ট পৃষ্ঠা ৮
- Bengali Word টাণ্ডা, টাণ্ডাই English definition ⇒টণ্ডাই
- Bengali Word টান English definition [টান্] (বিশেষ্য) ১ আকর্ষণ। ২ ঝোঁক; বিশেষ আসক্তি (দেশের প্রতি টান)। ৩ নিঃশ্বাসের সঙ্গে ধূম শোষণ বা আকর্ষণ (সিগারেটে কয়েকটি টান দিয়ে বলল)। ৪ আসক্ত; মায়া; ভালোবাসা (নাড়ির টান)। ৫ অভাব; ঘাটতি (বিবাহ-বাড়িতে কোনো জিনিসের টান পড়েনি)। ৬ চাহিদার বৃদ্ধি (বাজারে মালের টান ধরেছে)। ৭ হাঁপানি; শ্বাসকষ্টের রোগবিশেষ (টানের ব্যারাম)। ৮ উচ্চারণভঙ্গি ও বাচনভঙ্গি (বরিশালের বিশেষ টান)। ৯ আঁকবার ভঙ্গি; রেখার ভঙ্গি (কলমের টানে মাত্রা হয়ে গেছে রেফ)। ১০ দাগ; রেখা; আঁচড়। ১১ অহঙ্কার; দেমাক (যার গোলায় ধান তার কথায় টান-প্রবাদ)। ১২ সুরের আলাপ বা তাল (প্রথম টান সুরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ১৩ খিঁচুনি; আগ্রহ; spasm। ১৪ উচ্চভূমি; জলাভূমির বিপরীত। ১৫ স্রোত (নদীতে খুব টান আছে)। □(বিশেষ্য), (বিশেষণ) আঁটসাঁট; দৃঢ়সংবদ্ধ। টান টান (বিশেষণ) ১ আঁটসাঁট। ২ অহমিকাপূর্ণ; চড়া; উগ্রভাবপূর্ণ। □(ক্রিয়াবিশেষণ) লম্বা হওয়া বা হাত পা টানা □ টাল
- Bengali Word টানা ১, তানা English definition [টানা, তানা] (বিশেষ্য) ১ কাপড়ের দৈর্ঘের দিকের সুতা। ২ দেরাজ। ৩ মেয়েদের নথ প্রভৃতির ভার হালকা করার উপযোগী ধাতব শিকলবিশেষ। টানা দেওয়া (ক্রিয়া) লম্বা করে ঝুলিয়ে দেওয়া বা টাঙানো। টানাপড়েন, টানাপোড়েন (বিশেষ্য) ১ দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের সুতা (তাহার পরনে মোটা ধুতি, এমন মোটা যে, উহার টানাপড়েনগুলি স্পষ্ট তাই চোখে পড়ে-মাহবুব-উল-আলম)। ২ তাঁতের দৈর্ঘ্যের দিকের ও আড় দিকের সুতা। ৩ পুনঃপুন ক্লান্তিকর গমনাগমন। {√টান্+আ}
- Bengali Word টানা ২ English definition [টানা] (ক্রিয়া) ১ আকর্ষণ করা (দড়ি টানা)। ২ অঙ্কন করা (লাইন টানা)। ৩ বহা; বহন করা (মোট টানা)। ৪ পক্ষপাতিত্ব করা। ৫ খাড়া করানো। ৬ খরচ কমানো; হিসাব করে চলা (টেনে চলা)। ৭ শোষণ করা (তামাক টানা)। ৮ শুষ্ক হওয়া (তরকারির ঝোল আরও না টানলে সুস্বাদু হইবে না)। ৯ মাদকদ্রব্যাদি পান করা। □(বিশেষণ) ১ চালিত; বাহিত (গরুতে টানা গাড়ি)। ২ টেনে চালানো হয় এমন (টানা পাখা)। ৩ ঋজু ও দীর্ঘ (টানা পথ)। ৪ বিরামহীন; নিরবচ্ছিন্ন (টানা দুই ঘন্টা)। ৫ মন্থন করা হয়েছে এমন; মাখন তোলা (টানা দুধ)। ৬ আয়ত; বিস্তৃত (টানা চোখ)। ৭ অঙ্কিত (মসি দিয়ে টানা রেখা)। টানা কাড়া (বিশেষ্য) ১ অনবরত গমানাগমন। ২ কাপড় বোনার সময়ে মাকুর পুনঃপুন গমনাগমন। টানা জাল (বিশেষ্য) একসঙ্গে বহু মাছ ধরার মতো অতিবৃহৎ জাল। টানা টানা (বিশেষণ) ১ বাঁকা; বক্র; লম্বা লম্বা (টানা টানা কথা)। ২ বিস্তৃত; আয়ন (টানা টানা চোখ)। টানা টানি (বিশেষ্য) ১ একে অপরকে টানা; পরস্পর আকর্ষণ (যমে মানুষে টানাটানি)। ২ অভাব; অনটন (টানাটানির সংসার-রাজিয়া খান)। {√টান্+আ}
- Bengali Word টানান ১ English definition [টানান্] (বিশেষ্য) অহংকার; দেমাক; গুমর। {টান+আন}
- Bengali Word টানানো, টানান ২ English definition [টানানো] (ক্রিয়া) লম্বা করে বাঁধা বা ঝুলিয়ে রাখা। টানা পাখা (বিশেষ্য) যে পাখা দড়ি দিয়ে হাতে অথবা যন্ত্রের সাহায্যে টেনে ব্যবহার করা হয়। টানাবুনা, টানাবোনা (বিশেষণ) ১ কষ্টে গেঁথে তোলা; জোড়াতাড়া দেওয়া (দুটো চারটে টানাবোনা কথার পরেই কথাসূত্র একেবারে ছিঁড়িয়া ঝাঁকা হইয়া গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। টানাহেঁচড়া (বিশেষ্য) ১ টানাটানি; অভাব। ২ অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কাজে প্রবৃত্ত করার চেষ্টা। ৩ ধ্বস্তাধ্বস্তি করে কাজে লাগানোর চেষ্টা। একটানা (বিশেষণ) ক্রমাগত। দোটানা (বিশেষ্য), (বিশেষণ) দুই দিকের টান বা আকর্ষণ; উভয় সঙ্কট। {√টান্+আনো}
- Bengali Word টানেল English definition [টানেল্] (বিশেষ্য) পাহাড়ের তলা দিয়ে তৈরি রাস্তা; পর্বত ভেদ করে প্রস্তুত সুড়ঙ্গ (জামালপুর টানেল রাস্তা ভেদ করে প্রস্তুত একটা রাস্তা-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) tunnel}
- Bengali Word টাপু English definition [টাপু] (বিশেষ্য) ১ দ্বীপ। ২ উচ্চস্থান। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word টাপুর-টুপুর English definition [টাপুর্-টুপুর্] (অব্যয়) ক্রমাগত মৃদু বৃষ্টি পতনের ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টাপেটোপে English definition [টাপেটোপে] (ক্রিয়াবিশেষণ) ইশারায়; ইঙ্গিতে; ভাবভঙ্গিতে (তাই টাপে টোপে ধারে-ধারে-সৈয়দ মুজতবা আলী)। {টোপ+এ; (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)টাপ+এ}
- Bengali Word টাবা English definition [টাবা] (বিশেষ্য) একপ্রকার লেবু (রান্ধিবে মসূরীর সূপ দিয়া টাবা জল-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {টোপা>}
- Bengali Word টাবুটুবু English definition [টাবুটুবু] (অব্যয়) টইটুম্বর; কানায় কানায় ভরা। {টইটুম্বর>}
- Bengali Word টাবুয়া, টেবো English definition [টাবুয়া, টেবো] (বিশেষণ) টাপুর মতো উচ্চ বা স্ফীত (টেবো গাল)। {টাপু>টাবু+আ>টাবুয়া,>}
- Bengali Word টার ১ English definition [টার্] (বিশেষ্য) কাটার যন্ত্রবিশেষ; দাও; কাটারি (পিতড়ক টার কামে নাহি আয়ল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) কর্তরী>}
- Bengali Word টার ২ English definition [টার্] (বিশেষ্য) আলকাতরা। {(ইংরেজি) tar, coaltar}
- Bengali Word টারপিন, তারপিন English definition [টার্পিন্, তারপিন] (বিশেষ্য) ১ পাইন বা ঐ জাতীয় গাছের রস জ্বাল দিয়ে যে তেল বের করা হয়; তারপিন তেল। ২ খনিজ তেল। {(ইংরেজি) turpentine}
- Bengali Word টারবালা English definition ⇒টাড়
- Bengali Word টারল English definition [টারলো] ((ব্রজবুলি)) (ক্রিয়া) কাটালো; অতিবাহিত করল; যাপন করল; (টারল মৈমব শিশির অন্ত-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) √টল্>; (তুলনীয়) (হিন্দি) টারনা}
- Bengali Word টার্ম English definition [টার্ম্] (বিশেষ্য) বছরের অংশ (একটা শিক্ষা বৎসরে তিনটে টার্ম-মুহম্মদ আবদুল হাই)। {(ইংরেজি) term}
- Bengali Word টাল English definition □টিকা