গ পৃষ্ঠা ১১
- Bengali Word গরজারি English definition [গর্জারি] (বিশেষণ) রহিত; স্থগিত; মূলতবি (গরজারি করে দি সমন দুটো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) গায়র জারী }
- Bengali Word গরঠিকানা English definition [গর্ঠিকানা] (বিশেষ্য) ভুল ঠিকানা (গর-ঠিকানায় হাজির করে রোজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) লাপাত্তা; নিখোঁজ। গরঠিকানি, গর-ঠিকানিয়া (বিশেষণ) ঠিকানা জানা নেই এমন; ঠিকানাহীন। {(আরবি) গায়র (ফারসি) ঠিকানা}
- Bengali Word গরদ English definition [গরোদ্] (বিশেষ্য) এক প্রকার রেশমি কাপড় (টিকিওয়ালা ব্রাহ্মণ তসর গরদ পরিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গরদের জোড় (বিশেষ্য) রেশমি ধুতি ও চাদর। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word গরদা, গর্দা, গর্দ English definition [গর্দা, গর্দা, গর্দো] (বিশেষ্য) ১ ধুলা মাটি; ময়লা (আসমানে লাগিল গর্দ হইল আন্ধার-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) অপরিষ্কার; অস্পষ্ট; আবছা (ঘন মিশকালো রাতের গর্দা কুহেলী-শাহাদাত হোসেন)। {(ফারসি)}
- Bengali Word গরদান English definition ⇒ গর্দান
- Bengali Word গরদিশ, গর্দিশ English definition [গোর্দিশ্] (বিশেষ্য) ১ অবস্থা-বৈগুণ্য; বিপর্যয়। ২ কালচক্রের আবর্তন (ফাঁড়া গর্দিশ কাটিয়ে এগুতে হল- সৈয়দ মুজতবা আলী; আহা কি নসিবের গরদিশ রে-কাজী আবদুল ওদুদ )। জামানার গরদিশ (বিশেষ্য) কালচক্রের পরিবর্তন; ঘূর্ণন। {(ফারসি) গরদিশ}
- Bengali Word গরপছন্দ English definition ⇒ গরপসন্দ
- Bengali Word গরপসন্দ, গরপছন্দ English definition [গর্পসন্দ্, গরপছন্দ] (বিশেষণ) অপছন্দ; অমনোনীত। {(আরবি) গায়ির + পসন্দ}
- Bengali Word গরব English definition ⇒ গর্ব
- Bengali Word গরবা ২ English definition (বিশেষ্য) মেহমান; অতিথি। {(আরবি) গুরাবা }
- Bengali Word গরবা ১ English definition [গর্বা] (বিশেষ্য) গুজরাটের এক প্রকার নৃত্যগীত (গায়করা আজ রাতে গুজরাতী গরবা- সদ)। {গুজ. গরবা}
- Bengali Word গরবা ২ English definition [গর্বা] (বিশেষ্য) অভাবগ্রস্ত ব্যক্তিগণ; দরিদ্র লোকেরা (গরিব গরবা)। {(আরবি) গরীব; বহুব গুরাবা }
- Bengali Word গরবিত English definition ⇒ গর্ব
- Bengali Word গরবিনী English definition [গরোবিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ গৌরববতী; মহিমান্বিতা। ২ গর্বিতা; গর্বযুক্তা (তোমার গরবে গরবিনী হাম- জ্ঞানদাস)। গরবী(-বিন্) (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ব+ইন্ঈ> গর্বিণী (পুংলিঙ্গ) গর্বী}
- Bengali Word গরবী English definition [গরোবি] (বিশেষণ) ১ গর্বিত। ২ গৌরবযুক্ত (জুড়াল না যে গরবী বালা-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ব+√ইন্>গর্বী>(-বিন্)> (সর্বরাগমে) গরবী}
- Bengali Word গরম English definition [গরোম্] (বিশেষ্য) ১ তাপ; উত্তাপ (আজ খুব গরম)। ২ গ্রীষ্মকাল। ৩ দপ; অহংকার; গর্ব; ঔদ্ধত্য; উগ্রতা (টাকার গরম)। ৪ রোগ; অসুস্থতা; পীড়া (পেট গরম)। □ (বিশেষণ) ১ তপ্ত (গরম পানি) ২ ত্রুদ্ধ; রুষ্ট (মনে মনে গরম হচ্ছি-মনোজ বসু)। ৩ শীতনিবারক (গরম কাপড়)। ৪ উদ্ধত; উগ্র; চড়া (গরম মেজাজ)। ৫ কড়া; তীব্র; ভর্ৎসনাপূর্ণ (গরম সমালোচনা-ডাঃ লুৎফর রহমান)। ৬ গ্রীষ্ম (গরম কাল)। ৭ উত্তেজক (গরম মসলা)। ৮ মহর্ঘ; চড়া (গরম বাজার)। ৯ উত্তেজনাপূর্ণ; শান্তিভঙ্গের জন্য উন্মুখ (গরম পরিস্থিতি)। টাটকা; সদ্যপ্রাপ্ত (গরম খবর)। গরম গরম, গরমাগরম (বিশেষণ) খোলা থেকে সদ্য নামানো; সদ্য ভাজা; টাটকা ভাজা (গরমাগরম নিয়ে আসে-মনোজ বসু)। গরম মসলা (বিশেষ্য) এলাচ লবঙ্গ দারুচিনি প্রভৃতি উত্তেজক মসলা (কবিতা লেখার মসলা পেলেই হ’ল, তা নাই বা হ’ল গরম মসলা-(কাজী নজরুল ইসলাম))। গরম মোজা (বিশেষ্য) পশমি মোজা। কুসুম কুসুম গরম (বিশেষণ) ঈষদুষ্ণ; সামান্য গরম; কবোষ্ণ। গা গরম (বিশেষ্য ) সামান্য জ্বর। নরম-গরম (বিশেষ্য) মৃদু ও কড়া ভর্ৎসনা। মাথা গরম হওয়া (ক্রিয়া) ((আলঙ্কারিক)) ক্রুদ্ধ বা রাগান্বিত হওয়া। গরমানো (ক্রিয়া) উষ্ণ হওয়া; অহংকৃত বা রাগান্বিত হওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(ফারসি) গরম; (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ম}
- Bengali Word গরমি, গর্মি, গম্মি English definition [গর্মি, গর্মি, গম্মি] (বিশেষ্য) ১ গরম; উত্তাপ (আজ বড় গরমি)। ২ গ্রীষ্মকাল; নিদাঘ (গর্মির রোদে শ্রান্ত বেহারা-বন্দে আলী মিয়া)। ৩ উপদংশ রোগ। ৪ দেমাক; গরিমা বা ঔদ্ধত্য (মনে গম্মি না জন্মিয়া এত নম্রতা- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৫ ক্রোধ; রোষ; উষ্মা (মনে বিলক্ষণ গরমি হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) উষ্ণ; উত্তপ্ত। সর্দি গরমি ( বিশেষ্য) এক প্রকার রোগ। {(ফারসি) গর্মী }
- Bengali Word গরমিল English definition [গর্মিল্] (বিশেষ্য) ১ অনৈক্য; অমিল। ২ জমা ও খরচের বৈষম্য; হিসাবের গোলযোগ। ৩ মনান্তর; মন কষাকষি। {(আরবি) গায়ির + (হিন্দী) মিল}
- Bengali Word গরয English definition ⇒ গরজ
- Bengali Word গররা, গর্রা English definition [গর্রা] (বিশেষ্য) হল্লা; উচ্চ হাস্যধ্বনি সহ কলরব (হাসির একটা গররা উঠিল-বেগম রোকেয়া)। {(আরবি) গরার }