ট পৃষ্ঠা ১০
- Bengali Word টি-টি-আই English definition [টিটিআই] (বিশেষ্য) ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (কাঠের পেন্সিল নিয়ে টি-টি-আই উঠে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) T.T.I=travelling ticket inspector}
- Bengali Word টিংটিং, ট্যাংট্যাং English definition [টিঙ্টিঙ্, ট্যাঙ্ট্যাঙ্] ক্রিবি (আসম্ভ্রমের ভাব জড়িত) চলার রকম; কোনো রকম চলা। টিংটিঙে (বিশেষণ) কাঠির মতো রোগা; কৃশ (সবকটি ছেলেমেয়েই রোগা টিংটিঙে চেহারা-মবিনউদ্দীন আহমদ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিউটর English definition [টিউটর্] (বিশেষ্য) শিক্ষক। প্রাইভেট টিউটর (বিশেষ্য) গৃহ-শিক্ষক। {(ইংরেজি) tutor}
- Bengali Word টিউব English definition [টিউব] (বিশেষ্য) নল; চোঙ্গা। টিউব রেলওয়ে (বিশেষ্য) মাটির নিচে সুড়ঙ্গ রেলপথ (লন্ডনে টিউব রেলওয়ের নাম দুনিয়া জোড়া-মুহম্মদ আবদুল হাই)। {(ইংরেজি) tube}
- Bengali Word টিউমার English definition [টিউমার্] (বিশেষ্য) শরীরের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া অবাঞ্ছিত মাংসপিণ্ড; আব। {(ইংরেজি) tumour}
- Bengali Word টিউশানি, টিউশনি, টুইশনি English definition [টিউশানি, টিউশোনি, টুইশোনি] (বিশেষ্য) গৃহশিক্ষকতা (টুইশানি না থাকিলে একবেলা আহারও জুটিত না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(ইংরেজি) tuition}
- Bengali Word টিক English definition [টিক্] (বিশেষ্য) ১ টক অপেক্ষা লঘু ও ক্ষীণ শব্দ। ২ বন্দুকের টিপ; তাক; নিশানা; লক্ষ্য। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিকটিক English definition [টিক্টিক্] (বিশেষ্য) ১ পুনঃপুন টিক শব্দ। ২ ঘড়ির দোলকের শব্দ (ঘড়ি করে টিক টিক)। ৩ নিষেধসূচক বকাবকি। ৪ বিপদ বোঝায় এমন বাক্য। ৫ সতর্কীকরণ। টিকটিক করা (ক্রিয়া) ১ সকল সময়ে দোষ অনুসন্ধান করা। ২ নিষেধ জানিয়ে বকাবকি করা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিকটিকি ১ English definition [টিক্টিকি] (বিশেষ্য) ১ সরীসৃপজাতীয় প্রাণী; গৃহগোধিকা। ২ কোনো স্থানে যাওয়ার সময়ে বা কোনো কাজ করার সময়ে নিষেধার্থক ইঙ্গিত (হাঁচি টিকটিকি বাধা, যে না মানে সে গাধা-খনার বচন)। টিকটিকি পড়া (ক্রিয়া) যাওয়ার সময়ে বা কোনো কাজ করবার সময়ে নিষেধার্থক ইঙ্গিত করা বা হওয়া। {ধ্বন্যাত্মক টিকটিক+ই}
- Bengali Word টিকটিকি ২ English definition [টিক্টিকি] (বিশেষ্য) ১ গুপ্ত পুলিশ বা গোয়েন্দা; detective। ২ যে ত্রিকোণাকার কাষ্ঠদণ্ডে বেঁধে ফৌজদারি অপরাধীকে বেত মারা হয়। {(ইংরেজি) detective}
- Bengali Word টিকনি, টিকলি ১ English definition [টিক্নি, টিক্লি] (বিশেষ্য) ১ লম্ফন ঝম্পন; বালকরা কোলে থেকে পায়ের উপর জোর দিয়ে যে লাফ দেওয়ার চেষ্টা করে তাকে টিকনি মারা বলে। ২ এক রকম বার্নিশ। {(হিন্দি) টকরানা}
- Bengali Word টিকর ১ English definition ⇒ টেকর
- Bengali Word টিকর ২, টিখর English definition [টিকর্, টিখর্] (বিশেষণ) (আঞ্চলিক) তীব্র; প্রখর। {(তৎসম বা সংস্কৃত) তীক্ষ্ণ>তীক্ষণ {ড়}>তিখর/তিকর>টিকর}
- Bengali Word টিকর ৩ English definition [টিকর্] (বিশেষণ) টেংরা; বেড়া; আল; জাঙাল; বাঁধ। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ+র>তুঙ্গরা>টংগরা>টেংরা>টিকরা}
- Bengali Word টিকরা English definition [টিক্রা] (বিশেষ্য) পাখিবিশেষ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিকলি ২ English definition [টিক্লি] (বিশেষ্য) ১ স্ত্রীলোকের ললাটের একপ্রকার অলঙ্কার। ২ তিলক; ফোঁটা; বিন্দু (অভ্র চিকন টিকলি জলের ঝলমলিয়ে যায় বাতাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ ছোট চাকতি; টাকার মতো চক্রখণ্ড। ৪ খণ্ড; টুকরা। {(তৎসম বা সংস্কৃত) তিলক>}
- Bengali Word টিকসই English definition ⇒টেকসই
- Bengali Word টিকা English definition □টিপয়
- Bengali Word টিকা ১, টীকা ১ English definition [টিকা] (বিশেষ্য) কপালের ফোঁটা; তিলক; রাজচিহ্ন (ভালে টীকা দিয়া মাতা কৈলে মৃগরাজ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তিলক>(প্রাকৃত) টিক্ক>}
- Bengali Word টিকা ২, টীকা ২, টিকে English definition [টিকা, টিকা, টিকে] (বিশেষ্য) তামাক জ্বালাবার জন্য অঙ্গারাদি দ্বারা তৈরি দ্রব্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বটিকা>}