ই পৃষ্ঠা ১৪
- Bengali Word ইস্তেমাল English definition ⇒ এস্তেমাল
- Bengali Word ইস্ত্রি English definition ⇒ ইস্তিরি
- Bengali Word ইস্পাত English definition [ইশ্পাত্] (বিশেষ্য) অঙ্গারক ইত্যাদি দ্বারা কঠিনীকৃত লোহা; শক্ত লোহা; steel । {(পর্তুগিজ) এসপাদা espada; (ইংরেজি) steel}
- Bengali Word ইস্পিরিট, স্পিরিট English definition [ইস্পিরিট্] (বিশেষ্য) ১ সুরাসার; কোহল; আরক। ২ তেজ; বীর্য; জীবনীশক্তি (লোকটার স্পিরিট নাই)। ৩ উৎসাহ। ৪ তাৎপর্য; সার। (কথার স্পিরিট)। {(ইংরেজি) spirit}
- Bengali Word ইস্প্রিং English definition ⇒ স্প্রিং
- Bengali Word ইস্প্রিং, স্প্রিং English definition [ইস্পিরিঙ্] (বিশেষ্য) যন্ত্রাদি চালু রাখার কাজে ব্যবহৃত ধাতুর তৈরি কুণ্ডলীকৃত স্থিতিস্থাপক লোহার তারের বলয়বিশেষ (একটা) স্প্রিং অনবরত তার পেছনে থেকে তাকে গুঁতো মেরেছে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) spring}
- Bengali Word ইস্রাফিল English definition ⇒ ইসরাফিল
- Bengali Word ইস্লামিক English definition ⇒ ইসলাম
- Bengali Word ইহ English definition [ইহ্] (অব্যয়) ১ এই স্থানে; এই জগতে; এইকালে। □ (বিশেষ্য) উপস্থিত; বর্তমান; এই (ছাড় ইহ বাত-গোবিন্দদাস)। ইহকাল (বিশেষ্য) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; জীবিতকাল; এই জন্ম। ইহজগৎ, ইহলোক, ইহসংসার (বিশেষ্য) এই পৃথিবী; মর্ত্যলোক; এই সংসার। ইহজন্ম, ইহজীবন (বিশেষ্য) জীবনকাল; বর্তমান জীবন। {(তৎসম বা সংস্কৃত) ইদম্>}
- Bengali Word ইহরাম English definition ⇒ এহরাম
- Bengali Word ইহসান English definition ⇒ এহসান
- Bengali Word ইহা English definition [ইহা] সর্ব এই বস্তু; এই বিষয়; এই {(তৎসম বা সংস্কৃত) ইদম্>}
- Bengali Word ইহানত, এহানত English definition [ইহানত্, এহানত্] (বিশেষ্য) ঘৃণা; তাচ্ছিল্য। {(আরবি)}
- Bengali Word ইহুদি, ইহুদী English definition [ইহুদি] (বিশেষ্য) ১ হিব্রু; প্রাচীন জুডিয়া দেশের লোক। ২ প্রাচীন ধর্ম সম্প্রদায়বিশেষ; Jew। ইহুদিনী (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) য়হূদী }
- Bengali Word ইড়কি, ইড়িক (মধ্যযুগীয় বাংলা) English definition [ইড়্কি, ইড়িক্] (বিশেষ্য) দ্রুত চলার জন্য অশ্বের পেটে পা অথবা জুতার কাঁটার গুঁতা বা মৃদু আঘাত দান। (ইড়কি দিতে চলে ইসারাতে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öঈর্ (প্রেরণ)>?}
- Bengali Word ইড়া English definition [ইড়া] (বিশেষ্য) শরীরের বামদিকস্থ রক্তবাহিকা নাড়ি বিশেষ (ইড়া, সুষুম্না, পিঙ্গলা, নাভিপদ্ম, হৃৎপদ্ম, ব্রহ্মারন্ধ সমস্ত আনিয়া ফেলিলেন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) Öইল্+অ(ক)+আ(ল=ড়)}
- Bengali Word ইয়ত্তা English definition [ইয়ত্তা] (বিশেষ্য) পরিমাণ; সংখ্যা। ২ সীমা। ইয়ত্তারহিত (বিশেষণ) ১ অসংখ্য। ২ অনন্ত। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ+তা}
- Bengali Word ইয়া English definition [ইয়া] (বিশেষণ)-(বিশেষণ) এতো; এই আকারের (ইয়া বড়ো বড়ো আম)। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ}
- Bengali Word ইয়া আল্লা, ইয়া আল্লাহ English definition [ইয়াআল্লা, ইয়াআল্লাহ্] (অব্যয়) ১ হায় খোদা; ভয় বিস্ময় বা খেদসূচক শব্দ (ইয়াআল্লা বলে লাফিয়ে উঠলেন-রাজশেখর বসু (পরশু); ইয়াল্লা বলে আকাশ–ছোঁয়া লম্ফ মেরেছিল-সৈয়দ মুজতবা আলী)। ২ আল্লাহকে সম্বোধন (ইয়া আল্লাহ=হে খোদা!)। {(আরবি) ইয়া আল্লাহ }
- Bengali Word ইয়াংকি, ইয়াঙ্কি English definition [ইয়াঙ্কি] (বিশেষ্য) আমেরিকা মহাদেশের লোক (ইয়াঙ্কির লেনদেন ডলারে প্রত্যয়-জীবনানন্দ দাশ)। □ (বিশেষণ) আমেরিকা সম্বন্ধীয় বা আমেরিকায় জাত; আমেরিকান। {(ইংরেজি) Yankee}