গ পৃষ্ঠা ১৫
- Bengali Word গলাসি English definition [গলাশি] গলবন্ধন রজ্জু; গলারশি (একটি গলাসি দেওয়া কাচের দোয়াত-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গলরশ্মি>গলর্সি>গলাসি}
- Bengali Word গলি English definition [গোলি্] (বিশেষ্য) সংকীর্ণ চলাচলের পথ। গলি ঘুঁজি, গলিঘুচি, গলিকুচ, গলিকুচা (বিশেষ্য) ১ অতি অপ্রশস্ত পথ ও তার নানা বাঁক বা শাখা-প্রশাখা (প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলিঘুঁজি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুর্গম ও অপ্রশস্ত স্থানসমূহ। ৩ অলিগলি (বিধবা ভগিনীকে মহানগরী কলিকাতা দেখাইয়া, গলিকুচ, বড় রাস্তা, যাদুঘর দেখাইয়া-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>; (তুলনীয়) (হিন্দী) গলী}
- Bengali Word গলিজ, গলীয English definition [গোলিজ্] (বিশেষণ) ১ নোংরা। ২ দুর্গন্ধময়। ৩ পচা; মড়া; বিকৃত (গলিজ আবর্জনায় ত্যক্ত ফিরে পায় মানবতা- ফররুখ আহমদ)। {(আরবি) গলীজ }
- Bengali Word গলিত English definition [গোলিতো] (বিশেষণ) ১ গলে গিয়েছে এমন; দ্রবীভূত; তরলিত। ২ তরল; গলা; নরম। ৩ জীর্ণ; বার্ধক্যপীড়িত; ক্ষয়প্রাপ্ত (গলিত পর্যুদস্ত)। ৪ শিথিল; ঢিলা; আলগা; শ্লথ; লোল (গলিত দেহ)। ৫ স্কলিত; নিঃসৃত; গলছে এমন (গলিত কুষ্ঠ)। গলিত কুষ্ঠ (বিশেষ্য) যে ভয়ানক কুষ্ঠ রোগে অঙ্গ-প্রত্যঙ্গ পচে গলে পড়ে। গলিত দন্ত (বিশেষণ) ১ বয়ঃপ্রভাবে দন্তসমূহ ক্ষয়প্রাপ্ত হয়েছে এমন। ২ অতিবৃদ্ধ (অবশেষে গলিতদন্ত খালিত মুনি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ত(ক্ত)}
- Bengali Word গলীয English definition ⇒ গলিজ
- Bengali Word গলুই, গলই, গোলুই English definition [গোলুই, গলোই, গোলুই] (বিশেষ্য) নৌকার উভয় প্রান্তের সরু অংশ। নৌকার যে প্রান্ত অপেক্ষাকৃত নিচু তাকে পাছা-গলুই এবং যে প্রান্ত অপেক্ষাকৃত উঁচু তাকে আগা-গলুই বলে (সোনার দাঁড় পবনের বৈঠা পঙ্খী নাওখানা; চন্দ্র সূরুয গোলই ভরি ফুল ছড়াইত জোছনা-(জসীমউদ্ দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}
- Bengali Word গলেস্তনী English definition ⇒ গল
- Bengali Word গল্প, গপ্পো English definition [গল্পো, গপ্পো] (বিশেষ্য) ১ কাহিনী; উপকথা; ক্ষুদ্র উপন্যাস। ২ কথাবার্তা; আলাপ। ৩ গালগল্প (সৃষ্টি-ছাড়া গপ্পো করি -(কাজী নজরুল ইসলাম))। গল্প গুজব (বিশেষ্য) আলাপ-সালাপ বা গালগল্প; নানাবিধ কথাবার্তা। গল্প সল্প, গপসপ (বিশেষ্য) গালগল্প; আলাপ-আলোচনা (মানুষের সাথে গপসপ করতে ভালবাসেন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। গল্পে, গপ্পে (বিশেষণ) ১ গল্পকারী; গল্পবাজ। ২ মজলিসি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জল্প>}
- Bengali Word গল্লা English definition [গল্লা] শস্য। {(আরবি) গিল্লাহ্ }
- Bengali Word গলৎ ১ English definition [গলত্] (বিশেষণ) গলছে এমন; স্রবমাণ। গলদশ্রু (বিশেষণ) ক্রামগত অশ্রু ঝরছে বা বিগলিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+অৎ(শতৃ)}
- Bengali Word গলৎ ২ English definition ⇒ গলদ
- Bengali Word গশগশ English definition ⇒ গসগস
- Bengali Word গশ্ত English definition [গশ্তো] (বিশেষ্য) রোদ; টহল; ভ্রমণ। {(ফারসি) গাশ্ত}
- Bengali Word গসগস, গশগশ English definition [গশ্গশ্] (অব্যয়) চাপা রাগের ভাব-প্রকাশক; অপ্রকাশিত ক্রোধের উত্তেজিত ভাব প্রকাশিত শব্দ (রাগে তখন আমার শরীর গশগশ করত -(কাজী নজরুল ইসলাম))। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গস্ত English definition [গস্তো] (বিশেষ্য) ১ বেড়ানো; ভ্রমণ। ২ (হাটে বাজারে) ভ্রমণ করে নানা জিনিস ক্রয়। গস্তবেনে (বিশেষ্য) ১ হাট বাজারে ঘুরে দ্রব্যাদি ক্রয় করে যে ব্যবসায়ী বা বণিক (বেণের মতো বেণে পাইল না..... গস্তবেণে মস্তবেণে সকল বেণের দুয়ারেই দেখিল- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ফেরিওয়ালা। {(ফারসি) গাশ্ত্ }
- Bengali Word গস্তানি English definition [গস্তানি] (বিশেষ্য) কুলটা নারী; বেশ্যা; গণিকা (কুটিনী গস্তানী বড় যে মাস্তানী-ভারতচন্দ্র রায় গুণাকর; গস্তানি বিটী বলে কি-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) গাশ্তন্ }
- Bengali Word গস্তিদার English definition [গোস্তিদার্] (বিশেষ্য) সস্তা দরে মাল খরিদের জন্য যে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। {(ফারসি) গাশ্ত্দার }
- Bengali Word গহন English definition [গহোন্] (বিশেষণ) ১ গভীর; ঘন (গহন বিপিন মাঝে তাকাই একান্ত-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম; যে স্থানে গমন কষ্টসাধ্য। ৩ দুর্বোধ; দুর্ভেদ্য; দুরধিগম্য; দুরূহ। ৪ গহীন; অতলস্পর্শ। □বি ১ বনানী; অরণ্য (পুত্রক খুঁজিতে গেলা নজদ গহনে-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম গভীর বা অতি সংগোপন স্থান (মনের গহনে তোমার মুরতিখানি-গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্+অন(ল্যুট্)}
- Bengali Word গহনা ১, গয়না ১ English definition [গহোনা; গয়্না] (বিশেষ্য) অলংকার; ভূষণ। গহনাগাঁটি, গহনাপত্র ( বিশেষ্য) নানাবিধ অলংকার ও অনুরূপ দামি জিনিস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রহণ>; (তুলনীয়) (হিন্দী) গহ্না}
- Bengali Word গহনা ২, গয়না ২, গহনার নৌকা, গয়নার নৌকা English definition [গহোনা, গয়্না,.....] নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী বড়ো নৌকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গহ্+অন(ল্যুট্)+(বাংলা) আ}