এ পৃষ্ঠা ১৫
- Bengali Word এলযাম English definition ⇒ এলজাম
- Bengali Word এলহান , ইলহান English definition [এল্হান্, ইল্হান্] (বিশেষ্য) কণ্ঠস্বর; সুর (গাহে বুলবুল খোশ এলহান-কাজী নজরুল ইসলাম)। {আরবি ইল্হান }
- Bengali Word এলহাম , ইলহাম English definition [এল্হাম্, ইল্হাম] (বিশেষ্য) ঐশী প্রেরণা; প্রত্যাদেশ (খোদার দরবার হইতে এলহামের অনুপ্রেরণা পাইয়াছেন-মুহম্মদ মনসুর উদ্দীন)। {আরবি ইল্হাম্ }
- Bengali Word এলা ১ English definition [এলা] (বিশেষ্য) ১ এলাচি। ২ এলাচিগাছ। {সংস্কৃত√ইল্+অ}
- Bengali Word এলা ২ English definition [এলা] (বিশেষণ) আলগা; ঝুরঝুরে (এলামাটি, খড়ি মাটি...এমনি নানা রঙের বড়ি দিয়ে ভর্তি থাকে রঙের বাক্স-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত আকুল>বাংলা আউল + বাংলা আ = আউলা>এলা; অথবা, সংস্কৃত আলুলায়িত>আলুলা>বাংলা. আউলা>এলা}
- Bengali Word এলাইচ English definition ⇒ এলাচ
- Bengali Word এলাউন্স English definition [অ্যালাউন্স্] (বিশেষ্য) ১ বৃত্তি; ভাতা। ২ অনুমতি; অনুমোদন (পূজোর দালানে জুতো নিয়ে ওঠবার এলাওয়েন্স-কালীপ্রসন্ন সিংহ)। {ইংরেজি allowance}
- Bengali Word এলাকা , এলেকা , ইলাকা English definition [এলাকা, এলেকা, ইলাকা] (বিশেষ্য) ১ অঞ্চল; প্রদেশ (যে সকল জেলে ভিন্ন এলেকার তাহাদের আর দেখা পাওয়া যায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্পর্ক; সংস্রব; সম্বন্ধ। ৩ সীমা (পানের ছোপ তেমনি চলে এসেছে গালের এলেকায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৪ অধিকার; দখল। {আরবি ‘ইলাকাহ }
- Bengali Word এলাকাঁড়ি English definition ⇒ এলাকাড়ি
- Bengali Word এলাকাড়ি , এলাকাঁড়ি , আলাকাড়ি English definition [এলাকাড়ি, এলাকাঁড়ি, আলাকাড়ি] (বিশেষ্য) ১ শৈথিল্য; ঢিলামি; অমনোযোগ; (এলাকাড়ি এতদূর ভাল নয় বাপু-মনোজ বসু)। এলাকাড়ি দেওয়া (ক্রিয়া) শৈথিল্য দেখানো; মনোযোগী না হওয়া। {সংস্কৃত অলগ্ন>এলা+সংস্কৃত কণ্ডন>কাঁড়া}
- Bengali Word এলাচ , এলাচি English definition [এলাচ্, এলাচি, অ্যালাচ্, অ্যালাচি] (বিশেষ্য) সুগন্ধি মশলা বিশেষ; বীজযুক্ত ফল বিশেষ। এলাচ দানা (বিশেষ্য ) ১ ভিতরে এলাচের বীজ দিয়ে প্রস্তুত চিনির তৈরি গোলাকার মিষ্টান্ন বিশেষ। ২ এলাচের বীজ। {সংস্কৃত এলা+বাংলা চি, চ; হিন্দি ইলায়চী, ইলাচী}
- Bengali Word এলাজ English definition [এলাজ্] (বিশেষ্য) ১ চিকিৎসা; আরোগ্য (আমার রোগের এলাজ কর পিইয়ে দাওয়াই লাল সুরা-কাজী নজরুল ইসলাম)। ২ প্রতিষেধক ঔষধ (এলাজ বান্ধিল তার ঘায়ের উপরে- সৈয়দ হামজা)। ৩ শাসন (লেড়কা ভাল হবে-নরম হবে, বেতমিজ ও বজ্জাত হলো, এলাজ দেওয়া মোনাসেব-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {আরবি ‘ইলাজ্ }
- Bengali Word এলান English definition [এলান্] (বিশেষ্য) বিজ্ঞাপন; বিজ্ঞপ্তি; ঘোষণা। {আরবি ইলান }
- Bengali Word এলানো English definition [এলানো] (ক্রিয়া) ১ আলুলায়িত করা; শিথিল করা; আলগা করা (বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী-রবীন্দ্রনাথ ঠাকুর; এলাইয়া বেণী ফুলের গাঁথুনি দেখয়ে খসায়ে চুলি-চণ্ডীদাস)। ২ অবসন্ন হওয়া (গা এলিয়ে পড়া)। ৩ ধান ভানা; তুষ ছাড়ানো (এখন দলুইদের ঢেঁস্কেলে ধান এলাতে যাচ্ছি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) ১ আলুলায়িত; শিথিল; এলো (এলানো খোঁপা এলিয়ে ভেঙে দিলো হাত দিয়ে-হুমায়ুন কবীর)। ২ ক্লান্ত; অবসন্ন। এলে দেওয়া (ক্রিয়া) ১ আলগা করে দেওয়া; ছড়িয়ে দেওয়া। ২ ভানার সময়ে ধান নেড়ে দেওয়া। ৩ শাসন শিথিল করা। {সংস্কৃত আকুল>আউল+বাংলা আরবি=আউলা>এলা+আনো=এলানো; অথবা, সংস্কৃত আলুলায়িত> আলুলা> বাংলা এলা+আনো}
- Bengali Word এলাহি , এলাহী , ইলাহি English definition [এলাহি, এলাহি, ইলাহি] (বিশেষ্য) আল্লাহ; খোদা; ঈশ্বর; God (ইলাহিরে অস্তুতি কহিলা বহুতর-সৈয়দ সুলতান)। □ ( বিশেষণ) বিরাট; বৃহৎ (এলাহি কাণ্ড কারখানা)। এলাহি কাণ্ড, এলাহি কারখানা, এলাহি ব্যাপার (বিশেষ্য) বিরাট ব্যাপার; মহা ধুমধাম (এই তো এলাহি ব্যাপার-মনোজ বসু)। এলাহি গজ (বিশেষ্য) সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত ৪১ অঙ্গুলি বা ৩৩ ইঞ্চি পরিমিত গজ। এলাহি জায়গা (বিশেষ্য) সুবিস্তৃত স্থান; বিস্তীর্ণ জায়গা (নিষিদ্ধ শহরের বিথরে এক এলাহি জায়গা-মনোজ বসু)। এলাহি ব্যাপার Þ এলাহি কাণ্ড। এলাহি সন (বিশেষ্য) সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত সাল। দীন-ই এলাহি (বিশেষ্য) আকবরের প্রবর্তিত একেশ্বরবাদ। {আরবি ইলাহী (আমাদের প্রভু) }
- Bengali Word এলুমিনিয়ম , অ্যালুমিনিয়ম English definition [অ্যালুমিনিয়াম্] (বিশেষ্য) শ্বেতবর্ণের হালকা ধাতু বিশেষ। {ইংরেজি aluminium}
- Bengali Word এলুয়া , এলুয়ে English definition [এলুয়া, এলুয়ে] (বিশেষণ) ১ এলোমেলো; খোলা (এক গোঁজা এলুয়ে খড়-মানিক রাজার গান )। ২ শিথিল; আলগা; সংলগ্ন। {সংস্কৃত আকুল > আউল +উয়া = আউলুয়া>এলুয়া; অথবা, সংস্কৃত আলুলায়িত>আলুলা> আউলা> এলা+বাংলা উয়া>}
- Bengali Word এলেকা English definition ⇒ এলাকা
- Bengali Word এলেঙ্গা , এলেংগা English definition [এলেঙ্গা] (বিশেষ্য) এক প্রকার মাছ। {সংস্কৃত এলঙ্গ + বাংলা আরবি}
- Bengali Word এলেম , এলম , ইলম , ইলিম (বিরল), ইলেম (বিরল) English definition [এলেম্, এল্ম্, ইল্ম্, ইলিম্, ইলেম্] (বিশেষ্য) বিদ্যা; জ্ঞান; বিজ্ঞান (আপনি এত কম ইলেম নিয়ে-ওহিদুল আলম)। এলেমদার (বিশেষ্য), (বিশেষণ) ১ বিদ্বান; জ্ঞানী; সুধী (পরে এ সেও, দেখা যাচ্ছে, অধিক এলেমদার-মনোজ বসু)। ২ অভিজ্ঞ; সুদক্ষ। এলেমবাজ (বিশেষণ ) ১ বিদ্বান; জ্ঞানী। ২ বুদ্ধিমান; সুচতুর। ৩ বিশেষজ্ঞ; কার্যকুশল। এলেম ভরা (বিশেষণ) (ব্যঙ্গার্থ) বিদ্যাদিগ্গজ; বিদ্যাবাগীশ; বিদ্যায় পূর্ণ (বগলে যার এলেম ভরা ‘ডি এল’ মারা পছন্দ আমার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। এলমে দীন (বিশেষ্য) ধর্মীয় জ্ঞান; ধর্ম শিক্ষা (এলমে দীনের পরিবর্তে এলমে দুনিয়ার উপর ঝুঁকিয়া পড়িল-কাজী ইমদাদুল হক)। এলমে দুনিয়া (বিশেষ্য) ব্যবহারিক জ্ঞান; সাংসারিক শিক্ষা। এলমে লাদুন্নি (বিশেষ্য) ঐশীজ্ঞান (এলমে লাদুন্নির ফয়েয হাসেল করিয়াছে-মুহম্মদ মনসুর উদ্দীন)। তালিব-ই-ইলম (বিশেষ্য) ছাত্র; বিদ্যার্থী। {আরবি ‘ইল্ম্ }