ই পৃষ্ঠা ৮
- Bengali Word ইন্তেজার, ইন্তেজারি English definition ⇒ এন্তেজার
- Bengali Word ইন্তেহা English definition ⇒ এন্তেহা
- Bengali Word ইন্দারা English definition ⇒ ইঁদারা
- Bengali Word ইন্দিবর, ইন্দীবর English definition [ইন্দিবর্] (বিশেষ্য) নীলপদ্ম; নীলোৎপল (ইন্দীবরের ন্যায় নয়ন-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ইন্দিরা>ইন্দি+বর; ন(তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দিরা English definition [ইন্দিরা] (বিশেষ্য) লক্ষ্মী; বিষ্ণুপত্নী; কমলা। {(তৎসম বা সংস্কৃত) Öইন্দ+ইর(কিরচ্)+আ(টাপ্)}
- Bengali Word ইন্দীবর English definition ⇒ ইন্দিবর
- Bengali Word ইন্দু English definition [ইন্দু] (বিশেষ্য) চন্দ্র। ইন্দু নিভানন (বিশেষ্য), (বিশেষণ) চাঁদমুখ; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট (কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রুনীরে-মাইকেল মধুসূদন দত্ত)। ইন্দুকলা (বিশেষ্য) চন্দ্রকলা। ইন্দু নিভাননা, ইন্দু নিভাননী (স্ত্রীলিঙ্গ)। ইন্দু ভূষণ, ইন্দু মৌলি (বিশেষ্য) শিব। ইন্দুমতী (বিশেষ্য) পূর্ণিমা। ইন্দুমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চন্দ্রাননা; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট; সুন্দরী। ইন্দুলেখা, ইন্দুরেখা (বিশেষ্য) চন্দ্রকলা; চন্দ্রখণ্ড (প্রতিপদের তন্বী পাণ্ডু ইন্দুলেখার অবগুণ্ঠনের তলায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öইন্দ্+উ}
- Bengali Word ইন্দুর English definition ⇒ ইঁদুর
- Bengali Word ইন্দুরেখা, ইন্দুলেখা English definition ⇒ ইন্দু
- Bengali Word ইন্দ্র English definition [ইন্দ্রো] (বিশেষ্য) স্বর্গের দেবরাজ; সুরপতি। ইন্দ্রকীল (বিশেষ্য) মন্দর পর্বত। ইন্দ্রজিৎ (বিশেষ্য) মেঘনাদ; রাবণের জ্যেষ্ঠ পুত্র। □ (বিশেষণ) ইন্দ্রকে জয় করেছে এমন; বাসবজয়ী (কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে-মাইকেল মধুসূদন দত্ত)। ইন্দ্রত্ব (বিশেষ্য) ১ ইন্দ্রের পদ এবং ঐশ্বর্য। ২ স্বর্গের আধিপত্য। ৩ প্রাধান্য। ইন্দ্রপুরী, ইন্দ্রলোক (বিশেষ্য) ১ অমরাবতী। ২ (আলঙ্কারিক) বিরাট প্রাসাদ। ইন্দ্র প্রসাদী (বিশেষণ) ইন্দ্রের প্রসাদের অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ইন্দ্রসুত (বিশেষ্য) ১ ইন্দ্রপুত্র; জয়ন্ত। ২ বালী; বানররাজ। ৩ অর্জুন; তৃতীয় পাণ্ডব। ইন্দ্রসেন (বিশেষ্য) ১ ইন্দ্রসেনার ন্যায় সেনা যার। ২ যুধিষ্ঠিরের সারথি। ৩ নল রাজার পুত্র। {Öইন্দ্+র(রন্)}
- Bengali Word ইন্দ্রগোপ English definition [ইন্দ্রোগোপ্] (বিশেষ্য) রক্তবর্ণ ক্ষুদ্র কীটবিশেষ; মখমলি পোক। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+গো+প}
- Bengali Word ইন্দ্রচাপ, ইন্দ্রধনু English definition [ইন্দ্রোচাপ্, ইন্দ্রোধোনু] (বিশেষ্য) রামধনু; রংধনু (ইন্দ্রচাপ রূপধার, মেঘরাজ ধ্বজোপরি, শোভিতেছে কামকেতু-খচিত রতনে-মাইকেল মধুসূদন দত্ত; ভাবের ইন্দ্রধনু ওঠে মোর সপ্ত আকাশে ঘেরি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+চাপ; ধনু; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দ্রজাল English definition [ইন্দ্রোজাল্] (বিশেষ্য) জাদুবিদ্যা; মায়াবিদ্যা; ভোজবাজি; ভেলকি (যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক (বিশেষণ) ১ ইন্দ্রজাল সম্বন্ধীয়। ২ কুহকী; মায়াবী; জাদুকর (হাস্যরসে তিনি প্রকৃত ঐন্দ্রজালিক ছিলেন-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+জাল}
- Bengali Word ইন্দ্রজিৎ English definition ⇒ ইন্দ্র
- Bengali Word ইন্দ্রত্ব English definition ⇒ ইন্দ্র
- Bengali Word ইন্দ্রধনু English definition ⇒ ইন্দ্রচাপ
- Bengali Word ইন্দ্রনীল English definition [ইন্দ্রোনিল্] (বিশেষ্য) মরকতমণি; নীলকান্তমণি; পান্না; emerald । {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+নীল}
- Bengali Word ইন্দ্রপাত, ইন্দ্রপতন English definition [ইন্দ্রোপাত, ইন্দ্রোপতন] (বিশেষ্য) ইন্দ্রের মৃত্যু। (আলঙ্কারিক) ইদ্রের মতো মহাপুরুষের মৃত্যু বা তিরোভাব। {ইন্দ্র+পাত, পতন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইন্দ্রপুরী, ইন্দ্রপ্রসাদী English definition ⇒ ইন্দ্র
- Bengali Word ইন্দ্রলুপ্ত English definition [ইন্দ্রোলুপ্তো] (বিশেষ্য) টাক রোগ। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+লুপ্ত}