ই পৃষ্ঠা ৬
- Bengali Word ইত্যাকার English definition [ইত্তাকার্] (বিশেষণ) এই প্রকার; এইরূপ। {(তৎসম বা সংস্কৃত) ইতি+আকার}
- Bengali Word ইত্যাদি English definition [ইত্তাদি] অব্যয় ১ প্রভৃতি; এই এবং এইরূপ আরো। ২ এই প্রকার (ইত্যাদি অনেকবিধ কৃষ্ণে বুঝাইয়া-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) ইতি+আদি}
- Bengali Word ইথার, ঈথার English definition [ইথার্] (বিশেষ্য) ১ (পদার্থ.) মহাশূন্যে পরিব্যাপ্ত অতি সূক্ষ্ম কাল্পনিক বায়বীয় পদার্থবিশেষ (আমি সেদিন ঈথারের স্পন্দন চর্মচক্ষে দেখেছি-প্রথম চৌধুরী; হাওয়া-ফাঁপা নতুন সরোদ ঈথারে ঈথারে ভাসে-মাহফুজ)। ২ (রসা.) উবে যায় এমন বর্ণহীন তরল পদার্থবিশেষ (ষ্টপরহীন ইথরের মত একেবারে উবে গেল-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) ether; aither(আকাশ)}
- Bengali Word ইথে English definition [ইথে] (পদ্যেব্যবহৃত) অব্যয় ১ এতে; এই বিষয়ে (সেও কি সম্মত ইথে?-কায়কোবাদ)। ২ এজন্য (চণ্ডিদাস ইথে কহে-চণ্ডীদাস)। ৩ এই; এর। {(তৎসম বা সংস্কৃত) ইত্থম্>}
- Bengali Word ইদ, ইদগাহ English definition ⇒ ঈদ
- Bengali Word ইদানীং English definition [ইদানিঙ্] অব্যয় (ক্রিয়া) (বিশেষ্য) আজকাল; সম্প্রতি; অধুনা। ইদানীন্তন (বিশেষণ) আধুনিক; বর্তমানকালীন; সম্প্রতি হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) ইদানীম্>}
- Bengali Word ইদারা English definition ⇒ ইঁদারা
- Bengali Word ইদুজ্জোহা, ইদুলফিতর English definition ⇒ ঈদ
- Bengali Word ইদ্দত, এদ্দাৎ (বিরল) English definition [ইদ্দত্, এদ্দাত্] (বিশেষ্য) বিধবা বা তালাকপ্রাপ্তা নারীর পুনর্বিবাহের পূর্ববর্তী শরীয়ত নির্দিষ্ট কাল (এখনও এদ্দাৎ সময় উত্তীর্ণ হয় নাই-মীর মশাররফ হোসেন)। {(আরবি) ইদ্দত্ }
- Bengali Word ইনকাম, ইনকম English definition [ইন্কাম্, ইন্কম্] (বিশেষ্য) আয়; উপার্জন। ইনকাম ট্যাক্স (বিশেষ্য) আয়কর; উপার্জনের উপর নির্দিষ্ট হারে ধার্য রাজস্ব। {(ইংরেজি) income}
- Bengali Word ইনকার, এনকার, ইংকার English definition [ইন্কার, এন্কার, ইঙ্কার] (বিশেষ্য) ১ অস্বীকার (যামিনদার যদি যামিন ইনকার করে-আবুল মনসুর আহমদ)। ২ ঘৃণা; অপছন্দ (যে বস্তুটি পান বাট্টাওয়ালী বিবিদের ইংকার করেন-মবিনউদ্দীন আহমদ)। {(আরবি) ইন্কার }
- Bengali Word ইনকিলাব, ইনকেলাব English definition [ইন্কিলাব্, ইন্কেলাব] (বিশেষ্য) ১ বিপ্লব; বিদ্রোহ (এই দুনিয়ায় আসছে আবার নও-জমানার ইনকিলাব-গোলাম মোস্তফা)। ২ আন্দোলন। ৩ ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার নাম। {(আরবি) ইনকিলাব }
- Bengali Word ইনজিল English definition ⇒ ইঞ্জিল
- Bengali Word ইনজেকশন, ইঞ্জেকশান English definition [ইন্জেক্শন্, ইন্জেক্শান্] (বিশেষ্য) ১ সূচি প্রয়োগ। ২ দেহে সূচি প্রয়োগে তরল ঔষধ অনুপ্রবিষ্ট করানো। ইনজেকশন দেওয়া (ক্রিয়া)। {(ইংরেজি) injection}
- Bengali Word ইনটেলেকচুয়াল English definition [ইন্টেলেক্চুয়াল্] (বিশেষণ) বুদ্ধিসংক্রান্ত। □ (বিশেষ্য) বুদ্ধিজীবি; বুদ্ধিমান; বিচক্ষণ ব্যক্তি (আজকালকার ইন্টেলেকচুয়ালদের মতো তিনি মরা মানুষ ছিলেন না-মোতাহের হোসেন চৌধুরী)। {(ইংরেজি) intellectual}
- Bengali Word ইনতিকাল English definition ⇒ এন্তেকাল
- Bengali Word ইনতিহা, ইন্তিহা English definition ⇒ এন্তেহা
- Bengali Word ইনভেলাপ English definition ⇒ এনভেলাপ
- Bengali Word ইনভয়েস্ English definition [ইন্ভয়েস্] (বিশেষ্য) ১ মালের সঙ্গে যে চালান পাঠানো হয়েছে। ২ এক প্রকার চালান যাতে জাহাজ প্রভৃতির সাহায্যে প্রেরিত মালের মূল্য ইত্যাদি লেখা থাকে। {(ইংরেজি) invoice}
- Bengali Word ইনলাইটেন, এনলাইটেন English definition [ইন্লাইটেন্, এন্লাইটেন্] (বিশেষণ) আলোকপ্রাপ্ত; শিক্ষিত (তাহারই প্রিয় দিদিমণিকে নানারূপ শিক্ষা দিয়া ইনলাইটেন করিয়াছেন-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) enlightened}