জ পৃষ্ঠা ৫
- Bengali Word জটে, জোটে, জটিয়া English definition [জোটে, জোটে, জোটিয়া] (বিশেষণ) জটা আছে এমন; জটযুক্ত; জটবিশিষ্ট। জটবুড়ি, জটিবুড়ি (বিশেষ্য) জটবিশিষ্টা বুড়ি; ছোট কল্পিত জটা-পরা বৃদ্ধা মূর্তি; জুজুবুড়ি। {(তৎসম বা সংস্কৃত) জট+ইয়া>; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word জঠর English definition [জঠোর্] (বিশেষ্য) ১ পেট; উদর। ২ পাকস্থলী। ৩ গর্ভাশয়; জরায়ু। জঠরজ্বালা (বিশেষ্য) তীব্র ক্ষুধাবোধ; ক্ষুধার প্রবল তাড়না। জঠরবাস (বিশেষ্য) গর্ভে অবস্থান। জঠর যন্ত্রণা (বিশেষ্য) ১ গর্ভধারণ ক্লেশ বা প্রসব বেদনা। ২ গর্ভাবাসের কষ্ট। জঠরস্থ (বিশেষণ) গর্ভস্থ; উদরে অবস্থিত। জঠরাগ্নি, জঠরানল (বিশেষ্য) প্রবল ক্ষুধা; ক্ষুধার তাড়না। ২ উদর মধ্যস্থ এক প্রকার রস যদ্দ্বারা ভুক্ত দ্রব্য পরিপাক হয়; পাকস্থলী; পাচকরস; gastic juice। ৩ পরিপাক শক্তি। জঠরাময় (বিশেষ্য) ১ পেটের রোগ; পাকস্থলীর রোগ। ২ উদরী রোগ; জলোদর রোগ; dropsy। {(তৎসম বা সংস্কৃত) √জন্+অর(অরচ্)}
- Bengali Word জণি English definition ⇒ জনি
- Bengali Word জণ্ডিস English definition ⇒ জন্ডিস
- Bengali Word জতুক English definition [জোতুক্] (বিশেষ্য) ১ হিং; হিঙ্গু। ২ লাক্ষা; জতু। {(তৎসম বা সংস্কৃত) জতু+ক(কন্)}
- Bengali Word জত্রু English definition [জোত্ত্রু] (বিশেষ্য) ১ কাষ্ঠাস্থি। {(তৎসম বা সংস্কৃত) √জন্+রু}
- Bengali Word জদ্দজেহাদ English definition [জদ্দোজেহাদ্] (বিশেষ্য) ১ প্রাণপণ চেষ্টা। ২ প্রচণ্ড মারামারি; তুমুল যুদ্ধ (তারপর তাদের দুজনের মধ্যে যে কী জদ্দজেহাদ-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) জদ্দ্ ও জহ্দ্}
- Bengali Word জন English definition [জন্/জনো] (বিশেষ্য) ১ লোক; ব্যক্তি; মানুষ (অন্ধজনে দেহ আলো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কমলা; মজুর; শ্রমিক। ৩ গণ; সমূহ (গোপীজন-বল্লভ)। ৪ গোষ্ঠী বা সম্প্রদায়(রাজ্য শুধু একটিমাত্র ‘জন’ এর উপর নিজের শাসন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। ৫ ব্যক্তির সংখ্যা নিদের্শক। ৬ সাধারণ মানুষ বা সর্বসাধারণ; মানব সমাজ (জনকল্যান)। জনক্ষয় (বিশেষ্য) ১ লোক নাশ। ২ মড়ক; মহামারী। জনখাটানো (ক্রিয়া) শ্রমিক দ্বারা কাজ করানো। জনচক্ষু (বিশেষ্য) ১ লোকচক্ষু। ২ সূর্য। জনজৌলুস (বিশেষ্য) লোকজন বা অনুচরাদির সমারোহ বা জাকজমক বা ঘটা (আমার সঙ্গে বাদ্যভাণ্ড দিও না জনজৌলুষ দিও না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। জনতন্ত্র (বিশেষ্য) জনসাধারণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা শাসনব্যবস্থা; গণতন্ত্র; republic। জননেতা, জননায়ক (বিশেষ্য) জনসাধারণের পরিচালক। জনপদ, জনপাদ (বিশেষ্য) ১ লোকালয়; লোকের বসতিস্থান। ২ গ্রামদেশ; দেহাত; মফস্বল। ৩ দেশ; রাজ্য। জানপদ বিন। জনপ্রবাদ (বিশেষ্য) যে কথা বহুদিন ধরে লোকমুখে চরে আসছে; জনশ্রুতি; কিংবদন্তি। জনপ্রাণী, জনমানব (বিশেষ্য) একজন লোকও; কোনো মানুষ বা প্রাণী; কোনো জীবজন্তু। জনপ্রিয় (বিশেষ্য), (বিশেষণ) দশজনে যাকে ভালোবাসে; লোকপ্রিয়; popular। জনবল্লভ (বিশেষ্য), (বিশেষণ) জনসাধারণের ভালোবাসার পাত্র; লোকপ্রিয়; popular । জনবহুল (বিশেষণ) বহুলোকে পূর্ণ; জনসমাকীর্ণ। জনবাদ (বিশেষ্য) লোক পরাম্পরায় প্রচলিত; জনরব; জনশ্রুতি। জনবিরল (বিশেষণ) খুব কম লোক আছে এমন। জনভূয়িষ্ঠ (বিশেষণ) লোকবহুল; জনবহুল। জনমজুর (বিশেষ্য) শ্রমিক; কামলা; শ্রমসাধ্য কাজ করবার লোক। জনমত (বিশেষ্য) জনসাধারণের অভিমত। জনমন (বিশেষ্য) জন সাধারণের মন (হিন্দু মুসলিম নির্বিশেষে জনমনের সঙ্গে একান্ত হতে পেরেছিলেন-ড. কাজী মোতাহার হোসেন)। জনমর্দ (বিশেষ্য) জনতার পেষণ। জনমানবশূণ্য (বিশেষণ) একজন লোকও না থাকা; সম্পূর্ণ নির্জন। জনমানবিক (বিশেষণ) জনমানবের সন্বন্ধযুক্ত বা জনমানবপূর্ণ (তোমার হৃদয়ে গায়ে আমাদের জনমানবিক রাত্রি নেই-জীবনানন্দ দাশ)। জনযুদ্ধ (বিশেষ্য) ১ জনসাধারণ যে যুদ্ধ সমর্থন করে ও তাতে অংশগ্রহণ করে। ২ জনসাধারণের কল্যানার্থে যুদ্ধ। জনরব (বিশেষ্য) গুজব; লোকমুখে প্রচারিত কথা; যে কথা লোকপরম্পরায় রটে। জনলোক (বিশেষ্য) পুরাণে কথিত সপ্তলোকের একটি লোক। জনশিক্ষা (বিশেষ্য) জনসাধারণের জ্ঞানবৃদ্ধির জন্য প্রচারিত শিক্ষা। জনশূন্য (বিশেষণ) লোক বাস করে না এমন; মনুষ্যরহিত; নির্জন। জনশ্রুত (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত। জনশ্রুতি (বিশেষ্য) ১ লোকপ্রবাদ; কিংবদন্তি। ২ রটনা; জনরব (এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। জনসঙ্ঘ, জনসংঘ (বিশেষ্য) ১ সর্বসাধারণের মঙ্গলে জনসাধারণ কর্তৃক গঠিত ও পরিচালিত সমিতি বা সভা। ২ জনসমূহ; জনতা। ৩ ভিড়। জনসংভরণ, জনসম্ভরণ (বিশেষ্য) সরকার কর্তৃক জনগণের খাদ্য সরবরাহ ব্যবস্থা; civil supply। জনসমাজ (বিশেষ্য) মানবসমাজ; পরস্পর সন্মিলিত মনুষ্যগোষ্ঠী। জনসমুদ্র (বিশেষ্য) বিপুল জনতা; বিরাট জনসমাবেশ। জনসাধারণ (বিশেষ্য) ১ সাধারণভাবে সমস্ত লোক; দেশের ইতরভদ্র সকল শ্রেণির লোক; public। ২ সাধারণ ব্যক্তি। জনসেবা (বিশেষ্য) সর্বসাধারণের সেবাযত্ন। জনস্থান (বিশেষ্য) ১ লোকের বসতিস্থান; লোকালয়। ২ দণ্ডকারণ্যের একটি স্থান। জনস্রোত (বিশেষ্য) চলমান বহুলোকের প্রবাহ; জনপ্রবাহ (বহিছে জনস্রোতঃ কলরবে-মাইকেল মধুসূদন দত্ত)। জনহিত (বিশেষ্য) সর্ববসাধারণের কল্যাণকর। জনহীন (বিশেষণ) লোকশূন্য; নির্জন; বিজন। {(তৎসম বা সংস্কৃত) √জন্+অ(অচ্)}
- Bengali Word জনক English definition [জনোক্] (বিশেষ্য) ১ পিতা; জন্মদানকারী; জন্মদাতা (ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আমার জনক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ১ প্রতিষ্ঠাতা পুরুষ (জাতির জনক)। ৩ কোনো বিষয়ের উদ্ভাবক বা সূচনাকারী (আধুনিক মনোবিজ্ঞানের জনক)। ৪ রামায়ণোক্ত সীতার পিতা; সুপ্রসিদ্ধ মিথিলাপতি (জনক রাজা)। ¨ (বিশেষণ) ১ উৎপাদক; বিধায়ক; কারক (আনন্দজনক)। জননী, জনিকা (স্ত্রীলিঙ্গ)। জনক-জননী (বিশেষ্য) বাপ-মা; জন্মদাতা ও জন্মদাত্রী। জনক-জননী-জননী (বিশেষ্য) ১ ধরিত্রী। ২ জন্মভূমি; পিতৃমাতৃগণের জন্মদাত্রী(অয়ি নির্মল সূর্যকরোজ্জ্বল ধরণী জনক-জননী-জননী-রবীন্দ্রনাথ ঠাকুর)। জনকঝিয়ারী (বিশেষ্য) সীতা। জনকতনয়া, জনকদুহিতা, জনকনন্দিনী, জনকসুতা, জনকাত্মজা (বিশেষ্য) মিথিলারাজ জনকের কন্যা সীতা; জানকী; বৈদেহী; মৈথিলী। জনকতা (বিশেষ্য) ১ উৎপাদনশক্তি। জনক বংশ (বিশেষ্য) জনক রাজার বংশ। জাতির জনক (বিশেষ্য) কোনো জাতি, রাষ্ট্র বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা-পুরুষ (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)। জনিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ জনয়িত্রী; জননী। ২ পূত্রবধূ। {(তৎসম বা সংস্কৃত) √জনি+অক(ণ্বুল্)}
- Bengali Word জনতা English definition [জনোতা] (বিশেষ্য) ১ অনেক লোকের সমাবেশ। ২ জনসাধারণ (জনতার সংগ্রাম)। জনতা-কাতর (বিশেষণ) ভিড় সহ্য করতে পারে না এমন। জনতাকীর্ণ (বিশেষণ) জনবহুল; জনসমাচ্ছন্ন (একে জনতাকীর্ণ করে তোল তোমার রক্ত দিয়ে-বুদ্ধদেব বসু)। জনতাময় (বিশেষণ) জনতাপূর্ণ; মানুষের ভিড়ে পরিপূর্ণ (জনতাময় নির্জনতা-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) জন+তা(তল্)}
- Bengali Word জনন English definition [জনোন্] (বিশেষ্য) ১ উৎপাদন; জন্মানো। ২ উৎপত্তি; জন্ম। জনন কোষ (বিশেষ্য) উদ্ভিদ দেহের যে সকল কোষমধ্যে অতিসূক্ষ্ণ প্রাণপদার্থের উৎপত্তি হয় তা; germcell । জনন যন্ত্র (বিশেষ্য) যার সাহায্যে সন্তান উৎপাদিত হয়; লিঙ্গ; যোনি। জনন রস (বিশেষ্য) ১ শুক্র; বীর্য। ২ স্ত্রী মাছ ডিম পাড়ার পর পুরুষ মাছ এসে ডিমের উপর যে শুক্রাণু -রস ছড়িয়ে দেয় তা। জননাশৌচ (বিশেষ্য) হিন্দু শাস্ত্রবিধানে সন্তান প্রভৃতি জন্মের ফলে প্রতিপালনীয় অশৌচ; সূতিকাশৌচ। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word জননী English definition [জনোনি] (বিশেষ্য) ১ মাতা; গর্ভধারিণী; প্রসূতি; জন্মদাত্রী। ২ উৎপাদিকা; উৎপাদনকারিণী। {(তৎসম বা সংস্কৃত) জনন+ঈ(ঙীপ্)}
- Bengali Word জননীয় English definition [জনোনিয়ো] (বিশেষণ) জননযোগ্য; উৎপাদনের উপযুক্ত; উৎপাদনীয়। {(তৎসম বা সংস্কৃত) √জন্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word জননেন্দ্রিয় English definition [জনোনেন্দ্রিয়ো] (বিশেষ্য) যে ইন্দ্রিয়ের দ্বারা সন্তান জন্ম দেওয়া হয়; নারীপুরুষের জননযন্ত্র; উপস্থ; শিশ্ন; যোনি। {(তৎসম বা সংস্কৃত) জনন+ইন্দ্রিয়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জনম English definition [জনোম্] (বিশেষ্য) জন্ম। {(তৎসম বা সংস্কৃত) জন্ম। {(তৎসম বা সংস্কৃত) জন্ম>(স্বরাগমে)জনম}
- Bengali Word জনমেজয় English definition ⇒ জন্মেজয়
- Bengali Word জনা ১ English definition [জনা] (বিশেষ্য) ১ জন; ব্যক্তি; লোক (যুদ্ধ দিবে কোন জনা-কৃত্তিবাস ওঝা)। ২ প্রাণী; জীব (স্বর্গ মর্ত্ত্য পাতালে কাঁপির সর্ব্বজনা-কৃত্তিবাস ওঝা)। ৩ ব্যক্তি বা মাথা গুণতির হিসাব (জনাপিছু, জনাপাঁচেক)। জনাকতক (বিশেষণ) কয়েকজন। জনা-জনা (বিশেষ্য) প্রত্যেক লোক; প্রতিজন। জনাজাত, জনাজুটি (ক্রিয়াবিশেষণ) মাতাপিছু; জনপ্রতি। {(তৎসম বা সংস্কৃত) জন+(বাংলা) আ}
- Bengali Word জনা ২ English definition [জনা] (বিশেষ্য) মহাভারতে উল্লেখিত নীরধ্বজ রাজার মহিষী; প্রবীরের মাতা। {(তৎসম বা সংস্কৃত) জন+আ(টাপ্)}
- Bengali Word জনাকীর্ণ English definition [জনাকির্নো] (বিশেষণ) জনবহুল; বহুলোক আছে-মুঃ আবদুর রাজ্জাক)। {(তৎসম বা সংস্কৃত) জন+আকীর্ণ; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জনাতিগ English definition [জনাতিগো] (বিশেষণ) লোকাতীত। {(তৎসম বা সংস্কৃত) জন+অতিগ; ৬ (তৎপুরুষ সমাস)}