ই পৃষ্ঠা ৭
- Bengali Word ইনশা আল্লাহ, ইনশা আল্লা English definition [ইন্শা আল্লাহ্] অব্যয় খোদা চাহে তো; আল্লাহর ইচ্ছায় বা কৃপায় (ইনশাল্লাহ, যখন তোমরা মোরাকেবায়ে-নেস্বতে-বায়নান্নাসে তালিম লইবে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) ইনশা আল্লাহ তাআলা }
- Bengali Word ইনশিওরেন্স English definition ⇒ ইনস্যুরেন্স
- Bengali Word ইনসমনিয়া English definition [ইন্সম্নিয়া] (বিশেষ্য) ১ অনিদ্রা রোগ। ২ নিদ্রাহীনতা; জাগরণ (বেশ তো ঘুমায়ে ছিলে! কখন হইল ইন্সম্নিয়া?-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) insomnia}
- Bengali Word ইনসলভেন্ট English definition [ইনসল্ভেন্ট্] (বিশেষণ) দেউলে; ঋণ পরিশোধে অসমর্থ। {(ইংরেজি) insolvent}
- Bengali Word ইনসান, এনসান English definition [ইন্সান্, এন্সান্] (বিশেষ্য) মানুষ (খুদার বান্দা ইন্সান সেই, নাই তার নিস্তার-মোহিতলাল মজুমদার)। ইনসানিয়াত, এনসানিয়াত (বিশেষ্য) মানবতা; মনুষ্যত্ব। ইনসানে কামিল (বিশেষ্য) ১ সমুদয় মানবীয় গুণ যার ভিতর পরিপূর্ণভাবে বর্তমান। ২ সিদ্ধপুরুষ (প্রত্যেক ইনসানে থাকবে ইনসানিয়ত-মনুষ্যত্ব)। {(আরবি) ইন্সান}
- Bengali Word ইনসাফ, এনসাফ English definition [ইন্সাফ্, এন্সাফ্] (বিশেষ্য) সুবিচার; পক্ষ-পাতহীন বিচার; ন্যায়বিচার (হক ইনসাফ, সামান্য ন্যায়ের ঝাণ্ডা বও-ফররুখ আহমদ)। {(আরবি) ইনসাফ }
- Bengali Word ইনস্যানিটি English definition [ইন্স্যানিটি] (বিশেষ্য) পাগলামি; ক্ষ্যাপামি; বাতুলতা (এ ধরনের ইনস্যানিটি অনেকেই বরণ করে নেবেন-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) insanity}
- Bengali Word ইনস্যুরেন্স, ইনসিওরেন্স, ইনশিওরেন্স English definition [ইন্শিউরেন্স্, ইন্শিওরেন্স্, ইন্শিওরেন্স্] (বিশেষ্য) বিমা; ভাবী ক্ষতির প্রতিকারের জন্য চুক্তি-যার ফলে মুত্যু বা কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ স্বরূপ অর্থ প্রদান করে (ইনশিওরেন্সের দালালি-রাজশেখর বসু (পরশু))। ইনস্যুরেন্স করা (ক্রিয়া) ১ বিমা করা। ২ টাকাকড়ি ও চিঠিপত্র নিশ্চিতভাবে পৌঁছানোর জন্য ডাকবিভাগ কর্তৃক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা (টাকার ইনসিওর করেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) insurance}
- Bengali Word ইনাম, এনাম English definition [ইনাম্, এনাম্] (বিশেষ্য) পুরস্কার; বখশিশ; পারিশ্রমিক (ইনাম কি চাহ বলি পাতাশা জিজ্ঞাসে-ভারতচন্দ্র রায়গুণাকর; বাদ্শাহ তো হাজার আশ্রফী এনাম দেবেনই-জোবেদা খানম)। ইনাম বকশিশ (বিশেষ্য) পুরস্কার; পারিশ্রমিক (বাজী করলাম তামসা করলাম ইনাম বকশিশ চাই-ময়মনসিংহ গীতিকা; বিস্তর বিস্তর ইনাম বখ্শিষ দিয়া-রামরাম বসু; এনাম বক্শিশ পাব হইব নেহাল-সৈয়দ হামজা)। {(আরবি) ইন্ ‘আম }
- Bengali Word ইনি English definition [ইনি] সর্ব (সম্মা.) এই ব্যক্তি; এই লোক। {(তৎসম বা সংস্কৃত) এষাম্ =এনাম্> এণ্হং> এণ্হ> এহ্নি> এনি = ইনি (স্বরসঙ্গতিতে)}
- Bengali Word ইনিয়ে বিনিয়ে English definition [ইনিয়ে বিনিয়ে] (ক্রিয়াবিশেষণ) ১ নানা প্রকারে; বিস্তারিতভাবে; ঘুরিয়ে ফিরিয়ে। ২ অনুনয় বিনয় করে। ৩ যন্ত্রের সাথে; সোহাগ করে (কী আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে বিনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অনুনয়+বিনয়>?}
- Bengali Word ইন্টরপ্রেটর, ইন্টরপিটর English definition [ইন্টরপ্রেটর্, ইন্টরপিটর] (বিশেষ্য) আদালতের দোভাষী (ইন্টরপিটর অত্যন্ত বিরক্ত হইয়া মেজ চাপড়িয়া বলিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) interpreter}
- Bengali Word ইন্টারকন্টিনেন্টাল English definition [ইন্টার্কন্টিনেন্টাল্] (বিশেষণ) আন্তঃ-মহাদেশীয়। {(ইংরেজি) intercontinental}
- Bengali Word ইন্টারন্যাশনাল English definition [ইন্টার্ন্যাশ্নাল্] (বিশেষণ) আন্তর্জাতিক। {(ইংরেজি) international}
- Bengali Word ইন্টারমিডিয়েট English definition [ইন্টার্মিডিয়েট্] (বিশেষ্য), (বিশেষণ) উচ্চ মাধ্যমিক; মধ্য; প্রবেশিকা ও ডিগ্রি পরীক্ষার মধ্যবর্তী শ্রেণি অথবা পরীক্ষা বিশেষ। {(ইংরেজি) intermediate}
- Bengali Word ইন্ডাইট্মেন্ট English definition [ইনডাইট্মেন্ট্] (বিশেষ্য) অভিযোগপত্র (গ্রাঞ্জুরিয়া এক কামরার ভিতর যাইয়া প্রত্যেক ইণ্ডাইট্মেন্টের উপর... যথার্থ বা অযথার্থ লিখিয়া পাঠাইয়া দেন তাহার পর বিচার আরম্ভ হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) inditement}
- Bengali Word ইন্ডিয়ান English definition [ইন্ডিয়ান্] (বিশেষ্য) ভারতীয়। রেড ইন্ডিয়ান (বিশেষ্য) আমেরিকার আদিবাসী।
- Bengali Word ইন্তেকাল English definition ⇒ এন্তেকাল
- Bengali Word ইন্তেখাব English definition ⇒ এন্তেখাব
- Bengali Word ইন্তেজাম English definition ⇒ এন্তেজাম