ট পৃষ্ঠা ৩
- Bengali Word টঙ্গস টঙ্গস English definition ⇒ ট্যাঙস ট্যাঙস
- Bengali Word টঙ্গি, টঙ্গিঘর English definition ⇒ টং৩
- Bengali Word টটমটি English definition [টট্মোটি] বিণ, (ক্রিয়াবিশেষণ) মোটামুটি; একরকম চলনসই। {(হিন্দি) টুমটাম>}
- Bengali Word টটামট English definition [টটামট্] (বিশেষণ) যৎকিঞ্চিৎ; কোনো রকম; যেমন তেমন; অতি সমান্য; ভাঙা ভাঙা (কাজ চলবার মতো টটামট লেখাপড়া আছে)। {(হিন্দি) টুমটাম>}
- Bengali Word টট্টর ১ English definition [টট্টর্] (অব্যয়) দ্রুত বা চটপট কথা বলার ভাব। টট্টরে (বিশেষণ) চালাক; সপ্রতিভ; স্মার্ট। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) চটপট}
- Bengali Word টট্টর ১ English definition [টট্টর্] (অব্যয়) ১ টাট্টু ঘোড়ার দৌড়ানোর শব্দ। ২ ক্রুব্ধ বা অহংকৃত পদক্ষেপ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টণ্ডাই, টাণ্ডাই, টেণ্ডাই, টাণ্ডা English definition [টন্ডাই, টান্ডাই, টেন্ডাই, টান্ডা] (বিশেষ্য) ১ বিরক্তিজনক ঘটনা; ঝঞ্ঝাট। ২ ধৃষ্টতা; অবিনয়; ঔদ্ধত্য। ৩ কলহ; বচসা। ৪ তাড়না। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ডা>টণ্ডা>}
- Bengali Word টণ্ডু English definition [টোন্ডু] (বিশেষণ) ঝগড়াটে; কলহপ্রিয় (কৃষ্ণবাক্যে ছল ধরি ঝকড়িতে টণ্ডু-ভক্তমাল)। {(তৎসম বা সংস্কৃত) তণ্ডু>টণ্ডু}
- Bengali Word টন ১ English definition [টন্] (অব্যয়) শক্ত দ্রব্য দ্বারা ধাতব পদার্থে আঘাতের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টন ২ English definition [টন্] (বিশেষ্য) ২০ হন্দর; প্রায় ২৭ মণ (পাঁচ হাজার টন লোহার কড়ি কিনে ফেললে-রাজশেখর বসু (পরশু))। টনটন শত শত টান; বহুটন (টন টন মাল)। মেট্রিক টন (বিশেষ্য) ১০০০ কিলোগ্রাম। {(ইংরেজি) Ton}
- Bengali Word টনক ১ English definition [টনক্] (বিশেষ্য) ১ স্মৃতিস্থানে আঘাত; চৈতন্যোদ্রেককারী আঘাত। ২ জ্ঞান; চৈতন্য; বোধ; হুঁশ; খেয়াল (অন্যান্য রাজা নবাবদেরও এতটুকুও টনক নড়িল না-ইসমাইল হোসেন শিরাজী)। টনক নড়া (ক্রিয়া) চৈতন্য হওয়া; হুঁশ হওয়া; খেয়াল হওয়া (বালকের সত্য ভাষে নড়িল টনক-আজহারুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্>
- Bengali Word টনক ২, টনকা, টনকো English definition [টনোক্, টন্কা, টন্কো] (বিশেষ্য) ১ মজবুত, শক্ত; পোক্ত; দৃঢ় (লোকটার বয়স হলেও একনও টনক আছে)। □(বিশেষণ) বিচক্ষণ; দক্ষ; লায়েক; পোক্ত। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টনটন ১ English definition [টন্টন্] (অব্যয়) ১ অসহনীয় ব্যথার স্পন্দনসূচক বেদনা প্রবল হওয়ায় অস্বস্তিবোধক যন্ত্রণাসূচক শব্দ (ফোঁড়াটা টনটন করছে)। ২ কঠিন বস্তুতে কটিন বস্তুর আঘাতের শব্দ। □(অব্যয়), (ক্রিয়াবিশেষণ) টনটন এই শব্দে; টনটন শব্দ করে (টাঙ্গি টন্ টন্ হানিতেছে-ঘনরাম চক্রবর্তী)। টনটনানি (বিশেষ্য) যন্ত্রণা; টাটানি; প্রবল বেদনা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টনটনিয়া English definition ⇒ টনটনে
- Bengali Word টনটনে, টনটনিয়া English definition [টন্টোনে, টন্টোনিয়া] (বিশেষণ) ১ প্রখর; তীক্ষ্ণ; তীব্র (আমাদের সমাজে নতুন পুরাতন বিরোধটা সম্প্রতি যে বিশেষ টনটনে হয়ে উঠেছে-প্রথম চৌধুরী; টনটনে জ্ঞান)। ২ জোরালো; ভালো (টনটনে বরাত)। ৩ সর্বতোমুখী। ৪ কঠোর; দৃঢ়। টনটনে কপাল, টনটনে বরাত (বিশেষণ) ১ মহাভাগ্য জোর কপাল। ২ মন্দ; কপাল; দুরদৃষ্ট। {টনটন+ইয়া>}
- Bengali Word টনসিল English definition [টন্সিল্] (বিশেষ্য) গলমধ্যে জিহবার মূলদেশে স্থিত গ্রন্থিদ্বয়। {(ইংরেজি) Tonsil}
- Bengali Word টনা English definition [টনা] (বিশেষ্য) দড়ি বিশেষ; টানা। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র>তানা>}
- Bengali Word টনিক English definition [টনিক্] (বিশেষ্য) শারীরিক শক্তি বৃদ্ধিকারক ঔষধ বিশেষ; সালসা। {(ইংরেজি) Tonic}
- Bengali Word টপ ১ English definition [টপ্] (অব্যয়) ১ জল প্রভৃতি তরল দ্রব্য পতনের শব্দ; তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ (চোখ থেকে টপটপ করে পানি পড়া)। ২ হঠাৎ ফল বা কোনো দ্রব্যের পতন বা মুখে দেওয়ার শব্দ। □(অব্যয়), (ক্রিয়াবিশেষণ) অবিলম্বে; চট করে। টপাস (অব্যয়) বড় ফোঁটা পড়ার শব্দ। {(হিন্দি) √পত্>পট>(বর্ণবিপর্যয়ে)টপ}
- Bengali Word টপ ২ English definition [টপ্] (বিশেষ্য) কানের অলঙ্কার; মুক্তা বা মটরের মতো তৈরি অলঙ্কার বিশেষ। {(ইংরেজি) Top}