জ পৃষ্ঠা ৪
- Bengali Word জঘন্য English definition [জঘোন্নো] (বিশেষণ) ১ কদর্য; কুৎসিত; নোংরা। ২ ঘৃণিত; গর্হিত। ৩ নীচ; হেয়। জঘন্যতা বি। {(তৎসম বা সংস্কৃত) জঘন+য(যৎ)}
- Bengali Word জঙ English definition ⇒ জং
- Bengali Word জঙ্গ ২, জংগ ২ English definition [জঙ্গো] (বিশেষ্য) ১ যুদ্ধ; লড়াই। ২ তুমুল কলহ; প্রচণ্ড ঝগড়া। জঙ্গি বিণ। জঙ্গি বিণ। জঙ্গডিঙ্গা (বিশেষ্য) যুদ্ধ জাহাজ; রণতরী। জঙ্গনামা (বিশেষ্য) যুদ্ধবিবরণ; যুদ্ধ বিষয়ক গ্রন্থ; যুদ্ধকাহিনী সংবলিত বাংলা কাব্যবিশেষ। জঙ্গবাজ (বিশেষ্য), (বিশেষণ) যোদ্ধা; বীর পুরুষ। জঙ্গবারি (বিশেষণ) জঙ্গি; রণনিপুণ; রণদক্ষ (জীয়ন্ত মরার করে হিসাব হাজিরী। আর দুই লক্ষ সেনা আইল জঙ্গবারি-হেয়াত মাহমুদ)। জঙ্গবাহাদুর (বিশেষণ) রণকুশল; সমরকুশলী। জঙ্গবাহাদুরি (বিশেষ্য) রণকুশলতা; সমরকৌশল বা যুদ্ধপটুত্ব (মুসলমানের শুধু জঙ্গ বাহাদুরী পরিচয়ই যে আছে তা নয়-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) জঙ্গ্}
- Bengali Word জঙ্গম English definition [জঙ্গোম্] (বিশেষণ) ১ গতিশীল; স্থাবরের বিপরীত; চলমান; সচল। ২ প্রাণবিশিষ্ট। ৩ প্রাণী। জঙ্গমভূত (বিশেষ্য) জৈব পদার্থ (মনুষ্য সমাজ কেবল জাড্যগুণে জঙ্গম-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ প্রাণী। □(বিশেষণ) প্রাণবিশিষ্ট। জঙ্গমতা (বিশেষ্য) ১ গতিশীলতা; চঞ্চলতা (জীবনের বিকাশে এই প্রাথমিক জঙ্গমতাও ধরা পড়েনি-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ অস্থায়িত্ব; পরিবর্তনশীলতা (স্বেচ্ছাচারে উচ্চ চূড়ার জঙ্গমতা-বুদ্ধদেব বসু)। জঙ্গমভূত (বিশেষ্য) জৈব পদার্থ। {(তৎসম বা সংস্কৃত) √গম্+যঙ্>√জঙ্গম্+অ(অচ্)}
- Bengali Word জঙ্গল, জংগল English definition [জঙ্গোল্] (বিশেষ্য) ১ বন; অরণ্য। ২ ঝোপঝাড়পূর্ণ স্থান। ৩ আগাছা; ঝোপঝাড়। ৪ নির্জন স্থান। জঙ্গল বাড়ি, জঙ্গলবুরি তালুক, জঙ্গল বুড়ি (বিশেষ্য) যে জঙ্গলপূর্ণ তালুক অল্প খাজনায় বিলি করে প্রজার দ্বারা জঙ্গল কাটিয়ে আবাদ করা হয়। জঙ্গুলে, জংগুলে, জংগলিয়া (বিশেষণ) জঙ্গলপূর্ণ; জঙ্গলময়; আরণ্য; বুনো অভব্য। {(ফারসি) জঙ্গল+(বাংলা) ইয়া>এ; (তৎসম বা সংস্কৃত) √গল্+যঙ্+অ(অচ্)}
- Bengali Word জঙ্ঘ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জঙ্ঘো] (বিশেষ্য) হাঁটু (জঙ্ঘের উপর শির নাহিক চেতনা-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) জঙ্ঘা>}
- Bengali Word জঙ্ঘা English definition [জঙ্ঘা] হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত; জাং, ঠ্যাং। {(তৎসম বা সংস্কৃত) √হন্+য(যঙ্)+অ(ড)+আ(টাপ্)}
- Bengali Word জজ English definition [জজ্] (বিশেষ্য) বিচারক; বিচারপতি; বিচারকর্তা। জজপণ্ডিত, জজ মৌলবি (বিশেষ্য) ইংরেজ শাসনের প্রথম দিকে যে সকল পণ্ডিত ও মৌলবি হিন্দু ও মুসলমান আইন-সংক্রান্ত বিষয়ে ইংরেজদের সাহায্য করতেন। জজিয়তি, জজগিরি (বিশেষ্য) জজের কাজ; বিচারকার্য। ২ জজের পদ। {(ইংরেজি) Judge}
- Bengali Word জজবা, জযবা English definition [জজ্বা] (বিশেষ্য) ১ ভাবোন্মত্ততা; ভাবাবেগ; ঐশী আবেগ বা অনুভূতি (পীর সাহেবের প্রায়ই জযবা আসিত-আবুল মনসুর আহমদ; জযবা ও সলুক খতম করিয়া ‘ফানা’ ও ‘বাকা’ লাবে সমর্থ হইয়াছেন-আবুল মনসুর আহমদ; তাহাদের সকলেরই জজবার ভাব উপস্থিত-নজিবর রহমান)। ২ অনুভূতি। {(আরবি) জজবাহ}
- Bengali Word জজানো, জজান English definition [জজানো] (বিশেষ্য) ১ সংক্রমিত করা; স্পর্শ দ্বারা চতুর্দিকে জিনিসপত্র অশুচি করা বা একাকার করা (হেঁসেলে নিয়ে সাত রাজ্যি জজানো হয়েছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। □(ক্রিয়া) হিন্দু পুরোহিতের যজমানের বাড়িতে পূজা করা। {√জজ (ণিচ্)+আনো}
- Bengali Word জজিরা, জযিরা English definition [জোজিরা] (বিশেষ্য) দ্বীপ; উপদ্বীপ। জজিরাতুল আরব (বিশেষ্য) আরব উপদ্বীপ (মক্কা ছিল গো রাজধানী যেন জযিরাতুল আরবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জযীর}
- Bengali Word জঞ্জাল English definition [জন্জাল্] (বিশেষ্য) ১ আবর্জনা; রাবিশ (বিজ্ঞানের রত্নগুলোকে কেমন করে সাহিত্যের সরস জঞ্জালে আবৃত করে রাখা হয়েছে-আকবর আলী)। ২ আগাছা। ৩ ঝঞ্ঝাট; উৎপাত; উপদ্রব (জীবন যৌবন মোর হইল জঞ্জাল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা>}
- Bengali Word জট English definition [জট্] (বিশেষ্য) ১ জটা; বিশৃঙ্খলভাবে জড়িয়ে গাঁট হওয়া কেশগুচ্ছ; চাপবাঁধা চুল। ২ গ্রন্থি; গিট (জট পাকানো, জটপড়া)। ৩ চুল; কেশ (জটে দড়ি দিয়া বীরে বান্ধিলেক চালে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ গাছের বা বটের ঝুরি। ৫ মনের জটিল অবস্থা বা তালগোল পাকানো অবস্থা। জট পাকানো, জট পড়া, জট বাঁধা (ক্রিয়া) ১ কেশগুচ্ছ জড়িয়ে গাঁট হওয়া। ২ তালগোল পাকিয়ে জটিলতার সৃষ্টি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) জটা>}
- Bengali Word জটলা, জটল্লা English definition [জট্লা, জটোল্লা] (বিশেষ্য) ১ অনেক লোকের একক পরামর্শ বা জল্পনা; জোট বেঁধে গল্পগুজব। ২ বহু লোকের সমাবেশ; ভিড়। {(তৎসম বা সংস্কৃত) √জট্+(বাংলা) লা}
- Bengali Word জটা English definition [জটা] (বিশেষ্য) ১ গ্রন্থি বা জড়ানো অবস্থা (পাকালে জটা আটা মেখে চুলে-কৃত্তিবাস ওঝা)। ২ সংহত কেশ; জট; যে চুল জড়িয়ে যাওয়ার ফলে চাপ খেয়ে শক্ত হয়ে গিয়েছে। ৩ কেশর। ৪ গাছের বা বটের ঝুরি। জটাচীর (বিশেষ্য) সন্ন্যাসের সাজ; জটা ও ছিন্ন বস্ত্র (জটাচীরধারী)। জটাজাল, জটাজুট (বিশেষ্য) ১ জটাসমূহ; চুলের জটরাশি (লড়িল মস্তকে জটাজূট-মাইকেল মধুসূদন দত্ত)। ২ চূড়াবাঁধা জটা। জটাধর, জটাধারী (বিশেষণ) জট ধারণ করেছে এরূপ। জটাধরা, জটাধারিণী (স্ত্রীলিঙ্গ)। জটামাংসী (বিশেষ্য) একপ্রকার সুগন্ধ দ্রব্য; spikenard। জটাল (বিশেষণ) ১ জটাযুক্ত; জটাধারী। ২ বটবৃক্ষ। ৩ সিংহ। ৪ ব্রহ্মচারী। {(তৎসম বা সংস্কৃত) √জট্+অ(অচ্)+ আ(টাপ্)}
- Bengali Word জটায়ু English definition [জটায়ু] (বিশেষ্য) রামায়ণে বর্ণিত পক্ষীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জট+আয়ু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জটিবুড়ি, জটিয়া English definition ⇒ জটে
- Bengali Word জটিল English definition [জোটিল্] (বিশেষণ) ১ জটাযুক্ত; জটাবিশিষ্ট (জটিল তপস্বী বেটা ভারি কি এমন-কৃত্তিবাস ওঝা)। ২ জড়ানো; পাকানো; পেঁচানো। ৩ দুর্বোধ্য। ৪ গোলমেলে (জটিল ব্যাপার)। ৫ কঠিন যা সমাধান করা দুরূহ; উত্তর দেওয়া কষ্টকর এরূপ (জটিল প্রশ্ন)। ৬ ব্রহ্মচারী। জটিলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কুটবুদ্ধিসম্পন্না। ২ কুঁদুলী। ৩ বধূদের দোষ ধরতে নিপুণা। □(বিশেষ্য) রাধিকার শাশুড়ির নাম। {(তৎসম বা সংস্কৃত) জটা+ইল (ইলচ্)}
- Bengali Word জটী (-টিন্) English definition (বিশেষণ) জটাধারণকারী; জটাধারী; জটবিশিষ্ট। □(বিশেষ্য) ১ জটাধারী পুরুষ; ব্রহ্মচারী। ২ সিংহ। ৩ বটবৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) জটা+ইন্}
- Bengali Word জটুল English definition [জোটুল্] (বিশেষ্য) জড়ুল; দেহের জন্মগত দাগবিশেষ যা তিলের চেয়ে বড় এবং ক্রমশ লোমশ হয়। {(তৎসম বা সংস্কৃত) জট+উল}