গ পৃষ্ঠা ১০
- Bengali Word গম্বুজ English definition ⇒ গুম্বজ
- Bengali Word গম্ভীর English definition [গোম্ভির্] (বিশেষণ) ১ গভীর (অপার গম্ভীর সিন্ধু-সৈয়দ আলাওল)। ২ নিচু ও ভারী শব্দবিশিষ্ট খাদ। ৩ ভারিক্কি; গুরু (গম্ভীর চাল)। ৪ গুরুতর; ভয়ানক (গম্ভীর বিষয়)। ৫ মনমরা; নিরানন্দ। গম্ভীর প্রকৃতি (বিশেষণ) ভারিক্কি স্বভাব; অলঘুচিত্ত (ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। গম্ভীর বেদী ( বিশেষ্য) মত্তহস্তী। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গম্+ঈর(ঈরন্)}
- Bengali Word গম্ভীরা English definition [গোম্ভিরা] (বিশেষ্য) ১ হিন্দুদের গাজন উৎসবের অনুষ্ঠানবিশেষ। ২ শিবের গাজনের গান (গম্ভীরাতে মুরজ নাহি ফুটে- সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ মালদহ ও রাজশাহী অঞ্চলে প্রচলিত সামাজিক সমস্যা নিয়ে তৈরি এবং আসরে গীত গান। (তুলনীয়) আলকাপ গান। ৪ হিন্দু মন্দিরের অভ্যন্তর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গম্ভীর+(বাংলা) আ}
- Bengali Word গম্য English definition [গোম্মো] (বিশেষণ) ১ গমনযোগ্য; গন্তব্য; গমনীয় (সে গাড়ী চড়ে গম্য কোথাও পৌঁছালো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাপ্য; পাওয়ার যোগ্য। ৩ রোধ্য; জ্ঞেয়। ৪ ভোগ্য; সম্ভোগযোগ্য। ৫ উপভোগের যোগ্য। গম্যমান (বিশেষণ) ১ অনুমান করা যাচ্ছে এমন। ২ জ্ঞানযোগ্য; জ্ঞায়মান। ৩ অনুমানযোগ্য। গম্যহীন (বিশেষণ) গন্তব্যশূন্য বা লক্ষ্যহীন (গম্য-হীন পথে- রবীন্দ্রনাথ ঠাকুর)। গম্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভোগযোগ্যা; ভোগ্যা; সম্ভোগের উপযুক্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+য(যৎ)}
- Bengali Word গযব English definition ⇒ গজব
- Bengali Word গযল English definition ⇒ গজল
- Bengali Word গর ১ English definition [গর্] (বিশেষ্য) ১ বিষ; গরল। ২ রোগ; ব্যাধি। ৩ গ্রাসকারী (অজগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ্+অ(অচ্)}
- Bengali Word গর ২ English definition [গর্] (অব্যয়) অভাব, বৈপরীত্য, না-প্রভৃতি বোধক (গরমিল)। {(আরবি) গায়ির}
- Bengali Word গর-কবূল English definition [গর্কোবুল্] (বিশেষ্য) অস্বীকার। □ (বিশেষণ) অস্বীকৃত। {(আরবি) গায়র কবূল }
- Bengali Word গর-বনেদি English definition [গর্বনেদি] (বিশেষণ) অনভিজাত; বংশ-গৌরব নেই এমন (বনেদী কে আর গরবনেদী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) গায়ির + (ফারসি) বুনিয়াদী }
- Bengali Word গর-হাজির English definition [গর্হাজির্] (বিশেষণ) উপস্থিতির অভাব; অনুপস্থিত (কোন্ ছাত্র কয়দিন হাজির গরহাজির হল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) গায়র হাদির }
- Bengali Word গরকায়েম English definition [গর্কায়েম্] (বিশেষণ) অস্থায়ী। {(আরবি) গায়র কায়িম }
- Bengali Word গরগর ১ English definition [গর্গর্] (অব্যয়) ১ ক্রোধাদির লক্ষণ প্রকাশ। ২ বর্ণের প্রাখর্য বা ঔজ্জ্বল্য প্রকাশক। □ ( বিশেষণ) টকটকে লাল বর্ণযুক্ত (তরকারি ঝালে গর গর)। □ (বিশেষ্য) আরামসূচক ধ্বনি (আদর পেয়ে বিড়ালটা গরগর করছে)। গরগর করা (ক্রিয়া) ১ ক্রোধের ভাব প্রকাশ করা; চাপা গর্জন করা (রাগে গরগর করা)। ২ টকটকে লাল করা (চক্ষু গরগর করা)।
- Bengali Word গরগর ২ English definition [গরোগরো] (বিশেষণ) ১ গদগদ; বিবশ; অভিভূত (প্রেমে প্রভু গরগর-কৃষ্ণদাস কবিরাজ)। ২ ব্যাকুলিত; উল্লাসযুক্ত; উল্লসিত; আহ্লাদিত (রাইরূপ হেরি অন্তর গরগর-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গদ্গদ>(প্রাকৃত) গগ্গর}
- Bengali Word গরগরা, গড়গড়া English definition [গর্গরা, গড়্গড়া] (বিশেষ্য) কুলকুচা; কুল্লি; মুখের মধ্যে পানি লইয়া গরগর শব্দ করে মুখ পরিষ্কার করা (রোযা ভঙ্গে গরগরা করিতে অনুচিত-সৈয়দ আলাওল)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গরগরানি English definition (বিশেষ্য) ক্রোধ প্রকাশ (নানীর গরগরানি তাতেও থামল না-আবু রুশ্দ্ )। গরগরে (বিশেষণ) ১ গরগর শব্দ বা ভাবযুক্ত। ২ টকটকে বর্ণযুক্ত। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গরচা English definition [গর্চা] (বিশেষ্য) গচ্চা; অযথা খেসারত (ঐ কেরোসিনটা খামোকা গরচা দিন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গচ্ছ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গর+(বাংলা) চা}
- Bengali Word গরজ, গরয English definition [গরোজ্] (বিশেষ্য) ১ দরকার; প্রয়োজন; আবশ্যক; দায় (নহিলে কহিতে মোর কি ছিল গরজ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ আগ্রহ (একাজে তার গরজ নাই; তোমার গরজ থাকে তুমি যাইয়া জানিয়া আইস-শাকা)। ৩ যত্ন (লেখাপড়ায় গরজ নেই)। ৪ স্বার্থ (আপন গরজ আপনাকে দেখতে হবে)। আত্মগরজি, আপ্তগরজি (বিশেষণ) নিজের জন্য আগ্রহযুক্ত; স্বার্থপর। গরজ বড়ো বালাই-প্রয়োজনের দাবি না মিটিয়ে উপায় নেই। গরজি, গরজী, গরযী (বিশেষণ) গরজবিশিষ্ট; স্বার্থযুক্ত; আগ্রহযুক্ত (আপ্তগরজি)। খোদগরজ, খুদগরয (বিশেষণ ) স্বার্থপর। {(আরবি) গরদ }
- Bengali Word গরজন English definition [গরজোন্] (বিশেষ্য) গর্জন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জন>(স্বরাগমে) (বাংলা) গরজন}
- Bengali Word গরজানো, গরজানি English definition ⇒ গর্জানো