গ পৃষ্ঠা ৪০
- Bengali Word গেঁটা, গ্যাঁটা English definition [গ্যাঁটা] (বিশেষণ) বেঁটে অথচ মোটা ও শক্তিশালী। গেঁটাগোটা, গেঁটাগোঁট্টা, গাঁট্টগোঁট্টা (বিশেষণ ) বেঁটেখাটো মোটাসোটা ও শক্তপোক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}
- Bengali Word গেঁটে English definition [গেঁটে] (বিশেষণ) ১ গাঁটযুক্ত; গ্রন্থিবিশিষ্ট; গ্রন্থিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি)। ২ গ্রন্থি থেকে বা গ্রন্থিতে উৎপন্ন (গেঁটে বাত)। ৩ গ্রন্থিসংক্রান্ত। গেঁটে-গেঁটে (বিশেষণ) গ্রন্থি বা কাঁটাবহুল (পাগলো গেঁটে গেঁটে কাদা মাখা খরখরে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>গাঁটা+ (বাংলা) ইয়া>এ}
- Bengali Word গেঁট্টাগোঁট্টা English definition ⇒ গেঁটা
- Bengali Word গেঁতো English definition [গেঁতো] (বিশেষণ) ১ বিলম্বে কার্যকরণে অভ্যস্ত; দীর্ঘসূত্রী। ২ কুঁড়ে; অলস। {(হিন্দী) গাওদী}
- Bengali Word গেঁথে English definition [গেঁথে] (অসমাপিকাক্রিয়া) গ্রন্থন বা রচনা করে (মালা গেঁথে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রস্থ}
- Bengali Word গেঁদা English definition ⇒ গাদা
- Bengali Word গেঁদে বসা English definition [গেঁদে বসা] (ক্রিয়া) চেপে বসা; জুড়ে বসা; অধিকার করে বসা (এখন ‘বাঁকুড়ার চুলবুলে’ সাহসী ছুঁড়ি এসে আমার মনের আসনে জোর গেঁদে বসেছেন-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাধ্>}
- Bengali Word গেঁহু, গেহুঁ English definition [গেঁহু, গেহুঁ] (বিশেষ্য) গম (গেহুঁর রুটি, গরম কোর্মা কালিয়া-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোধূম; (ফারসি) গন্দম; (হিন্দী) গেহুঁ}
- Bengali Word গেঁড় English definition [গেঁড়্] (বিশেষ্য) ১ কন্দ। ২ গাঁটযুক্ত মূল (কচুর গেঁড়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক>গেণ্ডুঅ>}
- Bengali Word গেঁড়া, গ্যাঁড়া English definition [গ্যাঁড়া] (বিশেষ্য) চুরি; মরণ; অপহরণ, আত্মসাৎকরণ (গেঁড়া দেওয়া বা মারা)। □ (বিশেষণ ) বেঁটে। গেঁড়াকল (বিশেষ্য) কঠিন বা জটিল বন্ধন; যে বিপদ থেকে অব্যাহতি পাওয়া কঠিন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক>}
- Bengali Word গেঁড়ি English definition [গেঁড়ি] (বিশেষ্য) একপ্রকার ছোট শামুক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি}
- Bengali Word গেঁড়ু, গেঁড়ুয়া English definition [গেঁড়ু, গেঁড়ুয়া] (বিশেষ্য) ১ গোলক; ভাঁটা; বল। ২ স্তবক; তোড়া; মালা (ফুলের গেঁড়ুয়া লুফিয়া ধরয়ে- চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক}
- Bengali Word গেঁড়ো English definition [গেঁড়ো] (বিশেষ্য) ১ কলার এঁটে বা থোড়ের নিম্নাংশ। ২ বৃহদাকার কচু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}
- Bengali Word গেঁয়ে English definition ⇒ গাঁইয়া
- Bengali Word গেঁয়ো English definition ⇒ গাঁইয়া
- Bengali Word গেংগানো English definition ⇒ গোঙানো
- Bengali Word গেও English definition [গেয়ো] (ক্রিয়া) (ব্রজবুলি) গেলো বা গিয়েছে (হরি গেও মধুপুর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্>}
- Bengali Word গেঙানো, গেংগানো English definition ⇒ গোঙানো
- Bengali Word গেছো English definition [গেছো] (বিশেষণ) ১ গাছ সংক্রান্ত। ২ বৃক্ষসমূহে সঞ্চরণশীল বা ভ্রমণশীল; গাছে গাছে থাকে এমন। ৩ গাছে চড়তে ভালবাসে এমন (গেছো মেয়ে)। ৪ পুরুষভাবাপন্ন; দুর্দান্ত; ডানপিটে। {(বাংলা) গাছ+উয়া>}
- Bengali Word গেজ English definition [গেজ্] (বিশেষ্য) অঙ্কুর; গেঁজ (তরু-গেজ তুল্য গাছ হৈব ভূমি হোতে-সৈয়দ আলাওল)। {(ফারসি) গজ}