জ পৃষ্ঠা ৬
- Bengali Word জনান্ত English definition [জনান্তো] (বিশেষ্য) দেশ; প্রদেশ; জিলা। {(তৎসম বা সংস্কৃত) জন+অন্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনান্তিক English definition [জনান্তিক্] (বিশেষ্য) ১ লোকের নিকট; জনের সমীপ। ২ লোকের সন্মুখে অথচ অন্য লোক শুনতে না পায় এরূপ সংলাপ। জনান্তিকে (ক্রিয়াবিশেষণ) একপার্শ্বে; নেপথ্যে বা স্বগত; aside। {(তৎসম বা সংস্কৃত) জন+অন্তিক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনাপবাদ English definition [জনাপবাদ্] (বিশেষ্য) লোকনিন্দা; কলঙ্ক; অপযশ। {(তৎসম বা সংস্কৃত) জন+অপবাদ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনাব English definition [জনাব্] (বিশেষ্য) সন্মানসূচক ‘মি.’ ও ‘শ্রী’-র পরিবর্তে সাধারণভাবে নারীপুরুষ নির্বিশেষে ব্যক্তিনামের পূর্বে ব্যবহৃত ; সন্মানসূচক সন্মোধনবিশেষ; মহাত্না; মহাশয়; মাননীয়; ভদ্রলোক; Sir। (কি শুনলেন জনাব-মুফাখখারুল ইসলাম)। জনাবে আলি, জনাব আলী (বিশেষ্য) (সন্বোধনসূচক) মান্যবর; মহামান্য; Your Excellecncy। {শব্দটি মূলত আরবি হলেও ফারসি ভাষাতেই এটি বহুল ব্যবহৃত, (আরবি) জনাব}
- Bengali Word জনার English definition [জনার্] (বিশেষ্য) ভূট্টাজাতীয় শষ্যবিশেষ; মকাই। {(তৎসম বা সংস্কৃত) যবনাল}
- Bengali Word জনারণ্য English definition [জনারোন্নো] (বিশেষ্য) বনে ঘন সন্নিবিষ্ট বহু বৃক্ষের মতো সুপ্রচুর জনতার একত্র অবস্থান; দন্ডায়মান লোকের ভিড়; নিবিড় ও দুর্ভেদ্য জনতা (জনারণ্যে কেউ বা হারায় পথ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জন+অরণ্য; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনার্দন English definition [জনার্দোন] (বিশেষ্য) বিষ্ণু যিনি হিন্দু পুরাণোক্ত জন নামের অসুরকে দমন করেছিলেন। ⧠ (বিশেষণ) লোককে পীড়নকারী; লোকপীড়ক। {(তৎসম বা সংস্কৃত) জন+√অর্দ+অন(ল্যুট্); ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনাশ্রয় English definition [জনাস্স্রয়্] (বিশেষ্য) ১ সাময়িকভাবে যে ঘর প্রস্তুত করা হয়েছে; temporary shed। ২ মণ্ডপ; প্যান্ডেল; শামিয়ানা। ৩ লোকালয়। {(তৎসম বা সংস্কৃত) জন+আশ্রয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনি ১, জনী English definition [জোনি] (বিশেষ্য) ১ জন্ম; উৎপত্তি। ২ মাতা; জননী্। ৩ নারী।৪ জায়া; পূত্রবধু। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ই(ইন্), ঈ(ঙীষ্)}
- Bengali Word জনি ২, জণি((ব্রজবুলি) (মধ্যযুগীয় বাংলা)) English definition [জনি] (অব্যয়) ১ যেন (সরোবর সো হল মলিন নলিনীদল নীর বীনু জনি শুকি যায়-কাজী দৌলত)। ২ যদি (না জানি কানুর প্রেম তিলে জনি ছুটে-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) (অব্যয়) যেন না; না যেন (পাছে জনি লোক উপহাস-বড়ু চণ্ডীদাস)। {(মধ্যযুগীয় বাংলা)/(ব্রজবুলি); (তৎসম বা সংস্কৃত) যদ্+৩য়া -(একবচন) যেন>জনি}
- Bengali Word জনিকা English definition ⇒ জনক
- Bengali Word জনিত English definition [জোনিতো] (বিশেষণ) জাত; উৎপন্ন; হেতু; উদ্ভুত; উৎপাদিত (প্রেমজনিত দুর্বলতা)। জনিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word জনিতা(-তৃ) English definition [জোনিতা] (বিশেষ্য) জনক; পিতা; উৎপাদক। জনিত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+তৃ(তৃচ্)}
- Bengali Word জনিত্র English definition [জোনিত্ত্রো] (বিশেষ্য) উৎপাদক যন্ত্র; plant; যে যন্ত্র বা যন্ত্রসমূহ দ্বারা কোনো জিনিস উৎপাদিত হয়। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ইত্র(ষ্ট্রন্)}
- Bengali Word জনী English definition ⇒ জনি১
- Bengali Word জনীন English definition [জোনিন্] (বিশেষণ) ১ লোক বা জনসর্ম্পকিত বা সংক্রান্ত (বিশ্বজনীন)। ২ লোকহিতকর। ৩ ব্যাপক; প্রসারী; সর্বজনীন; সার্বজনিক। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ঈন্(খঞ্)}
- Bengali Word জনু ১ ((ব্রজবুলি), (মধ্যযুগীয় বাংলা)) English definition [জোনু] (অব্যয়) ১ সদৃশ (লাল কুসুম রেণু লাল সিন্দুর জনু-কাজী দৌলত)। ২ যেন (জনূ হরড়াবহ-বিদ্যাপতি)। ৩ বুঝিবা । {(মধ্যযুগীয় বাংলা) /(ব্রজবুলি); (তৎসম বা সংস্কৃত) যদ্+৩য়া -(একবচন) =যেন>জনু}
- Bengali Word জনু ২ , জনূ English definition [জোনু] (বিশেষ্য) উৎপত্তি; জন্ম। {(তৎসম বা সংস্কৃত) √জন্+উ(উণ্), ঊ(ঊঙ্)}
- Bengali Word জনৈক English definition [জনোইকো] (বিশেষণ) অনির্দিষ্ট; কোনো এক ব্যক্তি। জনৈকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জন+এক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জন্ডিস, জন্ডিস English definition [জন্ডিস্] (বিশেষ্য) পাণ্ডুরোগ-যাতে চোখ ও চামড়া হলদে হয়ে যায়; ন্যাবা। {(ইংরেজি) Jaundice}