ই পৃষ্ঠা ৯
- Bengali Word ইন্দ্রলোক, ইন্দ্রসুত, ইন্দ্রসেন English definition ⇒ ইন্দ্র
- Bengali Word ইন্দ্রাগার English definition [ইন্দ্রাগার্] (বিশেষ্য) ইঁদারা; বৃহৎ কূপ। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+আগার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দ্রাণী English definition [ইন্দ্রানি] (বিশেষ্য), (স্ত্রীলিঙ্গ) ইন্দ্রপত্নী; শচী। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+ঈ (আন আগম)}
- Bengali Word ইন্দ্রাসন English definition [ইন্দ্রাশোন্] (বিশেষ্য) সিংহাসন; তখ্ত; রাজপাট। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+আসন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দ্রায়ুধ English definition [ইন্দ্রায়ুধো] (বিশেষ্য) রংধনু; রামধনু; ইন্দ্রধনু। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+আয়ুধ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দ্রিয় English definition [ইন্দ্রিয়ো] (বিশেষ্য) ১ যে সকল অঙ্গ বা শক্তি দ্বারা পদার্থের বা বাহ্য বিষয়ের উপলব্ধি বা জ্ঞান জন্মে এবং কর্ম-সাধন করা যায়-ইন্দ্রিয় মোট চোদ্দটি: যথা-চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক-এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; বাক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, -এই পাঁচটি কর্মেন্দ্রিয়; মন, বুদ্ধি, অহঙ্কার, চিত্ত-এই চারটি অন্তরিন্দ্রিয় (মন সকল ইন্দ্রিয়ের পরিচালক)। ২ শারীরিক ভোগ (ইন্দ্রিয়-পরায়ণ)। ইন্দ্রিয়গম্য, ইন্দ্রিয়গোচর, ইন্দ্রিয়গ্রাহ্য (বিশেষণ) জ্ঞানগম্য; বোধগম্য; প্রত্যক্ষ। ইন্দ্রিয়গ্রাম (বিশেষ্য) ইন্দ্রিয়সমূহ্ ইন্দ্রিয়গ্রাহ্য Þ ইন্দ্রিয়গম্য। ইন্দ্রিয়জয়, ইন্দ্রিয়দমন, ইন্দ্রিয়সংযম (বিশেষ্য) ১ ইন্দ্রিয়কে বশীভূতকরণ; লালসা বাসনা বা উচ্ছৃঙ্খলতা থেকে ইন্দ্রিয়কে দূরে রাখা; কামপ্রবৃত্তি জয় করা।২ ব্রহ্মচর্য সাধন। ইন্দ্রিয়জয়ী (-য়িন্), ইন্দ্রিয়জিৎ (বিশেষণ) ইন্দ্রিয়দমনকারী; ইন্দ্রিয়সংযমী; জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়জ্ঞান (বিশেষ্য) প্রত্যক্ষ-জ্ঞান; ইন্দ্রিয় দ্বারা লব্ধ জ্ঞান। ইন্দ্রিয়তৃপ্তি (বিশেষ্য) ১ ইন্দ্রিয় দ্বারা সুখলাভ; ইন্দ্রিয়সমূহের তুষ্টিসাধন। ২ রমণ; সম্ভোগ। ইন্দ্রিয়দমন Þ ইন্দ্রিয়জয়। ইন্দ্রিয়দোষ (বিশেষ্য) ইন্দ্রিয়ের উচ্ছৃঙ্খলতা; লাম্পট্য। ইন্দ্রিয়পর, ইন্দ্রিয়পরতন্ত্র, ইন্দ্রিয়পরবশ, ইন্দ্রিয়পরায়ণ, ইন্দ্রিয়বশ, ইন্দ্রিয়সেবী (-বিন্), ইন্দ্রিয়সংযম Þ ইন্দ্রিয় জয়। ইন্দ্রিয়বৃত্তি (বিশেষ্য) ইন্দ্রিয়ের কাজ; দর্শন-শ্রবণ প্রভৃতি ক্রিয়া; বিষয়ানুভূতি। ইন্দ্রিয়লালসা, ইন্দ্রিয়লিপ্সা (বিশেষ্য) প্রবল ভোগবাসনা; কামুকতা; ইন্দ্রিয়সুখ ভোগের জন্য লোলুপতা। ইন্দ্রিয়সেবা (বিশেষ্য) ১ ইন্দ্রিয়ের সুখ ভোগেচ্ছা চরিতার্থকরণ; ইন্দ্রিয়সমূহের তৃপ্তিসাধন। ২ ভোগ-সুখে আসক্তি; বিষয় সম্ভোগ। ইন্দ্রিয়াসক্ত (বিশেষণ) ইন্দ্রিয়ভোগসুখে আসক্ত; ইন্দ্রিয় সেবায় রত; ভোগবিলাসী; লম্পট। ইন্দ্রিয়সেবী Þ ইন্দ্রিয়পর। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+ঈয়(ঘ)}
- Bengali Word ইন্ধন English definition [ইন্ধন্] (বিশেষ্য) ১ আগুন জ্বালানোর উপকরণ; জ্বালানি কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদি। ২ উদ্দীপনা। {(তৎসম বা সংস্কৃত) Öইন্ধ্+অন(ল্যুট্)}
- Bengali Word ইন্নালিল্লাহ্ English definition [ইন্নালিল্লাহ্] অব্যয় নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য (শূন্য বিমানে ইন্নালিল্লাহ্ ধ্বনি ওঠে অবিরাম-শাহাদাত হোসেন)। {(আরবি) ইন্নালিল্লাহ}
- Bengali Word ইন্সপেক্টর English definition [ইন্স্পেক্টার্] (বিশেষ্য) পরিদর্শক; তত্ত্বাবধায়ক। {(ইংরেজি) inspector}
- Bengali Word ইফতার, এফতার English definition [ইফ্তার্, এফ্তার্] (বিশেষ্য) আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন রোজা রেখে সূর্যাস্তের পর খাদ্য ও পানীয় গ্রহণ (সন্ধ্যাকাল হইলে ইফতার কর জলে–সৈয়দ আলাওল; শুকনো রুটি আর পানি পাবে, ইফতার সময়ে-ফররুখ আহমদ)। ইফতারি, এফতারি (বিশেষ্য) ১ খাদ্য ও পানীয় গ্রহণ করে সারা দিনের রোজা সাঙ্গ করা হয়; ইফতারের জন্য আহার্য ও পানীয় সামগ্রী। ২ রোজার মাসে ইফতার-কালীন খাদ্য গ্রহণ। {(আরবি) ইফ্তার}
- Bengali Word ইবতিদা, এবতেদা English definition [ইব্তিদা, এব্তেদা] (বিশেষ্য) আরম্ভ; শুরু। {(আরবি) ইব্তিদা }
- Bengali Word ইবন, ইবনে, এবনে English definition [ইব্ন্, ইব্নে, এব্নে] (বিশেষ্য) পুত্র (আবদুল্লাহ ইবন-যিয়াদ)। {(আরবি) ইব্ন্ }
- Bengali Word ইবরানি English definition [ইব্রানি] (বিশেষ্য) হিব্রু ভাষা। {(আরবি) ইব্রানি }
- Bengali Word ইবলিস, ইবলীস English definition [ইব্লিশ্] (বিশেষ্য) ১ শয়তান। ২ শয়তানের নামবিশেষ (রোয়ে ওয্যা হোবল ইবলিস খারেজিন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ইব্লিস }
- Bengali Word ইবাদৎ, ইবাদত English definition ⇒ এবাদত
- Bengali Word ইবারং, ইবারত English definition ⇒ এবারত
- Bengali Word ইভোলিউশন, ইভল্যুশন English definition [ইভেলিউশন্] (বিশেষ্য) ক্রমবিকাশ; ধারাবাহিক বিবর্তন (ইউরোপের সাহিত্যের ইভলিউশান ইতালির রিভার্শন যথার্থই একটি আশ্চর্য ব্যাপার-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) evolution}
- Bengali Word ইমতিহান, ইমতেহান English definition ⇒ এমতেহান
- Bengali Word ইমন English definition [ইমন্] (বিশেষ্য) রাগিণীবিশেষ (সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ইমনকল্যাণ (বিশেষ্য) (সন্) ইমন ও কল্যাণ যোগে উৎপন্ন মিশ্র-রাগিণীবিশেষ (ধরিল নতশিরে নয়ন মুদি ইমন-কল্যাণ সুর-রবীন্দ্রনাথ ঠাকুর; ক্ষীণকণ্ঠে ইমনকল্যাণ ধরলুম-সৈয়দ মুজতবা আলী)। ইমনকেদারা (বিশেষ্য) (সনৃ) ইমন ও কেদারাযোগে উৎপন্ন মিশ্ররাগিণীবিশেষ। ইমনভূপালী (বিশেষ্য) (সনৃ) ইমন ও ভূপালীযোগে উৎপন্ন মিশ্র রাগিণীবিশেষ। {(আরবি) য়মন}
- Bengali Word ইমসন, ইমসাল English definition [ইম্শন্, ইম্শাল্] (বিশেষ্য) এই বৎসর। {(ফারসি) ইম-(=এই)+ সন; (ফারসি) সাল (=বৎসর)}