গ পৃষ্ঠা ২১
- Bengali Word গান্ধার English definition [গান্ধার্] (বিশেষ্য) ১ (সন্) স্বরগ্রামের তৃতীয় স্বর; ‘গা’ স্বর (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে আর নিখাদে যেন তার সমস্ত আবিষ্ট বেদনা-(কাজী নজরুল ইসলাম))। ২ প্রাচীন দেশবিশেষ; কান্দাহার। ৩ রাগবিশেষ। ৪ গান্ধার দেশজাত (গান্ধার শিল্প)। □ (বিশেষণ) গান্ধারের অধিবাসী। গান্ধারী (স্ত্রীলিঙ্গ) গান্ধার রাজকন্যা; মহাভারতোক্ত দুর্যোধনাদি শত পুত্রের জননী। গান্ধারেয় (বিশেষ্য) ১ দুর্যোধনাদি শত সহোদর; গান্ধারীর শত পুত্র। ২ গান্ধার রাজপুত্রগণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+ঋ+অ(অণ্)}
- Bengali Word গান্ধি, গান্ধিপোকা, গাঁধি English definition [গান্ধি, গান্ধিপোকা, গাঁধি] (বিশেষ্য) শস্য ধ্বংসকারী দুর্গন্ধযুক্ত একজাতীয় কীট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+অ(অণ্)+(বাংলা) ই>}
- Bengali Word গান্ধী English definition [গান্ধি] (বিশেষ্য) ১ গুজরাটের বণিকসম্প্রদায়। ২ বিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধী; মহাত্মা গান্ধী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ (গন্ধবণিক) +অ(অণ্)+ঈ}
- Bengali Word গাপ English definition [গাপ্] (বিশেষ্য) গোপনে আত্মসাৎ (অন্ততঃ চিঠিটি গাপ করবার সময় একথাটি মনে হয়নি- নই)। □ (বিশেষণ ) ১ গায়েব; অদৃশ্য। ২ গুপ্ত; লুকায়িত। গাপটি (ঘাপটি) মেরে (ক্রিয়াবিশেষণ) গুপ্তভাবে (গাপটি মেরে যে লোকটা সন্তর্পণে এগিয়ে আসছিল-মুনীর চৌধুরী)। {(আরবি) গায়িব }
- Bengali Word গাফিলি, গাফিলতি, গাফেলি, গাফলত, গাফলতি English definition [গাফিলি, গাফিলতি, গাফেলি, গাফ্লত্, গাফ্লতি] (বিশেষ্য) ১ অবহেলা; উপেক্ষা; ঔদাসীন্য (কর্তব্যের গাফেলি এতই ভাল লাগছে-রবীন্দ্রনাথ ঠাকুর; এটা লিখতে যাঁরা উপযুক্ত তাঁরা গাফলতী করে লিখছেন না- মুহম্মদ মনসুরউদ্দীন); গাফিলতী করা ভীরুতার পরিচায়ক-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ অমনোযোগ; অনবধানতা (পল্টনে এসে গাফেলীই ত এক মহাঅন্যায়-(কাজী নজরুল ইসলাম))। ৩ অযত্ন; ত্রুটি; বিচ্যুতি (শারীরিক তদ্বিরে বিলক্ষণ গাফিলি হয়-কালীপসন্ন সিংহ)। ৪ কুঁড়েমি; ঢিলেমি; ফাঁকিবাজি (পাবেনা মজুরী গাফিলতি করে ফের কাজে-ফররুখ আহমদ)। ৫ ভুলচুক {(আরবি) গাফলত }
- Bengali Word গাফেল, গাফিল English definition [গাফেল্, গাফিল] (বিশেষণ) ১ অন্যমনস্ক; অমনোযোগী (গাফেল আছিনু সবে করিয়া আরাম-সৈয়দ হামজা)। ২ উদাসীন; বেখেয়াল (শোন রে গাফিল কি বলে তকবীর ঈদগাহে-(কাজী নজরুল ইসলাম))। ৩ অবহেলাপরায়ণ; অলস। {(আরবি) গাফিল }
- Bengali Word গাব English definition [গাব্] (বিশেষ্য) ১ কষায় রস ও আঠাযুক্ত এক ধরনের ফল ও তার গাছ; তিন্দুক। ২ ধাতবপদার্থের কলঙ্ক। ৩ তবলা বা পাখোয়াজজাতীয় বাদ্যযন্ত্রের যে স্থানে করতলের আঘাত বা চাঁটি পড়ে সেই স্থানে খদির বর্ণ যে আঠা জমানো থাকে। গাব গুবাগুব (বিশেষ্য) বাউলদের ব্যবহৃত এক তন্ত্রবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; গোপীযন্ত্র। গাব চটা (বিশেষণ) মৃদঙ্গাদি বাদ্যযন্ত্রের চামড়ার উপরের গোলাকার জমাটবদ্ধ আঠা চটে গিয়েছে এরূপ (গাব-চটা বঁয়ার বুক-চাপা গ্যাঙরানি-প্রথম চৌধুরী)। গাব-দেওয়া, গাবানো১ (ক্রিয়া ) নৌকা, জাল, ঘুড়ির সুতা প্রভৃতিতে কাঁচা গাবের কষ লাগানো। গাবা (ক্রিয়া) কলঙ্কিত হওয়া। গাবাইয়া Þ গাবান১। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালব>হি., বা, গাব}
- Bengali Word গাবা, গাবানো ১ English definition ⇒ গাব
- Bengali Word গাবানো ২ English definition [গাবানো] (ক্রিয়া) ১ গর্বসহকারে ঘোষণা করা। ২ কর্মশূন্যভাবে ঘুরে বেড়ানো। □ (বিশেষ্য ) উক্ত অর্থে। গাবাইয়া, গাবিয়ে (বিশেষণ) ১ গুণ বা যশোগায়ক কীর্তক বা ভজনকারী (আমি একে ব্রাহ্মণ তার উপর ‘গাবাইয়া’ তাই দু’দিনেই রাজাবাহাদুরের প্রিয় পাত্র হয়ে উঠলুম-প্রথম চৌধুরী)। ২ গল্পবাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ব> (বাংলা) গাব+আনো}
- Bengali Word গাবানো ৩ English definition [গাবানো] (ক্রিয়া) জলাশয়াদির পানি আলোড়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ ) উক্ত অর্থে। {(হিন্দী) গবানো}
- Bengali Word গাবুর English definition ⇒ গাভুর
- Bengali Word গাব্দা, গাব্দাগোব্দা English definition ⇒ গাবদা
- Bengali Word গাভিন, গাভীন English definition [গাভিন্] (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী; গর্ভধারণ করেছে এমন (গাভীন গরু) (সাধারণত গরু সম্পর্কে ব্যবহৃত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ভিণী>(প্রাকৃত) গব্ভিণ>}
- Bengali Word গাভী English definition [গাভি] (বিশেষ্য) গরু; গাই; ধেনু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গবী>গভী>গাভী}
- Bengali Word গাভীন English definition ⇒ গাভিন
- Bengali Word গাভূর, গাবুর (মধ্যযুগীয় বাংলা) English definition [গাভুর্, গাবুর] (বিশেষণ) ১ যুবক; জোয়ান (তবে মনে চিন্তিলেক গাভুর সিধাই-শেখ ফয়জুল্লাহ)। ২ বলবান; বলশালী। ৩ গোঁয়ার। ৪ দুর্বিনীত। □ (বিশেষ্য) যৌবন। গাভুরালি, গাবুরালি (বিশেষ্য) যুবাসুলভ স্পর্ধা; দুঃসাহস; ঔদ্ধত্য; গোঁয়ার্তুমি; একগুঁয়েমি (কতোয়াল নিব ধরি ভাঙ্গিবেক গাভুরালি-শেখ ফয়জুল্লাহ)। {অহ. গভরু; (তুলনীয়) (হিন্দী) গবরূ}
- Bengali Word গামছা, গামোছা (বিরল) English definition [গাম্ছা, গামোছা] (বিশেষ্য) গা মোছবার জন্য ব্যবহৃত এক প্রকার কাপড়ের টুকরা। গামছা-ডলা (ক্রিয়া) গামছা দ্বারা মর্দন (আচ্ছা ক’সে চুবিয়ে দিল গামছা-ডলা করে-(কাজী নজরুল ইসলাম ))। গামছা-বাঁধা (বিশেষণ) গামছায় বাঁধা যায় এমন ঘন বা শক্ত (গামছা-বাঁধা দই)। গলায় গামছা দেওয়া-গলায় গামছা দিয়ে লাঞ্ছনা করা; ভীষণ অপমান ও জবরদস্তি করে বাধ্য করা। {(বাংলা) গা+√মুছ্+আ}
- Bengali Word গামলা English definition [গাম্লা] (বিশেষ্য) মাটি বা ধাতুনির্মিত বাটির ন্যায় দেখতে বৃহৎ পাত্র। {(পর্তুগিজ) gumella}
- Bengali Word গামা English definition [গামা] (বিশেষ্য) এই নামের বিখ্যাত কুস্তিগির। □ (বিশেষণ) পালোয়ান; মল্লবীর (তুমি দেখছি কুস্তিগির গামা)। {গ্রি. গামা (Y)>?}
- Bengali Word গামা রশ্মি English definition [গামা রোঁশ্শিঁ] (বিশেষ্য) ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট আলোকরস্কি যা কঠিন পদার্থ ভেদ করতে পারে (পারমাণবিক বোমার ফলে যে গামা রস্কি বের হয়, তার যে রকম মারাত্মক ক্রিয়া দেখা যায়-শাহ ফজলুর রহমান)। {গ্রি. গামা (Y) + (তৎসম বা সংস্কৃত শব্দ) রস্কি}