ট পৃষ্ঠা ১৫
- Bengali Word টুপভুজং English definition ⇒টুপভুজঙ্গ
- Bengali Word টুপভুজঙ্গ, টুপভুজং English definition [টুপ্ভুজঙ্গো,টুপ্ভুজঙ্](বিশেষণ) নেশায় চুর; মাদকদ্রব্য ভক্ষণের ফলে বাক্য ও গতিশক্তিহীন হয়ে তুরীয় ভাবসম্পন্ন (মদ খাইয়া টুপভুজঙ্গ হইয়া-রাজ)। □ (বিশেষ্য) বুঁদ; নেশায় ভোঁ। {টুপ+(তৎসম বা সংস্কৃত) ভুজঙ্গ}
- Bengali Word টুপা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [টুপা](বিশেষ্য) জলের পাত্র; মাটির তৈরি ঘট। {আমূ.}
- Bengali Word টুপি, টুপী English definition [টুপি](বিশেষ্য) সুপরিচিত মস্তকাবরণ বিশেষ; শিরস্ত্রাণ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>টোপ>(ক্ষুদ্রার্থে) টুপি/টুপী; (পর্তুগিজ)Topo}
- Bengali Word টুবটুব English definition [টুব্টুব্](বিশেষণ) পরপর ডুববার শব্দ। □ (অব্যয়) ১ জলময় অবস্থা। ২ পানিতে ঢিল ছুঁড়বার শব্দ। টুবটুবে (বিশেষণ) জলে বা রসে পরিপূর্ণ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুমটাম English definition [টুম্টাম্](বিশেষণ) ১ সামান্য; যৎকিঞ্চিত; অল্পকিছু। □ (বিশেষ্য) নগণ্য বা তুচ্ছ জিনিস। টুমটাম করে (বিশেষ্য) ১ কোনো রকমে; এটা সেটা করে; টেনে টুনে। ২ সামানন্যভাবে; অল্পে স্বল্পে; অল্পব্যয়ে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুমটুমি English definition [টুমিটুমি](বিশেষ্য) ডুগডুগি জাতীয় খেলনা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুল English definition [টুল্](বিশেষ্য) বসার জন্য কাষ্ঠনির্মিত আসনবিশেষ। {(ইংরেজি) stool}
- Bengali Word টুলটুল English definition [টুল্টুল্](অব্যয়) ১ তুলতুল; এত নরম যে স্পর্শ করা মাত্র অথবা টিপ দিলেই টোল খায়। ২ কানায় কানায় পূর্ণতা হেতু টলটল করার ভাব। টুলটুলে বিণ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুলি English definition [টুলি](বিশেষ্য) পাড়া; গ্রাম; ক্ষুদ্র অঞ্চল; মহল্লা; এলাকা (কুমারটুলি, মোগলটুলি)। {(তুলনীয়) (হিন্দি) টোলি।}
- Bengali Word টুলো English definition ⇒টোল১
- Bengali Word টুসটুস English definition [টুশ্টুশ্](অব্যয়) ১ রসে পরিপূর্ণ বা রসে ঢলঢল (মউ টুস টুস মুখখানি তার ঢেউ-খেলানো চুল-কাজী নজরুল ইসলাম)। ২ মৃদুভাবে ও ক্ষুদ্র বিন্দুতে পানি বা তরল পদার্থের পতন শব্দ। টুসটুসে বিণ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুসি, টুসকি, টুস্কি English definition [টুশি, টুশ্কি, টুশ্কি] (বিশেষ্য) টোকা; তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা দ্রুত লঘু টোকা বা আঘাত; তুড়ি (রং দুধে আল্তার মত হয় এমন কি টুস্কি মাল্লে’রক্ত বেরোয়-কালীপ্রসন্ন সিংহ)। টুস্কির মাল (বিশেষ্য) ভঙ্গপ্রবণ দ্রব্য; যা সহজেই নষ্ট হয়ে যায়; সামান্য টোকার ভর সয় না। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুয়ান, টোয়ান English definition [ট্রয়ান্, টোয়ান্](ক্রিয়া) ১ উস্কিয়ে দেওয়া; লেলিয়ে দেওয়া; আক্রমণের জন্য এগিয়ে দেওয়া (রাস্তার ছোঁড়াদের টুইয়া দিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); পার্থপরে টোয়াইয়া দিলেক মাহুত-কাশীরাম দাস)। ২ সজাগ করে দেওয়া। ৩ হাতড়িয়ে খোঁজা বা ঠাহর করা; তালাশ করা। ৪ ইশারা করা। {(হিন্দি) √টোহ}
- Bengali Word টেঁক ১, ট্যাঁক English definition [ট্যাঁক্] (বিশেষ্য) ১ কোমর; কটিদেশ। ২ কোমরের কাপড়; কোমরের কষি। ৩ তহবিল; কোষ (টেঁক খালি)। টেঁক ঘড়ি (বিশেষ্য) টেঁকে বা পকেটে রাখবার ঘড়ি; জেব-ঘড়ি। টেঁকে গোঁজা (ক্রিয়া) ১ কোমরে গোঁজা। ২ আত্মসাৎ করা। ৩ অনায়াসে সম্পূর্ণরূপে পরাস্ত করে জব্দ করা। {(তৎসম বা সংস্কৃত) কটি>(বর্ণ বিপর্যয়ে)}
- Bengali Word টেঁকটেঁক, ট্যাঁকট্যাঁক English definition [ট্যাঁক্ট্যাঁক্] (অব্যয়) ১ কর্কশ ভাষণ বা অপ্রিয় স্পষ্টভাষণসূচক। ২ সর্বদা পিছনে লেগে থাকা বা সতর্কবাণী উচ্চারণবোধক। টেঁকটেঁকানো, ট্যাকট্যাঁকানো (ক্রিয়া) ট্যাঁক ট্যাঁক করা; অনবরত বিরক্তিজনক কথা বলা। টেঁকটেঁকে, ট্যাঁকটেঁকে (বিশেষণ) ১ হৃদয়বিদারক। ২ কর্কশ; ক্যাঁটকেটে; কড়া-কড়া। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টেঁকসই English definition ⇒টেকসই
- Bengali Word টেঁকা English definition ⇒টেকা
- Bengali Word টেঁকি English definition [টেঁকি](বিশেষ্য) পাহাড়; পর্বত। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
- Bengali Word টেঁটন, টেটন, ট্যাটন English definition [ট্যাঁটন্, ট্যাটন্, ট্যাটন্] (বিশেষণ) ১ ধৃষ্ট; চতুর (তোমা হেন পৃথিবীতে নাহিক টের্টন-বড়ু চণ্ডীদাস)। □(বিশেষ্য) ১ জুয়াড়ি। ২ ধড়িবাজ; ধূর্ত; প্রবঞ্চক। টেটনী, টেন্টনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) প্রগল্ভা; অতিশয় চতুরা; ধূর্তা (টেটনী রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শঠ>ঠেঁটা>; (তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>}