতেকাদ
- Bengali Word ইতিকাফ English definition ⇒ এতেকাফ
- Bengali Word ইতিপূর্বে English definition ⇒ ইতি, ইতঃপূর্বে
- Bengali Word ইতিবার English definition ⇒ এতেবার
- Bengali Word ইতিবৃত্ত, ইতিবৃত্তকার English definition ⇒ ইতিহাস
- Bengali Word ইতিমধ্যে English definition ⇒ ইতি
- Bengali Word ইতিরাজ English definition ⇒ এতেরাজ
- Bengali Word ইতিহ English definition ⇒ ইতি
- Bengali Word ইতিহাস, ইতিবৃত্ত English definition [ইতিহাশ্, ইতিব্রিত্তো] (বিশেষ্য) অতীত কথা; প্রাচীন কাহিনী; পূর্ব-বৃত্তান্ত (জীবনের ইতিবৃত্তে নামহীন কর্ম-উপকার-রবীন্দ্রনাথ ঠাকুর; ধর্মইতিহাস মতে-ঘনরাম চক্রবর্তী)। ইতিহাসকার (বিশেষ্য) ইতিহাসলেখক; পুরাতত্ত্ব রচয়িতা। ইতিহাস কথা (বিশেষ্য) ইতিহাসে বর্ণিত কাহিনী; অতীত কথা (কিন্তু ইতিহাস কথায় বিরহীদিগের যেরূপ অবস্থা শুনিতে পাওয়া যায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ইতিহাসজ্ঞ, ইতিহাসবিৎ, ইতিহাসবেত্তা (বিশেষ্য) যিনি ইতিহাস জানেন; পুরাতত্ত্বজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) ইতিহ+আস}
- Bengali Word ইত্তিফাক English definition ⇒ ইত্তেফাক
- Bengali Word ইত্তিলা English definition ⇒ এত্তেলা
- Bengali Word ইত্তিহাদ English definition ⇒ ইত্তেহাদ
- Bengali Word ইত্তেফাক, এত্তেফাক, ইত্তিফাক English definition [ইত্তেফাক্, এত্তেফাক্, ইত্তিফাক্] (বিশেষ্য) ১ মিল; ঐক্য। ২ ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম। {(আরবি) ইত্তিফাক }
- Bengali Word ইত্তেহাদ, এত্তেহাদ, ইত্তিহাদ English definition [ইত্তেহাদ্ এত্তেহাদ্, ইত্তিহাদ্] (বিশেষ্য) ১ ঐক্য। ২ বন্ধুত্ব (সব দরিয়াকে বাঁধবে তোমার ইত্তেহাদ-ফররুখ আহমদ)। {(আরবি) ইত্তিহাদ }
- Bengali Word ইত্যনুসারে English definition [ইত্তোনুশারে] (ক্রিয়াবিশেষণ) এভাবে; এই অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) ইতি+অনুসারে}
- Bengali Word ইত্যবকাশে, ইত্যবসরে English definition [ইত্তোবোকাশে, ইত্তোবশরে] অব্যয় (ক্রিয়াবিশেষণ) এই অবসরে; এই সুযোগে; এই ফাঁকে (ইত্যবসরে তাঁহারা সভাস্থলে বসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর; আমি ইত্যবকাশে তপস্বিদর্শনযোগ্য প্রদেশে গিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) ইতি+অবকাশে, অবসরে}