ট পৃষ্ঠা ১২
- Bengali Word টিন English definition [টিন্](বিশেষ্য) ১ রুপার মতো সাদা এক প্রকার ধাতু; রঙের কলাই করা লোহার পাতবিশেষ। ২ রাং। ৩ টিনের পাত্র। {(ইংরেজি) tin}
- Bengali Word টিনচার আয়োডিন English definition [টিন্চার্ আয়োডিন্](বিশেষ্য)ক্ষতাদির পচন ও বিষক্রিয়া নিবারক ঔষধবিশেষ। {(ইংরেজি) tincture iodine}
- Bengali Word টিনটিন English definition [টিন্টিন্] (অব্যয়) কৃশতা বা রুগ্নতা প্রকাশের শব্দ (টিনটিন করা)। টিনটিনে (বিশেষণ) রুগ্নতার জন্য অত্যন্ত কৃশ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিপ ১ English definition [টিপ্] (বিশেষ্য) ১ কপালের ফোঁটা বা সেইরূপ অলঙ্কারবিশেষ (কপালের একটি ছোট উল্কী টিপের মত দেখাইত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; পরিতেছিলাম কপালে সোনার টিপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তিলক; টিকা (জাগো সূর্যের টীপ পরি জয়ন্তিকা-কাজী নজরুল ইসলাম)। ৩ বুড়ো আঙুলের অগ্রভাগের ছাপ; টিপসই। ৪ দুই আঙ্গুলের অগ্রভাগ দ্বারা চেপে বা টিপে রাখা যায় এমন পরিমাণ (একটিপ নস্য)। ৫ ত্যাগ; নিশানা; লক্ষ্য। ৬ টিপে বা চিমটি কেটে প্রদত্ত গুপ্ত সংকেত। ৭ প্ররোচনামূলক গুপ্ত সংকেত বা ইঙ্গিত। ৮ হুন্ডি; হাত চিঠা। ৯ ভাংচি। ১০ আঙুরের চাপ। টিপকল (বিশেষ্য) ১ যা টিপে খোলা বা বন্ধ করা হয়। ২ অলঙ্কারের দুই মুখ টিপে জুড়ে দেওয়ার মতো অংশ। টিপবাতি (বিশেষ্য) টর্চলাইট। টিপসহি, টিপসই (বিশেষ্য) বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগের ছাপ; স্বাক্ষরস্বরূপ গৃহীত বৃদ্ধাঙ্গুলির ছাপ। টিপে দেওয়া (ক্রিয়া) ১ সংকেত করা। ২ ভাংচি দেওয়া। ৩ শিখিয়ে দেওয়া। {√টিপ্>; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √টিপ্ (প্রেরণ করা)}
- Bengali Word টিপ ২ English definition [টিপ্](বিশেষ্য) সাপের দংশন যাতে বিষদাঁত দেহে প্রবেশ করে। {(তৎসম বা সংস্কৃত) √টিপ্}
- Bengali Word টিপটপ English definition [টিপ্পট্](বিশেষণ) ১ গোছালো; শৃঙ্খলার সঙ্গে কাজ করে এরূপ; ছিমছাম ফিটফাট। ২ গোছানো; সুশৃঙ্খল। {(ইংরেজি) tiptop}
- Bengali Word টিপটাপ English definition [টিপ্টাপ্](ক্রিয়াবিশেষণ)বিন্দু বিন্দু জল পতন শব্দ। ২ গাছ থেকে ছোটো ফল পড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিপটিপ English definition [টিপ্টিপ্](অব্যয়)১ ফোঁটা ফোঁটা পানি বা বৃষ্টি পড়ার শব্দ (টিপ টিপ করে বৃষ্টি পড়া)। ক্ষীণতা প্রকাশক শব্দ (টিপটিপ করে আলো জ্বলা)। ৩ শারীরিক ও মানসিক ভয়ের অবস্থাজ্ঞাপক (বুক টিপটিপ করা)। ৪ বেদনাজ্ঞাপক (মাথা টিপ টিপ করা)। ৫ মন্থরতা প্রকাশক (টিপটিপ করে হাঁটা)। টিপটিপানো ক্রি। টিপটিপানি, টিপটিপুনি বি। টিপটিপে বিণ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিপন English definition [টিপন্](বিশেষ্য)১ মর্দন; টিপে দেওয়ার কাজ। ২ গোপনে আঘাতকরণ; গোপনে চিমটি কাটন; ইঙ্গিতকরণ। ৩ চাপ বা টিপ। টিপন নড়ি, টিপন নড়ী (বিশেষ্য) বাঁশের তৈরি তাঁতের অংশবিশেষ-তাঁত বোনার সময় যা দিয়ে ঝাঁপকে টিপতে হয়। {(তৎসম বা সংস্কৃত) √টিপ্+অন(ল্যুট্)}
- Bengali Word টিপরাই English definition □ টুকরা
- Bengali Word টিপা English definition ⇒টেপা
- Bengali Word টিপারা English definition [টিপারা](বিশেষ্য) ভারতের ত্রিপুরা প্রদেশ; বাংলাদেশে কুমিল্লা জেলার পূর্বনাম। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুর; Tippera}
- Bengali Word টিপিটিপি English definition [টিপিটিপি] (অব্যয়) মন্থর ধারা বা পতনের শব্দ। □(ক্রিয়াবিশেষণ) নিঃশব্দে বা সতর্কতার সাথে পা ফেলে চলা (টিপিটিপি যাওয়া)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিপে টিপে, টিপিয়া টিপিয়া English definition [টিপেটিপে,টিপিয়াটিপিয়া] (ক্রিয়াবিশেষণ) ১ ভিতরে ভিতরে; গোপনে। ২ চেপে চেপে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টিপ্পনী English definition [টিপ্পোনি] (বিশেষ্য) টীকা; তাৎপর্য ব্যাখ্যামূলক মন্তব্য। টিপ্পনী কাটা (ক্রিয়া) বিরূপ মন্তব্য প্রকাশ করা; কথাবার্তার মধ্যে বিদ্রূপাত্মক বাক্যের ব্যবহার করা; ফোড়ন কাটা। {(তৎসম বা সংস্কৃত) টীপ্পন+ঈ(ঙীপ্)}
- Bengali Word টিপ্স English definition [টিপ্স্](বিশেষ্য)বখশিশ ইত্যাদি (পিয়ন পল্তিকে মনি-অর্ডারের টাকা দিলে পল্তি দিল জোর টিপ্স-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tips}
- Bengali Word টিপয়, টিপাই English definition [টিপয়,টিপাই](বিশেষ্য) তেপায়া; তিনপায়াবিশিষ্ট টেবিলবিশেষ (বিছানার পাশে ওই টি-পয়ের পরে ছোট-বড় ওধুধের স্বাস্থ্যবান শিশিগুলো-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপদী>;(তুলনীয়) (ইংরেজি) tripod}
- Bengali Word টিফিন English definition [টিফিন্](বিশেষ্য) ১ জলযোগ; মধ্যাহ্নকালীন লঘু ভোজন। ২ বিদ্যালয়-অফিস-কারখানা প্রভৃতিতে জলযোগের জন্য কাজ থেকে কিছুক্ষণ বিরতি। {(ইংরেজি) tiffin}
- Bengali Word টিভি English definition ⇒টেলিভিশন
- Bengali Word টিম, টীম English definition [টিম্](বিশেষ্য)দল (ফুটবল টিম)। {(ইংরেজি) team}