গ পৃষ্ঠা ১৮
- Bengali Word গাঁভার English definition [গাঁভার্] (বিশেষণ) গোঁয়ার (গাঁভারের হাতে পাছে হও পেরেশনি-সৈয়দ হামজা)। {(প্রাকৃত) গমার>(হিন্দী) গাঁওয়ার>}
- Bengali Word গাঁড় ১ (অশিষ্ট) English definition [গাঁড়্] (বিশেষ্য) ১ যোনি। ২ পায়ু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ত>(প্রাকৃত) গড্ড>; (হিন্দী) গাড়}
- Bengali Word গাঁড় ২ English definition [গাঁড়্] (বিশেষ্য) ফোঁড়া। রাজগাঁড়া (বিশেষ্য) পেটের ভিতরকার ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড> (প্রাকৃত) গংড}
- Bengali Word গাং, গাঙ, গাঙ্গ ১, গাঙিনী English definition [গাঙ্, গাঙ, গাঙ্গ্, গাঙিনি] (বিশেষ্য) নদী; তটিনী (জীবনের মরা গাঙে আনো আজি নবীন জোয়ার-আজহারুল ইসলাম; শূন্য যখন গাঙিনীর তীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। গাংচিল ( বিশেষ্য) নদী পুকুর ইত্যাদির উপরে বিচরণকারী চিলবিশেষ। গাংদাড়া (বিশেষ্য) বকঠুটো মাছ; কাখিলা মাছ; লম্বা ঠোঁটবিশিষ্ট মৎস্যবিশেষ। গাংশালিক (বিশেষ্য) নদী-তীরবাসী শালিক পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা>}
- Bengali Word গাই English definition (বিশেষ্য) গরু; গাভী। গাইগরু (বিশেষ্য) গাভী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গবী>গঈ>গাই}
- Bengali Word গাইকোয়াড়, গাইকোয়ার English definition ⇒ গায়কোয়ার
- Bengali Word গাইডবুক English definition [গাইড্বুক্] (বিশেষ্য) পথ-পরিচয় ও বিভিন্ন নির্দেশাদি সম্বলিত পুস্তক-পুস্তিকা বিশেষ (যাত্রীদের জন্য একটা গাইডবুক পর্যন্ত রচনা করার অভিসন্ধি আমার নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) guide-book}
- Bengali Word গাইয়ে English definition [গাই্য়ে] (বিশেষণ) গান করে এমন; গায়ক; গীতকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+(বাংলা) ইয়ে}
- Bengali Word গাউন English definition [গাউন্] (বিশেষ্য) ১ ইউরোপীয় স্ত্রীলোকের সেমিজ জাতীয় পরিচ্ছদ। ২ আপাদবিলম্বী আলখাল্লা জাতীয় পরিচ্ছদবিশেষ (উকিলের গাউনের মতো এসব বস্তু যত পুরনো হয় ততই যে খানদানী-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) gown}
- Bengali Word গাউস English definition ⇒ গওস
- Bengali Word গাওনা English definition [গাওনা] (বিশেষ্য) গান; পেশাদার গায়কের গান; গানের মুজরো (পাওনা-দেনার গদিতে আজ গাওনা চলে দিল-খোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+(বাংলা) অনা}
- Bengali Word গাওরা English definition ⇒ গাওড়া
- Bengali Word গাওড়া, গাওরা English definition [গাওড়া, গাওরা] (বিশেষ্য) বনবিড়াল (শিয়াল গাওরা দেখে ডরাবে-ইব্রাহীম খাঁ , প্রিন্সিপাল)। {আঞ্চলিক}
- Bengali Word গাওয়া ১ English definition [গাওয়া] (বিশেষ্য) ১ সাক্ষী; প্রত্যক্ষদর্শী। ২ সাক্ষ্য (অন্ততঃ তিনজন গাওয়া না দিলে ..... বিশ্বাস করতে নাই -মুহম্মদ মনসুরউদ্দীন)। {(ফারসি) গারাহ্ }
- Bengali Word গাওয়া ২ English definition [গাওয়া] (বিশেষণ) গোদুগ্ধে জাত; গব্য (গাওয়া ঘি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গব্য>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গো+(বাংলা) ওয়া)}
- Bengali Word গাওয়া ৩, গাহা English definition [গাওয়া, গাহা] (ক্রিয়া) ১ গান করা। ২ মহিমা কীর্তন করা বা প্রশংসা করা। ৩ প্রচার করা (নিন্দা গাওয়া)। ৪ ছন্দোবন্ধে বর্ণনা করা (গাইব মা বীর-রসে ভাসি-মাইকেল মধুসূদন দত্ত)। □ ( বিশেষণ) গীত (গাওয়া গান)। □ (বিশেষ্য) গান; সংগীত (গাওয়া শেষ হয়ে গেছে)। {(বাংলা) √গাহ্+আ}
- Bengali Word গাওয়ানো English definition [গাওয়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা গান করানো। {(বাংলা) √গাহ্+আনো}
- Bengali Word গাওয়াল English definition [গাওয়াল্] (বিশেষ্য) ফেরি; হেঁটে হেঁটে জিনিসপত্র বিক্রয় করানো (সারা দিন গাওয়াল করি সন্ধ্যা হৈল পরে-( জসীমউদ্দীন))। {(বাংলা) √গাহ্+আল; (তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম>গাঁও>গাও+আল}
- Bengali Word গাগরি, গাগরী, গাগরা English definition [গাগোরি, গাগরী, গাগ্রা] (বিশেষ্য) ঘড়া; কলস; কলসি (জরিদার নাগরা পায়ে গাগ্রা কাঁখে-(কাজী নজরুল ইসলাম); গাগরি ভরিয়া এনেছি গো অমৃত বারি-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্গরী>(প্রাকৃত) গগ্গরী}
- Bengali Word গাঙ, গাঙিনী, গাঙ্গ ১ English definition ⇒ গাং