ট পৃষ্ঠা ২৩
- Bengali Word ট্রাজেডি English definition ⇒ ট্রাজেডি
- Bengali Word ট্রান্সপোর্টেশন English definition [ট্রান্স্পোর্টেশন্] (বিশেষ্য) দ্বীপান্তর; স্বদেশ থেকে বহিষ্করণ; নির্বাসন। {(ইংরেজি) transportation}
- Bengali Word ট্রান্সফার, ট্র্যান্সফার English definition [ট্রান্স্ফার্] (বিশেষ্য) বদলি; স্থানান্তর-করণ; স্থান পরিবর্তন। ট্রান্সফার সার্টিফিকেট (বিশেষ্য) এক বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতিপত্র। {(ইংরেজি) transfer}
- Bengali Word ট্রাফিক, ট্র্যাফিক English definition [ট্রাফিক্, ট্র্যাফিক্] (বিশেষ্য) রাস্তায় লোক ও মালপত্র প্রভৃতির গমনাগমন। ট্রাফিকজ্যাম (বিশেষ্য) যানবাহনের অত্যধিক ঠাসাঠাসি অবস্থা। ট্রাফিক পুলিশ (বিশেষ্য) যানবাহন নিয়ন্ত্রণকারী পুলিশ। {(ইংরেজি) traffic}
- Bengali Word ট্রাভেল English definition ⇒ ট্র্যাভেল
- Bengali Word ট্রাম English definition [ট্রাম্] (বিশেষ্য) লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুৎবাহিত (পূর্বে অশ্বচালিত) গাড়ি। {(ইংরেজি) tram}
- Bengali Word ট্রাষ্ট English definition ⇒ ট্রাস্ট
- Bengali Word ট্রাস্ট, ট্রাষ্ট English definition [ট্রাস্ট্] (বিশেষ্য) ন্যাস; স্থাপন; অর্পণ। ট্রাস্টি, ট্রাষ্টি, ট্রাষ্টী (বিশেষ্য) অর্পিত দ্রব্যের রক্ষাকারী। {(ইংরেজি) trust}
- Bengali Word ট্রায়াল English definition ⇒ ট্রায়েল
- Bengali Word ট্রায়েল, ট্রায়াল English definition [ট্রায়েল্, ট্রায়াল্] (বিশেষ্য) ১ যাচাই করা; পরীক্ষা (মাকে বলা মাত্রই দুই ট্রায়েলের পরই ঠিক জিনিষ তৈরি করে দেন-সৈয়দ মুজতবা আলী)। ২ বিচার। {(ইংরেজি) trial}
- Bengali Word ট্রিগার English definition [ট্রিগার্] (বিশেষ্য) বন্দুকের ঘোড়া (সুযোগ বুঝিয়া তাঁহার পকেটস্থ পিস্তলের ট্রিগার টিপিয়া দেন-মোঃ ওয়ালিউল্লাহ)। {(ইংরেজি) trigger}
- Bengali Word ট্রে English definition [ট্রে] (বিশেষ্য) বারকোশ; খুঞ্জা; দ্রব্য বহনের থালাবিশেষ। {(ইংরেজি) tray}
- Bengali Word ট্রেজারি English definition [ট্রেজারি] (বিশেষ্য) সরকারি কোষাগার; ধনাগার; খাজাঞ্চিখানা। {(ইংরেজি) treasury}
- Bengali Word ট্রেঞ্চ English definition [ট্রেন্চ্] (বিশেষ্য) পরিখা; খাত; খাদ বা খানাবিশেষ (এই সাতদিন ধরে একরোখা ট্রেঞ্চে কাদায় শুয়ে শুয়ে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) trench}
- Bengali Word ট্রেডমার্ক English definition [ট্রেড্মার্ক্] (বিশেষ্য) পণ্যচিহ্ন (রেজিস্টার্ড ট্রেড মার্ক)। {(ইংরেজি) trade mark
- Bengali Word ট্রেন English definition [ট্রেন্] (বিশেষ্য) রেলগাড়ি; রেললাইনের উপরে ইঞ্জিনের দ্বারা চালিত বগিসমূহ (জীবনের ট্রেন চলেছে ছুটে-আশরাফ সিদ্দিকী)। {(ইংরেজি) train}
- Bengali Word ট্রেসপাস English definition [ট্রেস্পাস্] (বিশেষ্য) অনধিকার প্রবেশ; অন্যের এলাকায় প্রবেশ। {(ইংরেজি) trespass}
- Bengali Word ট্র্যাজিডি, ট্র্যাজেডি, ট্রাজেডি English definition [ট্র্যাজিডি, ট্র্যাজেডি, ট্র্যাজেডি] (বিশেষ্য) ১ শোকাবহ ঘটনা বা ব্যাপার; দুঃখজনক ব্যাপার বা ঘটনা (বেচারাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডী-কাজী নজরুল ইসলাম)। ২ দুঃখজনক অবস্থা বা ঘটনাসংবলিত রচনা বা বিয়োগান্ত নাটকাদি। গ্রিক ট্র্যাজিডি (বিশেষ্য) বিশেষ লক্ষণযুক্ত বিষাদাত্মক রচনা। ট্র্যাজিক (বিশেষণ) বিয়োগান্ত; বিষাদময় (তার ট্র্যাজিক পরিণামের কাহিনী-আনিসুজ্জামান)। {(ইংরেজি) tragedy}
- Bengali Word ট্র্যাডিশন English definition [ট্র্যাডিশন্] (বিশেষ্য) ঐতিহ্য (অভিজাত বংশের ট্র্যাডিশন অর্থাৎ ঐতিহ্যনির্ভর পটভূমি না থাকলে-আ.ন.ম. বজলুর রশীদ)। {(ইংরেজি) tradition}
- Bengali Word ট্র্যাভেল, ট্রাভেল English definition [ট্র্যাভেল্, ট্রাভেল্] (বিশেষ্য) ভ্রমণ; পর্যটন। {(ইংরেজি) travel}