গ পৃষ্ঠা ১৭
- Bengali Word গাঁট্টাগোট্টা, গোঁট্টাগাট্টা English definition [গাঁট্টাগোট্টা, গোঁট্টাগাট্টা] (বিশেষণ) ১ খর্ব ও স্থূল অথচ বলিষ্ঠ দৃঢ় অস্তি গ্রন্থিযুক্ত। {গাঁট্টা (দ্বিরুক্তি)>}
- Bengali Word গাঁট্টী, গাট্টা English definition [গাঁট্টা, গাট্টা] (বিশেষ্য) মুঠি করা আঙুলের গাঁট বা তার দ্বারা আঘাত। গাট্টা মারা (ক্রিয়া ) বদ্ধ মুষ্টির গাঁট দ্বারা প্রহার করা; ঘুষি মারা (মাথার ওপর গাট্টা মারে-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>গাঁটা+টা; (তুলনীয়) (হিন্দী) গট্টা}
- Bengali Word গাঁঠ English definition ⇒ গাঁট
- Bengali Word গাঁঠরি, গাঁঠুরি English definition ⇒ গাঁটরি
- Bengali Word গাঁঠিয়া English definition ⇒ গাঁটিয়া
- Bengali Word গাঁত ১ English definition [গাঁত্] (বিশেষ্য) গাত্র (শুনিতে তাহারি বাত, পুলকে ফুরায়ে গাঁত-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>}
- Bengali Word গাঁত ২ English definition [গাঁত্] (বিশেষ্য) গাঁট; ট্যাঁক। গাঁতের মাল (বিশেষ্য) চোরাই মাল (গাঁতের মাল লইয়া হজম করিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি}
- Bengali Word গাঁতা ১, গাঁদা English definition [গাঁতা, গাঁদা] (বিশেষ্য) মছের ঘাড় এবং কোল বা পেটির মাঝের অংশ; মাছের পৃষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
- Bengali Word গাঁতা ২ English definition [গাঁতা] (বিশেষ্য) ১ কৃষকদের পরস্পর শ্রম বিনিময়ে চাষাবাদের ব্যবস্থা (মোরা গাঁতা দিতি তো নারাজ নই- দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন}
- Bengali Word গাঁতি ১ English definition [গাঁতি] (বিশেষ্য) ১ অল্প জোত-জমা (গাঁতিও যায় যায় হয়েছে-দীনবন্ধু মিত্র)। ২ এক কর্ম সম্পাদনে বহুলোকের সম্মেলন; guild। ৩ শ্রেণি; দল। গাঁতিদার (বিশেষ্য) জোতদার; জোত-জমার মালিক (বরের পিতা ও অঞ্চলের নাকি বড় গাঁতিদার-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি; (তুলনীয়) (হিন্দী) গাঁয়ৎ, গৈঁতি}
- Bengali Word গাঁতি ২ English definition ⇒ গাঁইতি
- Bengali Word গাঁথন English definition [গাঁথোন্] (বিশেষ্য) ১ গাঁথা; বিন্যাস; রচা (বেণী গাঁথন)। ২ গঠন; প্রস্তুতকরণ; নির্মাণ। ৩ মালা; হার (আসবি তোরা গন্ধরাজের গাঁথন নিয়ে হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ইষ্টকাদির উপর্যুপরি স্থাপন; (গৃহ) গ্রন্থন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন}
- Bengali Word গাঁথনি, গাঁথুনি English definition [গাঁথ্নি, গাঁথুনি] (বিশেষ্য) ১ ইষ্টকাদি দ্বারা গৃহনির্মাণ; গ্রন্থন (কী পাথরের গাঁথনিই গাঁথলে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ইষ্টকাদি ও কাদা সিমেন্ট ইত্যাদি মসলা বিন্যাসের পদ্ধতি (সুদৃঢ় গাঁথনি)। ৩ রচনা; বিশেষ প্রণালিতে স্থাপন; বিন্যাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন+(বাংলা) ই}
- Bengali Word গাঁথা English definition [গাঁথা] (ক্রিয়া) ১ নিয়মমতো পর পর সন্নিবেশপূর্বক রচনা বা নির্মাণ করা। ২ রচনা, প্রস্তুত বা নির্মাণ করা। ৩ চিরকাল স্থায়ী হওয়া (মনে গাঁথা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রন্থ্>(বাংলা) √গাঁথ্+আ}
- Bengali Word গাঁথুনি English definition ⇒ গাঁথনি
- Bengali Word গাঁদা, গেঁদা, গেন্দা English definition [গাঁদা, গ্যাঁদা, গ্যান্দা] (বিশেষ্য) এক প্রকার ফুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেন্দুক>}
- Bengali Word গাঁদাল, গাঁধাল English definition [গাঁদাল্, গাঁধাল্] (বিশেষ্য) ঔষধ তৈরির কাজে ব্যবহৃত এক প্রকার দুর্গন্ধ লতা; গন্ধভাদাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধালী}
- Bengali Word গাঁদি, গাদি English definition [গাঁদি, গাদি] (বিশেষ্য) ১ রাশি; গাদি; স্তূপ। ২ বহু বস্তুর একত্র অবস্থিতি (দোকান-পসারের গাঁদি- খগেন্দ্রনাথ মিত্র)। ৩ ভিড়। {(বাংলা) গাদা+ই}
- Bengali Word গাঁধাল English definition ⇒ গাঁদাল
- Bengali Word গাঁধি English definition ⇒ গান্ধি