ট পৃষ্ঠা ৯
- Bengali Word টাল ১ English definition [টাল্] (বিশেষ্য) ১ বক্রভাব; বক্রতা (লোহার কড়িতেও একটু টাল আছে)। ২ একদিকে ঝোঁক। ৩ টলে পড়ার ভাব (টাল খেয়ে চলা)। ৪ ধাক্কা; চোট; ঠেলা; ঠোকর (টাল খেয়ে খেয়ে চোট খেয়ে বড় হতে হয়-কাজী নজরুল ইসলাম)। ৫ বিপদ; ঝুঁকি; তাল (টাল সামলানো)। ৬ মিথ্যা প্রবোধ বা আশ্বাসবাক্য। ৭ টক্কর। টাল খাওয়া (ক্রিয়া) ১ টলা বা টক্কর খাওয়া (সে মাতাল অবস্থায় টাল খেতে খেতে চলেছে)। ২ রুগ্ন দুর্বল লোকের অথবা সদ্যোজাত শিশুর ধাক্কা বা অন্য প্রকার আঘাত লাগলে মৃত্যুর সম্ভাবনা থাকা; রোগী বা সদ্যোজাত শিশুর প্রাণ সংকটাবস্থা (কোলে তুলিসনে টাল যাবে-দীনবন্ধু মিত্র)। ৩ বেঁকে বা টোল খেয়ে যাওয়া। টাল দেওয়া (ক্রিয়া) ছলনা করে ঠেকিয়ে রাখা; এড়ানোর উদ্দেশ্যে মিথ্যা প্রবোধ বা আশ্বাস দেওয়া। টাল বাহানা ⇒ তালবাহানা। টাল মাটাল (অব্যয়) , (ক্রিয়াবিশেষণ) উভয় দিকে পুনঃপুন হেলন; টলমল অবস্থা (দুনিয়া আবার কাঁপিবে টালমাটাল-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) ১ অস্থিরতা বা চঞ্চলতার ভাব। ২ টালবাহানা; মিথ্যা অজুহাত দেখিয়ে ঘুরানো (এইমত টালমাটাল করিয়া বৎসরাবধি গেল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ প্রতারণা বা ছলনা।
- Bengali Word টাল ২ English definition [টাল্] (বিশেষ্য) ১ দ্রব্যাদির বিক্রয়ের স্থান; আড়ত; গোলা। ২ ফাঁড়ি; স্তূপ; রাশি (থালাবাসনের টাল)। ৩ বেগুন, লাউ, শশা ইত্যাদির গাছ লাগাবার চালা বা ছাউনি (বেগুন বা মরিচের টাল)। {(তৎসম বা সংস্কৃত) √টল্>}
- Bengali Word টালন English definition [টালন্] (বিশেষ্য) ১ টলানো বা হেলানো। ২ চালন। ৩ মিথ্যা অজুহাতে এড়িয়ে চলন। ৪ প্রতারণা। ৫ আলস্য পরায়ণতা; দীর্ঘসূত্রতা। {(তৎসম বা সংস্কৃত) √টল্+ণিচ্+অন(ল্যুট্}
- Bengali Word টালনি ১, টালুনি English definition [টাল্নি, টালুনি] (বিশেষ্য) ১ বৃথা সময় কাটানো। ২ ছলনা। {(তৎসম বা সংস্কৃত) টলন>টালন+ই,>; টাল+উনি}
- Bengali Word টালনি ২ English definition [টালনি] (বিশেষ্য) হেলন; টলন (চূড়ার টালনি বামে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) টলন>টালন+ই}
- Bengali Word টালা English definition [টালা] (ক্রিয়া) ১ আলস্যে কাল কাটানো; অবহেলা করা (মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল-ঘনরাম চক্রবর্তী)। ২ চঞ্চল করে বিচলিত করা; নাড়ানো। ৩ প্রতিজ্ঞা পালন না করা; ভাঁড়ানো (সত্য কথা মিথ্যা করি টালে-শিবায়ন)। ৪ না শোনা বা এড়ানো; অমান্য বা অগ্রাহ্য করা (সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৫ সান্ত্বনা দিয়ে রাখা; বুঝিয়ে থামানো (টেলে রাখা); স্তোক দেওয়া। ৬ প্রতারণা করা; ঠকানো (টেলে যাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √টল্> +ণিচ্=টাল্+আ=টালা}
- Bengali Word টালাটালি English definition [টালাটালি] (বিশেষণ) পুনঃপুন নড়চড়করণ। □(বিশেষ্য) অগ্রাহ্যকরণ (কথা টালাটালি)। {টালা+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)টালি}
- Bengali Word টালি, টাইল English definition [টালি, টাইল্] (বিশেষ্য) ঘরের ছাদ মেঝে প্রভৃতি ঢাকার খোলা চতুষ্কোণ দগ্ধ মৃত্তিকা খণ্ড বা প্রস্তরফলক। {(ইংরেজি) tile}
- Bengali Word টালিআঁ ((প্রাচীন বাংলা)) English definition [টালিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) টালিয়ে, আন্দোলিত করে। {(তৎসম বা সংস্কৃত) √টল্>}
- Bengali Word টালিলেক ((প্রাচীন বাংলা)) English definition [টালিলেকো] (ক্রিয়া) টলাল; এলাল (ছল করি টালিলেক রাধার পসার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √টল্>}
- Bengali Word টালুনি English definition ⇒ টালনি১
- Bengali Word টাস English definition [টাশ্] (অব্যয়) চড়ের শব্দ; ঠাস। টাসলাগা (ক্রিয়া) অবাক হওয়া; দম বন্ধ হওয়া (পান্নার মুখে কথা শুনে অমৃতের টাস লেগে গেল-সরদার জয়েনউদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টাড় English definition [টাড়] (বিশেষ্য) হাতের অলঙ্কারবিশেষ; তাগার মতো হাতের অলঙ্কার (বাহু করে টাড়বালা, ভুবন করেচে আলা-ঘনরাম চক্রবর্তী)। টাড়বালা, টারবালা, তারবালা (বিশেষ্য) উপর হাতের গহনাবিশেষ; হাতের অলঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তাড়ঙ্ক>}
- Bengali Word টাড়স English definition ⇒তাড়স
- Bengali Word টায়টায়, টায়টোয় English definition [টায়্টায়্, টায়টোয়্] (ক্রিয়াবিশেষণ) ১ ; ঠিক ঠিক; কাঁটায় কাঁটায়। ২ কোনোক্রমে; টেনে টুনে; উদ্বৃত্তহীন। {টাল=টায়, টোল=টোয়}
- Bengali Word টায়রা English definition [টায়্রা] (বিশেষ্য) স্ত্রীলোকের শিরোভূষণবিশেষ। {(ইংরেজি) tiara}
- Bengali Word টায়ার English definition [টায়ার্] (বিশেষ্য) চাকার রাবার-বেষ্টনী (এবার সাইকেলের আধখানা টায়ার-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) tyre}
- Bengali Word টি ১, টী ১ English definition [টি] ১ বিশেষ অর্থে বা নির্দিষ্ট অর্থে বাংলা প্রত্যয়টি ব্যবহৃত হয় (লোকটি, সেই লোকটি)। ২ আদরার্থে প্রয়োগ (ছেলেটি বেশ)। {(বাংলা) প্রত্যয়}
- Bengali Word টি ২ English definition [টি] (বিশেষ্য) শিশুর কপালে যে টিপ দেওয়া হয় (চাঁদের কপালে চাঁদ টি দিয়ে-ছড়া)। {টিপ>টি}
- Bengali Word টি ৩, টী ২ English definition [টি](বিশেষ্য) চা; উৎসাই গাছের পাতা; এক প্রকার অবসাদদূরকারী ও উৎসাহ সৃষ্টিকারী পানীয়। টি পার্টি (বিশেষ্য) যে মজলিশে চা পান করার জন্য নিমন্ত্রণ করা হয়; tea party। {(ইংরেজি) tea}