ট পৃষ্ঠা ৭
- Bengali Word টাকা ২ English definition [টাকা] (বিশেষ্য) ১ একশত পয়সার সমমানের মুদ্রা; মুদ্রাবিশেষ। ২ অর্থ; ধন (অনেক টাকা, টাকার মানুষ)। টাকা উড়ানো, টাকা ওড়ানো (ক্রিয়া) অর্থ অপব্যয় করা; টাকা পয়সা অযথা ব্যয় করা। টাকাওয়ালা (বিশেষণ) ধনী; ধনশালী; বিত্তবান। টাকাকড়ি (বিশেষ্য) অর্থ; ধন সম্পত্তি। টাকা করা (ক্রিয়া) টাকা জমানো; সঞ্চয় করা বা উপার্জন করা। টাকাটা সিকেটা (বিশেষ্য) কিছু অর্থ; যৎসামান্য পয়সাকড়ি। পয়সা (বিশেষ্য) অর্থ-সম্পত্তি; ধনদৌলত। টাকা ভাঙানো (ক্রিয়া) ১ টাকার বদলে খুচরা পয়সা নেওয়া। □(বিশেষ্য) টাকা ও খুচরা পয়সার বিনিময়। টাকার আণ্ডিল (বিশেষ্য) বিপুল ধনের অধিকারী ব্যক্তি। টাকা কুমির (বিশেষ্য) প্রভূত ধনশালী। টাকার গরম (বিশেষ্য) ধনদৌলতের অহঙ্কার; ধনগর্ব। টাকার মানুষ (বিশেষ্য) ধনী। টাকার মুখ দেখা (ক্রিয়া) ১ ধন সংগ্রহে সফল হওয়া। ২ নতুন পথে ভালো উপার্জন করা। টাকার যখ (বিশেষ্য) কুবের তুল্য ধনী; ধনকুবের। টাকার শ্রাদ্ধ (বিশেষ্য) অপরিমিত অর্থের অপব্যয়; বিপুল অর্থের অপচয়। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কা>}
- Bengali Word টাকার English definition [টাকার্] ((প্রাচীন বাংলা)) (বিশেষ্য) ১ ঘুষি। ২ ধারালো অস্ত্রবিশেষ (টাকারের ঘাএ কংসে লইব পরাণে-বড়ু চণ্ডীদাস)। {টৌকা>}
- Bengali Word টাকাহার English definition [টাকাহার] (বিশেষ্য) একপ্রকার সুগন্ধি লতা। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word টাকু, টাকুরা, টেকো, টাকুর English definition [টাকু, টাকুরা, টেকো, টাকুর্] (বিশেষ্য) ১ সুতা কাটার ও জড়িয়ে রাখার এক প্রকার শলাকা; তকলি। ২ নাটাই। {(তৎসম বা সংস্কৃত) তর্কু>(প্রাকৃত) তক্কু>
- Bengali Word টাগ English definition [টাগ্] (বিশেষ্য) ১ চরণ (কেশের আগ, চুম্বয়ে টাগ-চণ্ডীদাস)। ২ জঙ্ঘা। ৩ হাঁটু। {(তৎসম বা সংস্কৃত) টঙ্গ(জঙ্ঘা)>}
- Bengali Word টাঙন, টাংগন, টাঙ্গন English definition [টাঙোন্, টাঙ্গোন্, টাঙ্গন] (বিশেষ্য) পার্বত্য অশ্ব; পাহাড়ি ঘোড়া। {(তৎসম বা সংস্কৃত) তুরঙ্গম}
- Bengali Word টাঙা, টাংগা, টাঙ্গা, টোংগা, টোঙ্গা English definition [টাঙা, টাঙ্গা, টাঙ্গা, টোঙ্গা] (বিশেষ্য) টাটু ঘোড়াবাহিত দুই চাকার গাড়িবিশেষ (তিনি মাত্র একটি সুটকেশ নিয়ে টাঙ্গায় করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। টাঙাওয়ালা (বিশেষ্য) টাটু ঘোড়া-বাহিত দুই চাকার গাড়ির চালক বা গাড়োয়ান (টাঙাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনি কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tonga}
- Bengali Word টাঙানো, টাঙ্গানো, টাঙ্গান English definition [টাঙানো, টাঙ্গানো, টাঙ্গানো] (ক্রিয়া) ১ লটকানো; ঝুলিয়ে রাখা; ঝুলানো। ২ খাটানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টাঙি English definition ⇒টাংগি
- Bengali Word টাঙ্গা ১, টাঙ্গাওয়ালা English definition ⇒ টাঙা
- Bengali Word টাঙ্গি, টাঙি English definition [টাঙ্গি, টাঙি] (বিশেষ্য) পরশু; কুঠার জাতীয় লৌহ নির্মিত অস্ত্রবিশেষ। {⇒ টাংগি}
- Bengali Word টাঙ্গি, টাঙ্গী English definition ⇒টাংগি
- Bengali Word টাট ১ English definition [টাট্] (বিশেষ্য) ১ পূজায় ব্যবহৃত থালা; তাম্রপাত্রবিশেষ। ২ কাষ্ঠনির্মিত উচ্চাসন। ৩ গদি; সওদাগর বা মহাজনের বসার স্থান। ৪ কপটতা। ৫ মোহ। ৬ পর্দা; বেড়া। ৭ ক্যাম্বিসের কাপড় (ইউছুফ ঢাকয়া তায় গায়ে দিল টাট-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
- Bengali Word টাট ৩ English definition [টাট্] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি; অপরাধ। ২ বিপদ; দুঃখ; ক্লেশ (কংশ শুনিলে পড়ি যাইবে টাটে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ত্রুটি> টুটা/টোট>টাট}
- Bengali Word টাটকা English definition [টাট্কা] (বিশেষণ) ১ সতেজ; তাজা (টাটকা মাছ, টাটকা ফল)। ২ আনকোরা; নতুন। ৩ সদ্যোজাত। {(তৎসম বা সংস্কৃত) তৎকাল>}
- Bengali Word টাটানো, টাটান English definition [টাটানো] (ক্রিয়া) টনটন করা; বেদনা করা; কঠিন যন্ত্রণাবোধ হওয়া (ফোঁড়াটা টাটাচ্ছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। টাটানি (বিশেষ্য) ১ বেদনা; ব্যথা। ২ টনটনানি। চোখ টাটানো (ক্রিয়া) অন্যের সৌভাগ্যে ঈর্ষা করা। {(তৎসম বা সংস্কৃত) √তট্>}
- Bengali Word টাটি ১, টাটী ১, টাট্টি ১ English definition [টাটি, টাটী, টাট্টি] (বিশেষ্য) ১ বাঁশের তৈরি বেড়া; ঝাঁপ; দরমার বেড়া। ২ আবরণ (এই সংসার ধোকার টাটী-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
- Bengali Word টাটি ২, টাটী ২, টাঠি English definition [টাটি, টাটি, টাঠি] (বিশেষ্য) ১ মাটির তৈরি ছোট পাত্রবিশেষ; মাটির ছোট খুরি (ভাণ্ড টাটী বাটাবাটী পরিপূর্ণ ঘর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
- Bengali Word টাটি ৩, টাটী ৩, টাট্টি ২ English definition [টাটি, টাটি, টাট্টি] (বিশেষ্য) ১ পায়খানা; মলত্যাগের স্থান। ২ বাহ্য (টাট্টি যাওয়া, টাটী ফেরা)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>; (তুলনীয়) (ইংরেজি) latrine}
- Bengali Word টাটু, টাট্টু English definition [টাটু, টাট্টু] (বিশেষ্য) ক্ষুদ্রকায় অশ্ববিশেষ; ছোট ঘোড়া; pony। {(হিন্দি) টাট্টু}টাট্টী ⇒ টাটি১, টাটি৩