গ পৃষ্ঠা ১৪
- Bengali Word গর্ব, গরব English definition [গরবো, গরোব্] (বিশেষ্য) ১ অহংকার; তকব্বরি; আত্মশ্লাঘা; দর্প। ২ বড়াই; জাঁক। ৩ গৌরব; গর্বের বস্তু; মহিমা (তোমারি গরবে গরবিনী হাম-জ্ঞানদাস)। গর্বান্ধ (বিশেষণ) অতি গর্বে শোভনতাবোধশূন্য। গর্বিত, গরবিত, গর্বী (-বিন্) ( বিশেষণ) অহংকারী; দর্পযুক্ত। গর্বিতা, গর্বিণী, গরবিনী (স্ত্রীলিঙ্গ)। গর্বোজ্জ্বল (বিশেষণ) গৌরবে উদ্ভাসিত; মহিমায় দীপ্ত। গর্বোদ্ধত (বিশেষণ) দাম্ভিক; অহংকারমত্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্ব্+অ(ঘঞ্), গর্ব>(মধ্য স্বরাগমে) গরব}
- Bengali Word গর্ভ English definition [গরভো] (বিশেষ্য) ১ ভিতর; মধ্য (শূন্যগর্ভ)। ২ তলদেশ (নদীগর্ভ)। ৩ উদর; জঠর; গর্ভাশয় (মাতৃগর্ভ)। ৪ ভ্রূণ; জঠরস্থ সন্তান (গর্ভপাত)। ৫ অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)। গর্ভকেশর (বিশেষ্য) (উদ্ভিদ.) পুষ্পের ভিতরের কেশর; এর নিচে বীজকোষ অবস্থিত। গর্ভকোষ (বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভাশয়; জরায়ু। গর্ভগৃহ (বিশেষ্য) ১ ভিতরে অবস্থিত ঘর। ২ আঁতুড়ঘর; সূতিকাগৃহ। গর্ভচ্যুত (বিশেষণ) গর্ভ থেকে নিঃসৃত। গর্ভজ (বিশেষণ) গর্ভে উৎপন্ন; গর্ভে প্রসূত। গর্ভতন্তু ( বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভকেশরের উপরিস্থিত দীর্ঘ সূত্রবৎ অংশ। গর্ভদাস (বিশেষ্য) ক্রীতদাসীর গর্ভে উৎপন্ন পুত্র; খানাখাদ (তারা .....ক্রীতাদাস না হলেও যে গর্ভদাস-প্রথম চৌধুরী)। গর্ভদাসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। গর্ভ দোহদ (বিশেষ্য) সাধ; গর্ভকালে গর্ভিণীর যে সকল বস্তু খেতে ইচ্ছা হয়। গর্ভ ধারণ (বিশেষ্য) জঠরে সন্তান আসা; অন্তঃসত্ত্বা হওয়া। গর্ভধারিণী (বিশেষ্য) জননী; মাতা; মা। গর্ভ নাড়ি (বিশেষ্য ) গর্ভস্থ শিশুর নাভি থেকে যে নাড়ি ফুলের সঙ্গে যুক্ত থাকে; umbilical cord। গর্ভনিঃসৃত (বিশেষণ) গর্ভচ্যুত; গর্ভ থেকে নির্গত। গর্ভপাত (বিশেষ্য) ১ অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভ থেকে নিঃসরণ; গর্ভস্রাব। ২ ভ্রূণ হত্যা। গর্ভপাতক (বিশেষণ) ঔষধাদি দ্বারা গর্ভ নষ্টকারী; ভ্রূণ হত্যাকারী। গর্ভপাতন (বিশেষ্য) কৃত্রিম উপায়ে গর্ভনাশ। গর্ভবতী (বিশেষ্য) অন্তঃসত্ত্বা; যে নারীর গর্ভে সন্তান আছে; গর্ভিণী। গর্ভবাস (বিশেষ্য) মাতৃজঠরে অবস্থান। গর্ভমাস (বিশেষ্য) সন্তান ধারণের প্রথম মাস। গর্ভমোচন (বিশেষ্য) সন্তান প্রসব। গর্ভ যন্ত্রণা (বিশেষ্য) ১ গর্ভধারণের কষ্ট। ২ ((আলঙ্কারিক)) নিদারুণ যন্ত্রণা (সব চেয়ে গর্ভযন্ত্রণা যাওয়ার দিকে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না -সৈয়দ মুজতবা আলী)। গর্ভযুতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গর্ভযুক্তা; গর্ভবতী (পুরুষ ‘দিবা’র ঔরসে গো ‘রাত্রি’ নাকি গর্ভযুতা-(কাজী নজরুল ইসলাম))। গর্ভ লক্ষণ ( বিশেষ্য) গর্ভবতী হওয়ার চিহ্ন; গর্ভে সন্তান ধারণের চিহ্ন। গর্ভ সঞ্চার, গর্ভ সংক্রমণ (বিশেষ্য) গর্ভে সন্তানের জন্ম বা উৎপত্তি; গর্ভাধান; গর্ভোৎপত্তি। গর্ভ সময়, গর্ভ কাল (বিশেষ্য) ঋতুস্নানের পর পুরুষসঙ্গমকাল; গর্ভধারণকাল। গর্ভস্রাব (বিশেষ্য) ১ গর্ভপাত (কাহারও কন্যা হইয়াছে, এবং কাহর গর্ভস্রাব হইয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ভ্রূণহত্যা। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অকালকুষ্মাণ্ড; অপদার্থ। গর্ভাগার (বিশেষ্য) ১ আঁতুড়ঘর। ২ ভিতরের ঘর বা অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক (বিশেষ্য) নাটকের অঙ্কের মধ্যস্থ অংশ বা দৃশ্য। গর্ভাধান (বিশেষ্য) ১ সন্তানোৎপাদন। ২ গর্ভবতী হওয়ায় যে সংস্কার করা হয়। গর্ভাশয় (বিশেষ্য) গর্ভস্থ সন্তানের থাকবার স্থান; জরায়ু; uterus। গর্ভিণী (বিশেষ্য) গর্ভবতী; অন্তঃসত্ত্বা; পোয়াতি। গর্ভিত (বিশেষণ) ১ গর্ভবতী হয়েছে যে নারী; গর্ভযুক্ত। ২ পূর্ণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ভ(ঘন্)}
- Bengali Word গর্মি English definition ⇒ গরমি
- Bengali Word গর্হণ, গর্হণা, গর্হা English definition [গরহোন্, গরহোনা, গর্হা] (বিশেষ্য) ১ দোষারোপ; নিন্দা; অপবাদ; বদনাম। ২ তিরস্কার; ভর্ৎসনা। গর্হিত ( বিশেষণ) ১ অতীব দূষণীয় বা নিন্দনীয়; অবৈধ। ২ কুৎসিত; মন্দ; জঘন্য। গর্হ্য (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্হ্+অন(ল্যুট্); +আ; √গর্হ্+অ+আ(টাপ্) = গর্হা}
- Bengali Word গল English definition [গল্] (বিশেষ্য) ১ গলা; কণ্ঠদেশ। ২ গলদেশ। গল কম্বল (বিশেষ্য) গো মহিষাদির কণ্ঠবিম্নস্থ লম্বমান মাংসপিণ্ড। গলগণ্ড (বিশেষ্য) গলদেশের মাংসস্ফীতি রোগ। গলগ্রহ (বিশেষ্য) ১ অনভিপ্রেত বোঝা; অনীপ্সিত ভার বা দায়িত্ব। ২ ((আলঙ্কারিক)) পরের উপর ভারস্বরূপ। ৩ যে দায়িত্ব অনিচ্ছা সত্ত্বেও প্রতিপালনীয়; অনিচ্ছাপূর্বক যার ভার নিতে হয়। গলদেশ (বিশেষ্য) গলা; কণ্ঠদেশ। গলনালি (বিশেষ্য) কণ্ঠনালি; অন্ননালির উপরে মুখের ঠিক পিছনে নলাবৃতি দেহাংশ। গলবস্ত্র (বিশেষণ) গলায় বস্ত্র দিয়ে বিনয়; গললগ্নীকৃত বস্ত্র। গলরজ্জু (বিশেষ্য) গলায় স্থাপিত দড়ি; ফাঁস। গললগ্ন (বিশেষণ) ১ কণ্ঠে জড়ানো; গললগ্নীকৃত (গললগ্ন বসনে তদীয় চরণে প্রণাম করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২(ব্যঙ্গার্থ) কণ্ঠসংলগ্ন; কণ্ঠলীন বা গলায় ঝুলে থাকা অবস্থা (যেন-তেন প্রকারেণ পুরুষের গললগ্ন হওয়া-প্রথম চৌধুরী)। গললগ্নীকৃত (বিশেষণ) গলায় লাগানো; কণ্ঠে সংলগ্ন করা হয়েছে এমন। গললগ্নীকৃত বাস ( বিশেষণ) ১ হিন্দু সমাজে প্রার্থনাকালে বিনয় প্রকাশার্থ বা দীনতা প্রকাশে যে নিজ কণ্ঠে বস্ত্র জড়িয়েছে। ২ অতি বিনীত বা নিতান্ত নত। গলস্তনী, গলেস্তনী (বিশেষ্য) ছাগী। গলহস্ত (বিশেষ্য) অর্ধচন্দ্র; গলায় হাত দিয়ে বের করে দেওয়া; গলাধাক্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+অ(ঘ)}
- Bengali Word গলই English definition ⇒ গলুই
- Bengali Word গলকম্বল English definition ⇒ গল
- Bengali Word গলখেসিয়া, গলখেস্যে English definition [গল্খেশিয়া; গল্খেশ্শে] (বিশেষ্য) ১ এক প্রকার সাদা রঙের মেঠো ফুল। ২ দ্রোণপুষ্প। {আঞ্চলিক }
- Bengali Word গলগনালি, গলবস্ত্র, গলরজ্জু, গললগ্ন, ইত্যাদি English definition ⇒ গল
- Bengali Word গলগল English definition [গল্গল্] (অব্যয়) তরল পদার্থ অবিরল ধারায় পড়ার ভাবপ্রকাশক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গলত English definition ⇒ গলদ
- Bengali Word গলতি, গলতী English definition [গোল্তি] (বিশেষ্য) ভুল; দোষ; ত্রুটি। □ (বিশেষণ) ফাঁক আছে এমন; ত্রুটিপূর্ণ; গলদভরা (এমন সব গলতী মামলায় আমি হাত দি না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) )। {(আরবি) গলত}
- Bengali Word গলদ, গলত, গলৎ English definition [গলোদ্, গলত্, গলৎ] (বিশেষ্য) ভুল; দোষ; ত্রুটি; অপরাধ (ধর্মের ছদ্মবেশে যে সব গলদ শিকড় গাড়িয়া বসিয়াছিল জাতির জীবনে-বেগম শামসুন্নাহার মাহমুদ; কাহারও পক্ষে এই গলৎগুলি ধরিতে পারা সম্ভবপর নহে-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ; এমন একটা গলৎ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) গলত}
- Bengali Word গলদা English definition [গল্দা] (বিশেষ্য) বৃহদাকার চিংড়ি মাছবিশেষ। □ (বিশেষণ) মোটা; স্থূল (গলদা চেহারা)। {আঞ্চলিক}
- Bengali Word গলদেশ English definition ⇒ গল
- Bengali Word গলদ্ঘর্ম English definition [গলোদ্ঘর্মো] (বিশেষ্য) দেহ থেকে ঘাম ঝরছে বা বিগলিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গলৎ+ঘর্ম}
- Bengali Word গলন English definition [গলোন্] (বিশেষ্য) ১ গলে যাওয়া; দ্রব হয়ে যাওয়া। ২ নিষ্ক্রান্ত বা নির্গত হওয়া। গলনীয় (বিশেষণ) গলনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+অন(ল্যুট্)}
- Bengali Word গলা ১ English definition [গলা] (বিশেষ্য) ১ কণ্ঠ; ঘাড়ের উল্টা দিক; গ্রীবার বিপরীত দিকে অবস্থিত অংশ। ২ ঘাড়; গ্রীবা। ৩ টুঁটি। ৪ কণ্ঠস্বর (মোটা গলা)। ৫ কণ্ঠের সুর (গানের গলা)। ৬ কণ্ঠস্বরের সামর্থ্য বা যোগ্যতা (গলা আছে বটে)। গলা কাটা (বিশেষ্য), (ক্রিয়া) ১ দেহ থেকে মুণ্ড বিচ্ছিন্ন করা। ২ ভীষণ প্রবঞ্চনা করা; বড় ধরনের ঠকানো। □ (বিশেষণ) গলা কাটে এমন। গলা কাটা দর (বিশেষ্য) অত্যধিক মূল্য। গলা খাঁকারি দেওয়া (ক্রিয়া) নিজের উপস্থিতি বা বক্তব্য জানাবার জন্য গলার ভিতর থেকে ‘খকর’ ‘খকখক’ এ ধরনের শব্দ করা। গলা খাসকি (বিশেষ্য) গলাখাঁকারি (সরকার সাহেব গলা খাসকি দিতে দিতে...চলিতে লাগিলেন- আবুল মনসুর আহমদ)। গলা খুসখুস (বিশেষ্য) গলার মধ্যে এমন অনুভূতি যাতে কাশির উদ্রেক হয়। গলা গলি (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ঘনিষ্ঠ বা আন্তরিকভাবে। গলা ঘড়ঘড় (বিশেষ্য) গলায় শ্লেষ্মা জমার ফলে ঘড় ঘড় শব্দ। গলা চাপা (ক্রিয়া) ১ কণ্ঠস্বর নিচু করা। ২ শ্বাসরোধ করা। গলাচিপা (ক্রিয়া) গলা চেপে ধরা। □ (বিশেষণ) সরু গলাবিশিষ্ট। গলা ছাড়া (ক্রিয়া) কণ্ঠস্বর উঁচু করা। গলাজল (বিশেষ্য) গলা পর্যন্ত ডোবে এরূপ পানি। (ছেলে বেলায় যে রকম গলজল ঠেলে ঠেলে খাল পেরুতুম-সৈয়দ মুজতবা আলী)। গলা টিপলে দুধ বেরোয়-নিতান্ত শিশু বা অল্পবয়স্ক; অজ্ঞ; জ্ঞানহীন। গলা ঠাণ্ডা কার্য (বিশেষ্য) মদ্যপান (স্বহস্তে ঢালিয়া, গলাঠাণ্ডা কার্য মনোমত সমাধান করিয়া গদগদ সুরে বলিলেন-মীর মশাররফ হোসেন)। গলাধাক্কা (বিশেষ্য) ১ গলহস্ত; অর্ধচন্দ্র; গলদেশে হাত দিয়ে ধাক্কা; ঘাড় ধাক্কা। ২ ((আলঙ্কারিক)) অপমান করে দূরীকরণ; বিতাড়ন। গলবন্ধ (বিশেষ্য) গলায় ঠাণ্ডা না লাগার জন্য ব্যবহৃত দীর্ঘ ও অল্প প্রস্থবিশিষ্ট মোটা বস্ত্রখণ্ড; কম্ফর্টার। গলা বসা (ক্রিয়া) গলার স্বর অস্ফুট বা অস্পষ্ট হয়ে যাওয়া। গলা বাঁচানো (ক্রিয়া) প্রাণ বাঁচানো। গলাবাজি (বিশেষ্য) ১ হাঁকডাক; চিৎকার। ২ (ব্যঙ্গার্থ) বক্তৃতা বা বাগ্মিতা। গলা ভাঙা (বিশেষ্য ), (ক্রিয়া) স্বরভঙ্গ বা স্বরবিকৃতি হওয়া। গলাযোগ (বিশেষ্য) যোগদান বা বক্তব্য সংযোগ (আপনারা দেশি-বিলেতি সংগীত নিয়ে যে বাদানুবাদের সৃষ্টি করেছেন সে গোলযোগে আমি গলাযোগ করতে চাই-প্রথম চৌধুরী)। গলায় আঁকশি দেওয়া ( ক্রিয়া) জোর করে টেনে আনা অর্থাৎ কোনো কাজ করতে বা পাওনা মিটাতে বাধ্য করা। গলায় আঙুল দেওয়া (ক্রিয়া) জোর করে পাওনা আদায় করা। গলায় গলায় (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ঘনিষ্ঠ বা নিবিড় (গলায় গলায় ভাব)। গলায় গলায় পিরিত-বেশি মাত্রায় প্রণয় বা প্রীতি। গলায় গাঁথা/পড়া (ক্রিয়া) গলগ্রহ বা অনভিপ্রেত বোঝা হওয়া। গলায় গামছা দেওয়া (ক্রিয়া) প্রচণ্ড অপমান এবং জবরদস্তি করে বাধ্য করা। গলায় ছুরি দেওয়া (ক্রিয়া) বড় রকমের ঠকানো বা প্রবঞ্চনা করা। গলায় দড়ি (বিশেষ্য ) অত্যন্ত অন্যায় বা পাপ কার্যের জন্য মৃত্যুই প্রাপ্য শাস্তি এরূপ ধিক্কার ও তীব্র ভর্ৎসনাসূচক উক্তি। গলায় পড়া (ক্রিয়া) অপরকে দায়বদ্ধ করা (সেখানে আহারের ব্যবস্থা উত্তম, সেখানে গলায় পড়িতে নারাজ নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গলায় পা দেওয়া (ক্রিয়া) অত্যাচার বা জবরদস্তি করা। গলায় লাগা (ক্রিয়া) ১ গলায় প্রবিষ্ট না হওয়া; গলাধঃকরণ না হওয়া। ২ ভুক্ত বস্তু গলায় আটকে শ্বাস রোধের উপক্রম। ৩ ওল, কচু ইত্যাদি খাওয়ার ফলে গলা কুটকুট করা। গলাভারী (বিশেষ্য) গভীর কণ্ঠস্বর বা সুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দী) গলা}
- Bengali Word গলা ২ English definition [গলা] (ক্রিয়া) ১ গলে যাওয়া; তরল বা দ্রবীভূত হওয়া (বরফ গলা)। ২ সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে কোনো প্রকারে বের হওয়া (হাত দিয়ে পানি গলা)। ৩ অভিভূত বা বিহ্বল হওয়া (আনন্দে গলে যাওয়া)। ৪ কোনো কিছু ফেটে নিঃসৃত হওয়া (ফোঁড়া গলা)। ৫ কোনো রকমে ঢোকা (দরজায় মাথা গলানো)। ৬ সিদ্ধ হওয়া; নরম হওয়া (ভাত বা ডাল গলা)। ৭ আর্দ্র হওয়া; ভেজা (মন গলা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ ( বিশেষণ) ১ গলিত; তরলায়িত; দ্রবীভূত। ২ জীর্ণ; পরিপক্ব। ৩ অতিশয় নরম হয়ে যাওয়া; ফেটে যাওয়া। ৪ পচা। গলানো (ক্রিয়া) ১ তরল করা; গলানো। ২ সংকীর্ণ পরিসরের মধ্য দিয়ে চালনা বা প্রেরণ করা (জানালা দিয়ে শরীর গলানো)। ৩ আর্দ্র বা তুষ্ট করানো; ভুলানো (কথায় গলানো) । ৪ ঢোকানো; প্রবেশ করানো; পরানো (সুচে সুতা গলানো)। ৫ পরা; পরিধান করা (গায়ে জামা গলানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ (বাংলা) আ}
- Bengali Word গলাধঃকরণ English definition [গলাধোক্করোন্] (বিশেষ্য) ১ গিলে ফেলা; গেলা। ২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। ৩ পান। ৪ পরিপাক; হজম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্)}