গ পৃষ্ঠা ২০
- Bengali Word গাত (ব্রজবুলি) English definition [গাত্] (বিশেষ্য) গাত্র; শরীর; গতর; দেহ (ধরণী হইলে মঝু গাত-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
- Bengali Word গাতব্য English definition [গাতব্বো] (বিশেষণ) গীতযোগ্য; গণনের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+তব্য}
- Bengali Word গাতা (-তৃ) English definition [গাতা] (বিশেষণ) গান করে এমন; গায়ক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+তৃ(তৃচ্)}
- Bengali Word গাত্র English definition [গাত্ত্রো] (বিশেষ্য) ১ শরীর; গা; দেহ; অঙ্গ। ২ পার্শ্বদেশ; উপরিভাগ বা বহির্ভাগ (পর্বতগাত্র)। গাত্র কণ্ডূয়ন ( বিশেষ্য) গা চুলকানো। গাত্র জ্বালা, গাত্র দাহ (বিশেষ্য) ১ গায়ে জ্বালা বা দাহ। ২ ((আলঙ্কারিক)) ঈর্ষা ক্রোধ ইত্যাদি মানসিক ভাব; হিংসা বিরক্তি ইত্যাদি মনোভাব। গাত্র-মার্জনী (বিশেষ্য) যা দ্বারা গাত্র মার্জনা করা হয়; গাত্র মার্জনা কার্যে ব্যবহৃত গামছা তোয়ালে ইত্যাদি। গাত্র-হরিদ্রা (বিশেষ্য) গায়ে হলুদ; বিবাহের পূর্বে বর ও কন্যাকে নিজ নিজ বাড়িতে হলুদ মাখিয়ে স্নান করানো রূপ জনপ্রিয় আচারবিশেষ। গাত্রানুলেপনী (বিশেষ্য) গায়ে অঙ্গরাগ বা ঔষধ প্রয়োগ করার তুলি। গাত্রাবরণ, গাত্রাবরণী ( বিশেষ্য) ১ গায়ের চাদর; উড়নি; উত্তরীয়। ২ জামা; কাপড়চোপড়; আংরাখা। ৩ বর্ম; সাঁজোয়া। গাত্রোত্থান (বিশেষ্য) দেহ উত্তোলন; গা তোলা। ২ শোয়া থেকে উঠে বসা বা দাঁড়ানো; শয্যা ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ত্র(ত্রন্)}
- Bengali Word গাথক English definition [গাথোক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ গীতিকার; সংগীতিরচয়িতা; পদকর্তা; গাঁথনদার। ২ গায়ক; সংগীতকারী। গাথিকা (স্ত্রীলিঙ্গ)। {√গৈ+থক(থকন্)}
- Bengali Word গাথা English definition [গাথা] (বিশেষ্য) ১ কবিতা; শ্লোক; গান। ২ এক প্রকার গীতিকবিতা; ballad; পালা গান। ৩ বর্ণনা; গুণকথন (যশোগাথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+থ(থন্)+আ(টাপ্)}
- Bengali Word গাদ English definition [গাদ্] (বিশেষ্য) ১ তরল পদার্থের ময়লা; তলানি; কাইট; শিটা (নইলে যে তাদের গাদে পড়ে থাকতে হয়-প্রথম চৌধুরী)। ২ তরল পদার্থের উপরে ভেসে ওঠা ময়লা; সরের ন্যায় ভেসে ওঠা ময়লা। গাদ কাটা (ক্রিয়া) ময়লা কাটা; ময়লা বের বা দূর করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্দ>গর্দ>; (তুলনীয়) (হিন্দী) গাদ}
- Bengali Word গাদন English definition [গাদোন্] (বিশেষ্য) ১ গাদাগাদি করে ঠেসে দেওয়া; ঠাসা। ২ টেসে খাওয়া; পেট পুরে খাওয়া। ৩ প্রহার। {(বাংলা) √গাদ্+অন}
- Bengali Word গাদবা, গাব্দা English definition [গাব্দা] (বিশেষণ) ১ ভারী; ওজনযুক্ত (পায়ে পরে গাবদা বুট আর পট্টি-(কাজী নজরুল ইসলাম))। ২ স্থূল; বেমানান রকম মোটা। গাবদা-গোবদা, গাবদা-গোব্দা (বিশেষণ) মোটাসোটা (সেই নরম তুলতুলে .... ভালো কাপেট পেতে গাব্দা-গোব্দা তাকিয়ায় হেলাদ দিয়ে বসবেন-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দী) গাবদী}
- Bengali Word গাদা ১ English definition [গাদা] (ক্রিয়া) ঠাসা; চাপাচাপি করে ভরা। □ (বিশেষ্য) গাদন। □ (বিশেষণ) ঠেসে ভরা হয়েছে বা হয় এমন। গাদা বন্দুক (বিশেষ্য) এক ধরনের বন্দুক যাতে গুলিবারুদ ঠেসে ভরতে হয়। {(বাংলা) √গাদ্+আ}
- Bengali Word গাদা ২ English definition [গাদা] (বিশেষ্য) বড় মাছের পিঠের দিকের অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
- Bengali Word গাদা ৩, গাদি English definition [গাদা, গাদি] (বিশেষ্য) ১ রাশি; স্তূপ। ২ ভিড়। ৩ ভার; বোঝা। গাদা গাদা (বিশেষণ) ১ রাশি; সুপ্রচুর। □ (ক্রিয়াবিশেষণ) ভারে ভারে। গাদাগাদি (বিশেষ্য) ঠাসাঠাসি; ঘেঁষাঘেষি; চাপাচাপি; ভিড়। {(বাংলা) গাদ+আ}
- Bengali Word গাদি English definition ⇒ গাদা
- Bengali Word গাধ English definition [গাধ্] (বিশেষ্য) তল। □ (বিশেষণ) ১ অগভীর; তল স্পর্শ করা যায় এমন। ২ অগাধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাধ্+অ(ঘঞ্)}
- Bengali Word গাধা English definition [গাধা] (বিশেষ্য) ১ প্রাণীবিশেষ; গর্দভ; বাসভ। ২ ((আলঙ্কারিক)) অতি নির্বোধ লোক। ৩ গালিবিশেষ। গাধী (স্ত্রীলিঙ্গ)। গাধা-বোট (বিশেষ্য) ১ গাধার মতো প্রচুর মালবাহী ও ধীরগতি নৌকা বা ক্ষুদ্র জাহাজ। □ (বিশেষ্য), (বিশেষণ) ((আলঙ্কারিক)) দীর্ঘসূত্রী বা ঢিলা প্রকৃতিবিশিষ্ট ব্যক্তি (ও একটা গাধা-বোট ছিল, তুমি এসে তাতে পাল লাগিয়ে দিলে- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। গাধা খাটনি, গাধার খাটুনি (বিশেষ্য) অত্যন্ত অধিক পরিমাণ কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় না এমন পরিশ্রম। গাধা পিটুনি (বিশেষ্য) অপরিমিত ও নির্দয় প্রহার। গাধামি (বিশেষ্য) মূর্খতা; নির্বুদ্ধিতা; বোকামি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্দভ; (তুলনীয়) (হিন্দী) গদ্হা, গধা}
- Bengali Word গাধেয় English definition [গাধেয়ো] (বিশেষ্য) গাধির পুত্র; বিশ্বামিত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাধি+এয়(ঢক্)}
- Bengali Word গান English definition [গান্] (বিশেষ্য) ১ গীত; সংগীত; কণ্ঠসংগীত। ২ গীতিকবিতা; কবিতা। ৩ গীতাভিনয়; গীতিনাট্য। ৪ সুমধুর ধ্বনি বা রব (পাখির গান)। ৫ কীর্তন; বর্ণন (গুণগান)। গান বাজনা, গানা বাজানা (বিশেষ্য) গান ও বাজনা; গীতবাক্য (গানা বাজনায় রাজবাড়ি সরগরম-সৈয়দ মুজতবা আলী)। গানের দল (বিশেষ্য) ১ গায়কসম্প্রদায় বা গোষ্ঠী। ২ পেশাদারি গায়ক সঙ্ঘ বা গীতাভিনয়কারীগণ। ওস্তাদি গান (বিশেষ্য) উচ্ছাঙ্গ সংগীত; ধ্রুপদ; খেয়াল প্রভৃতি। চুটকি গান (বিশেষ্য) টপ্পা; খেমটা ইত্যাদি লঘু ও চপল প্রকৃতির এবং নৃত্যের তালযুক্ত সংগীত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+অন(ল্যুট্)}
- Bengali Word গানমেটাল English definition [গান্মেটাল্] (বিশেষ্য) তামা ও টিন বা দস্তামিশ্রিত ধাতুবিশেষ (গানমেটাল রঙের কৃষ্ণনীল চুলের খোঁপাটি- সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) gunmetal}
- Bengali Word গান্দা English definition [গান্দা] (বিশেষণ) ১ দুর্গন্ধযুক্ত; পচা; ময়লা। ২ অপবিত্র। {(ফারসি)গান্দাহ্ }
- Bengali Word গান্ধর্ব, গান্ধর্ব্ব English definition [গান্ধোর্বো] (বিশেষণ) ১ গন্ধর্ব-সম্পর্কিত; গন্ধর্ববিষয়ক। ২ গন্ধর্ব প্রথায় অর্থাৎ পরস্পর প্রেমাসক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুযায়ী হিন্দুমতে সম্পাদিত বিবাহবিশেষ। গান্ধর্ব বিদ্যা (বিশেষ্য) সংগীতবিদ্যা। গান্ধর্ব বিধান ( বিশেষ্য) গন্ধর্ব প্রথা; পরস্পর অনুরক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুসারে হিন্দু বিবাহ সংঘটনের রীতি বা নিয়ম (রাজকুমার ও রাজকুমারী গান্ধর্ববিধানে দাম্পত্যবন্ধনে আবদ্ধ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধর্ব+অ(অণ্)}